কানাডা ভিজিট ভিসা খরচ ও সুবিধা
কানাডা ভিজিট ভিসা ১০০% নিশ্চিত ভাবে আপনারা কিভাবে পাবেন এবং কত খরচ হবে তাছাড়া ভিজিট ভিসার সুবিধাগুলো কি কি তা জানাবো।
কানাডা ভিজিট ভিসা খরচ ও সুবিধা। Canada Visit Visa Cost and Advantage.
ভিজিট ভিসা পেতে আপনাদের আর সময় এবং টাকা অপচয় করতে হবেনা। কারণ অনেক মানুষ আছে যারা কোনো ধরনের যোগ্যতা ছাড়াই ভিজিট ভিসা পেয়ে যাচ্ছে তাহলে আপনি কেন পারবেন না।
আজকের এই আর্টিকেলটি পড়ে আপনি ১০০% নিশ্চিতভাবে ভিজিট ভিসার পাওয়ার জন্য তৈরী হয়ে যেতে পারবেন। প্রথমেই আজ জানাবো ভিজিট ভিসার সুবিধাগুলো।
কানাডা ভিজিট ভিসা সুবিধা
১। মাল্টিপল ভিসা
ভিজিট ভিসার প্রথম যে সুবিধাটি তা হলো আপনি ভিজিট ভিসায় আসরে ১০ বছরের জন্য মাল্টিপল ভিসা পাবেন। এই ১০ বছরে আপনি আপনার প্রয়োজন অনুসারে ইচ্ছেমত যাতায়াত করতে পারবেন। তবে অবশ্যই তাদের নিয়ম-কানুন মেনে।
২। ভিজিট ভিসায় কাজ করা
দ্বিতীয় সুবিধাটি হলো ভিজিট ভিসায় আপনি কানাডায় এসে কাজ করার সুযোগ পাবেন। অর্থাৎ ভিজিট ভিসাটিকে ওয়ার্ক পারমিটে পরিবর্তনের জন্য আবেদন করতে পারবেন এবং কাজ করতে পারবেন।
৩। ভিজিট ভিসায় খরচ কম
ভিজিট ভিসায় আপনার কানাডা আসার খরচ খুবই কম।
৪। যোগ্যতা সমূহ
কানাডা ভিজিট ভিসা পেতে হলে প্রয়োজন হয়না কোনো যোগ্যতা, অভিজ্ঞতা বা দক্ষতা, ভাষাগত দক্ষতার।
৫। ইন্টারভিউ
৫ম সুবিধাটি হলো কানাডিয়ান ভিজিট ভিসা পাওয়ার জন্য কোনো ইন্টারভিউ দিতে হবেনা।
৬। ভিসা বাতিল হওয়া
বর্তমানে কানাডা ভিজিট ভিসা Reject করা বাতিল হওয়ার সম্ভাবনা খুবই কম। ভিজিট ভিসায় আবেদন করলে সফলতার হার প্রায় নব্বই শতাংশের বেশি।
কানাডা ভিজিট ভিসার খরচ কত
সবথেকে আশ্চর্য বিষয়টি হলো কানাডা ভিজিট ভিসায় আবেদন করলে আপনার খরচ এতটাই কম যা চিন্তা করতে পারবেন না। হ্যা সত্যিই বলছি কানাডা ভিজিট ভিসা ফি মাত্র CAD 100 ডলার বায়োমেট্রিক ফি বা ফিঙ্গার প্রিন্ট ফি CAD 85 ডলার। যা বাংলাদেশী টাকায় প্রায় ১৪,৮৮৩/- টাকা।
এখন আপনি যদি সকল ডকুমেন্টস সংগ্রহ করে নিজে নিজে আবেদন করতে পারেন তাহলে আপনার সর্বসাকুল্যে খরচ হবে মাত্র ২০,০০০/- টাকার মতো।
কিন্তু আপনি যদি নিজে নিজে আবেদন না করতে পারেন তাহলে সম্মানিত দালাল ভাইয়েরা আপনার কাছ থেকে ভিজিট ভিসা বাবদ ১০০,০০০/- টাকা থেকে ১১৫,০০০/- টাকা পর্যন্ত ঈদের সালামী বাবদ নিয়ে নিবে।
অথচ এজেন্সির মাধ্যমে আবেদন করতে আপনার সর্বসাকুল্যে খরচ হবে ৬০,০০০/- টাকা থেকে ১০০,০০০/- টাকা মাত্র। তবে এখানে কিছু ব্যাপার অবশ্যই আছে তা আপনাদের জেনে রাখা ভালো।
এজেন্সি যদি আপনার বেশিরভাগ ডকুমেন্টস যোগার করে দেয় তাহলে প্রায় ১০০,০০০/- টাকা নিবে আর যদি তারা ৫০% ডকুমেন্টস যোগার করে দেয় তাহলে ৫০,০০০/- থেকে ৬০,০০০/- টাকা নিবে।
Canada Immigration Citizenship এই ওয়েবসাইটে ভিজিট করে ভিজিট ভিসা সম্পর্কে আরো জানুন।
বাংলায় সম্পূর্ণ বিষয়টি বুঝার জন্য কানাডা ভিজিট ভিসা আবেদন কিভাবে করবেন তা বিস্তারিত জানার জন্য এই আর্টিকেলটি পড়ে আসুন, আশাকরি প্রক্রিয়াটি জেনে নিজে নিজে আবেদন করতে পারবেন।
কানাডা ভিজিট ভিসায় এজেন্সির মাধ্যমে আবেদন
আজ আমি আপনাদের সাথে একটি এজেন্সির ব্যাপারে আলোচনা করবো যারা বিশ্বস্ত। মাত্র ১০০,০০০/- টাকা চার্জ করবে ভিসা বাবদ।
তারা চলতি বছরে প্রায় ১৪০ টিরও বেশি ভিজিট ভিসায় মানুষকে সফলভাবে কানাডাতে পাঠাতে পেরেছে।
বিঃদ্রঃ আপনারা তাদের সাথে যোগাযোগ করলে সম্পূর্ণ দায়-দায়িত্ব আপনাদের বহন করতে হবে। এজন্য আর্টিকেল মোশন কোনো প্রকার দায়ি থাকবেনা। আপনারা অফিসে গিয়ে সরাসরি যোগাযোগ করুন।
তাদের সম্পর্কে খোজ খবর নিয়ে তারপর টাকা পয়সা লেনদেন করবেন। তবে আমি আশাকরি তারা কোনো প্রকার প্রতারণা করবেনা। বাকিটা আল্লাহর উপর নির্ভর করে।
যোগাযোগঃ USA & Canada Visa Process (USCA). Mob: +880 1940741818
সবশেষ কথা
আজকে খুবই ছোট একটি আর্টিকেল নিয়ে আলোচনা করেছি। কারণ আমার কাছে মনে হয়েছে যে তথ্যগুলো খুবই গুরত্বপূর্ণ সেগুলো নিয়েই আলোচনা করেছি।
অহেতুক কোনো ফাওকথা নিয়া আলোচনা করিনি। এখানে যে এজেন্সির কথা বলেছি তারা আমার জানামতে ভালো কাজ করে। খরচের যে বিষয়টি তা কানাডিয়ান ইমিগ্রেশন ওয়েবসাইটে পাবলিশ করেছে।
FAQ
কানাডা ভিজিট ভিসা ফি মাত্র CAD 100 ডলার বায়োমেট্রিক ফি বা ফিঙ্গার প্রিন্ট ফি CAD 85 ডলার। যা বাংলাদেশী টাকায় প্রায় ১৪,৮৮৩/- টাকা।
কানাডা ভিজিট ভিসার জন্য ইন্টাভিউ দেয়া লাগবেনা।
হ্যা, কানাডা ভিজিট ভিসায় এসে কাজ করা যাবে। এর জন্য ভিসা পরিবর্তনের জন্য আবেদন করতে হবে।
হ্যা ভিজিট ভিসায় এসে আপনি স্থায়ী হওয়ার জন্য আবেদন করতে পারবেন।