ক্রোয়েশিয়া ভিসা আপডেট – ২০ থেকে ৪৫ দিনে ভিসা
ক্রোয়েশিয়া ভিসা আপডেট প্রকাশ হয়েছে তাদের সরকারি ওয়েবসাইট থেকে। ২০ থেকে ৪৫ দিনের মধ্যে এখন ভিসা পাওয়ার ৯৫% সুযোগ রয়েছে।
ক্রোয়েশিয়া ওয়ার্ক পারমিট ভিসা – Croatia Work Permit Visa. ক্রোয়েশিয়া ভিসা আপডেট – Croatia Visa Update.
আমি ইতিমধ্যে আপনাদের কাছে ক্রোয়েশিয়া ওয়ার্ক পারমিট নিয়ে একটি আর্টিকেল পাবলিশ করেছি। আর্টিকেলটি পড়তে চাইলে ভিজিট করে আসুন।
আজকে আমরা ক্রোয়েশিয়া ভিসা আপডেট নিয়ে আলোচনা করবো। বর্তমানে দেশটিতে বাংলাদেশীদের জন্য একটি সুবর্ণ সুযোগ সৃষ্টি হয়েছে।
তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে জানা গেছে যে, বাংলাদেশ থেকে তথা বিশ্বের অন্য যে কোনো দেশ থেকে বাঙ্গালীরা এই ভিসার জন্য আবেদন করতে পারবে।
ক্রোয়েশিয়া ভিসা পেতে কত দিন লাগে
বাংলাদেশ থেকে যারা আবেদন করবেন তাদের ভিসা প্রসেসিং সময় লাগবে প্রায় ৩০ থেকে ৪৫ দিন। অর্থাৎ ক্রোয়েশিয়া ৩০-৪৫ দিনে ভিসা দিবে।
মিডল ইস্ট থেকে ক্রোয়েশিয়া বা আরব দেশ, মালয়েশিয়া তথা বিশ্বের যে কোনো দেশ থেকে যদি আবেদন করেন তাদের ভিসা প্রসেসিং সময় লাগবে ২০-৩০ দিন।
সময় কখন থেকে নির্ধারণ হবে। আপনার ওয়ার্ক পারমিট যখন এ্যাম্বাসীতে জমা দেয়া হবে সেই দিন থেকে আপনার সময় হিসেব করা হবে।
সর্বোচ্চ ৪৫ দিনের মধ্যে আপনি ভিসা পেয়ে যাবেন। তাছাড়া ভিসা প্রসেসিং হতে তিন থেকে ৬ মাস পর্যন্ত সময় লেগে যেতে পারে।
ক্রোয়েশিয়া সিজনাল এবং নন সিজনাল ভিসা
সিজনাল ভিসা হলো একটি নির্দিষ্ট সময়ের জন্য আর নন সিজনাল ভিসা হলো দীর্ঘ সময়ের জন্য। অর্থাৎ সিজনাল ভিসা সাধারণত তিন মাস থেকে নয় মাস পর্যন্ত হয়ে থাকে।
আর নন সিজনাল ভিসা সাধারণত এক বছর থেকে ৫ বছর পর্যন্ত হয়ে থাকে।
যারা বাংলাদেশ থেকে আবেদন করবেন তারা ক্রোয়েশিয়া সিজনাল ভিসার জন্য আবেদন করতে পারবেন। বাংলাদেশ ব্যতীত অন্য দেশ থেকে নন সিজনাল ভিসার জন্য আবেদন করতে পারবেন।
এর কারণ হলো যারা দেশের বাহিরে থাকে তারা কোনো কোনো প্রফেশনাল কাজে লিপ্ত থাকে তাই ক্রোয়েশিয়া স্কিলড ওয়ার্কদের নন সিজনাল ভিসার জন্য নির্ধারণ করেছেন।
সিজনাল ভিসায় যারা আবেদন করবেন তারাও কিন্তু এই সিজনাল ভিসাকে নন সিজনাল ভিসায় রূপান্তর করার সুযোগ পাবে।
ক্রোয়েশিয়া ভিসা সফলতা
ক্রোয়েশিয়া ভিসা সফলতা রেশিও মোটামুটি অর্থাৎ ৫০%। ১০০ জন ভিসার জন্য আবেদন করলে প্রায় ৫০% থেকে ৬০% পর্যন্ত ভিসা হওয়ার সম্ভাবনা থাকে।
তাই আপনারা বিদেশ থেকে হোক বা দেশ থেকে হোক ভিসার জন্য একটু চেষ্ট করুন ইনশাআল্লাহ ভিসা পাওয়ার সম্ভাবনা মোটামুটি হলেও তারা ওয়ার্ক পারমিট দিচ্ছে।
ক্রোয়েশিয়া সম্পর্কে আরো বিস্তারিত জানতে ক্রোয়েশিয়া ইমিগ্রেশন ওয়েবসাইটটি ভিজিট করুন।
ক্রোয়েশিয়াতে কোন কাজের চাহিদা বেশি
আপনার যদি স্কিল থাকে তাহলে আপনার চাহিদা সমগ্র বিশ্ব জুড়ে। আর যদি আপনি নন স্কিল ওয়ার্কার হোন তাহলে এই মুহুর্তে ক্রোয়েশিয়া তলা পোল্যান্ড, চেক রিপাবলিক, লিথুনিয়া ইত্যাদি দেশ গুলোতে কাজের সুযোগ আছে।
নন স্কিল হয়েও যে সকল জব করতে পারবেন।
- কনস্ট্রাকশন ওয়ার্কার
- রেস্ট্রৃরেন্ট ওয়ার্কার
- কিচেন হেল্পার
- ফুড ডেলিভারি
- প্যাকিজিং
- ওয়ার হাউজ এসিস্ট্যান্ট ইত্যাদি।
নিন্মোক্ত কাজ গুলো করতে হলে আপনার অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে। যেমনঃ
- ওয়েল্ডার
- কার্পেন্টার
- পেইন্টার
- প্লাম্বার
- ইলেক্ট্রিশিয়ান ইত্যাদি।
মিডেল ইস্টের মতো কিন্তু এতোটা কষ্ট আপনাকে করতে হবে না। ওদের সব কিছু একটি নিদিষ্ট পদ্ধতিতে চলে। যা মিডল ইস্টে সাপ্লায়ার নামে কিছু অসাধু ব্যক্তি আছে তারা সুযোগের সৎ ব্যবহার করে মানুষের সাথে প্রতারণা করে।
শেষ কথা
ক্রোয়েশিয়া ভিসা আপডেট এর এই আর্টিকেলটি নিয়ে আর আলোচনা করবো না কারণ শুধু আপনাদের ক্রোয়েশিয়া ভিসা আপডেট দেয়ার জন্য আজকের আর্টিকেলটি প্রকাশ করা হলো।
ক্রোয়েশিয়া সত্যিই খুব ভালো একটি দেশ। দেশটির পরিবেশ সত্যি সহনিয় এবং আরাম দায়ক। আপনারা অবশ্যই বুঝে শুনে তারপর চেষ্টা করবেন।
আমি ফুজ পেকেজিনে যেতে চাই
আপনি দয়াকের আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ুন এবং সে অনুসারে চেষ্টা করুন ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ আপনার মনের আশা পূরণ করবেন।