জার্মানিতে উচ্চ বেতনের ১০টি চাকরি
| |

জার্মানিতে উচ্চ বেতনের ১০টি চাকরি

জার্মানিতে উচ্চ বেতনের ১০টি চাকরি এবং বাৎসরিক কত টাকা বেতন পাওয়া যায় বা মাসিক কত টাকা বেতন হয় বিস্তারিত জানুন।

প্রতিটি আর্টিকেলেই আপনাদের বিভিন্ন দেশের ভিসা নিয়ে আলোচনা করার সময় পরিচিতি পর্ব বর্ণনা করি তবে আজ সরাসরি মূল আলোচনায় চলে যাব।

জার্মানিতে অনেকগুলো পেশা আছে যার বেতন খুব ভালো বা উচ্চ মানের হয়ে থাকে। তার মধ্য থেকে আমি মাত্র ১০টি জব নিয়ে আলোচনা করবো।

ট্যাক্স নিয়ে কোনো আলোচনা করবো না। তবে আপনার জানের বিশ্বের উন্নত দেশ গুলোতে অবশ্যই হাই ডিমান্ড জবের বেতনের উপর একটি নির্দিষ্ট ট্যাক্স দিতে হয়।

আজ শুধু বাৎসরিক এবং মাসিক বেতন নিয়ে আলোচনা করবো। তবে ট্যাক্স এর পরিমাণ ২৫% থেকে শুরু করে প্রায় ৪০% বা ৪৩% পর্যন্ত দিতে হতে পারে।

১। মেডিকেল এডভাইজর

জার্মানিতে উচ্চ বেতনের ১০টি চাকরি মধ্যে মেডিকেল এডভাইজরের জবটি একটি হাই ডিমান্ডিং চাকরি।

Average Annual Salary

একজন মেডিকেল এডভাইজারের বাৎসরিক বেতন গড়ে প্রায় ৮০ হাজার ইউরো থেকে ৯০ হাজার ইউরো পর্যন্ত হয়ে থাকে।

Annual Salary Range

বাৎসরিক বেতনের পরিসীমা প্রায় ৬০ হাজার ইউরো থেকে ১ লাখ ৪০ হাজার ইউরো পর্যন্ত হয়ে থাকে।

এখন আপনি যদি এই বেতন এর একটি নির্দিষ্ট পরিমাণ অংশকে ১২ দিয়ে ভাগ দেন তাহলে আপনার মাসিক বেতন বের হয়ে যাবে।

আপনি যদি বাৎসরিক গড়ে ৮০ হাজার ইউরো ধরেন তাহলে আপনার মাসিক বেতন আসে বাংলাদেশী টাকায় প্রায় ৮ লাখ ৬৬ হাজার টাকার মতো।

এখান থেকে আপনার ট্যাক্স অবশ্যই কেটে নিবে।

২। ডাক্তার পেশা

Average Annual Salary

একজন ডাক্তারের বাৎসরিক বেতন গড়ে প্রায় ৮০ হাজার ইউরো থেকে ৮৫ হাজার ইউরো হয়ে থাকে।

Annual Salary Range

ডাক্তার পেশায় বাৎসরিক বেতনের পরিসীমা বা পরিমাণ প্রায় ৪৪ হাজার ইউরো থেকে ১ লাখ ৩৮ হাজার ইউরো পর্যন্ত হয়ে থাকে।

আপনি যদি বাৎসরিক গড়ে ৭৫ হাজার ইউরো ধরেন তাহলে আপনার মাসিক বেতন আসে বাংলাদেশী টাকায় প্রায় ৮ লাখ ১২ হাজার টাকার মতো।

এখান থেকে আপনার ট্যাক্স অবশ্যই কেটে নিবে।

৩। পাইলট বা বিমান চালক

Average Annual Salary

পাইলটের বাৎসরিক বেতন গড়ে প্রায় ৮০ হাজার ইউরো থেকে ৮৫ হাজার ইউরো হয়ে থাকে। আসলে এই পেশাগুলোর বেতন প্রায় সমান।

Annual Salary Range

পাইলট পেশায় বাৎসরিক বেতনের পরিসীমা বা পরিমাণ প্রায় ২৫ হাজার ইউরো থেকে ১ লাখ ৬১ হাজার ৫০০ ইউরো পর্যন্ত হয়ে থাকে।

আপনি যদি বাৎসরিক গড়ে ৯০ হাজার ইউরো ধরেন তাহলে আপনার মাসিক বেতন আসে বাংলাদেশী টাকায় প্রায় ৯ লাখ ৭৫ হাজার টাকার মতো।

এখান থেকে আপনার ট্যাক্স অবশ্যই কেটে নিবে।

৪। প্রোগ্রাম ম্যানেজার

Average Annual Salary

প্রোগ্রাম ম্যানেজারের বাৎসরিক বেতন গড়ে প্রায় ৮২ হাজার ৮ শত ইউরো থেকে ৮৫ হাজার ইউরো হয়ে থাকে।

Annual Salary Range

প্রোগ্রাম ম্যানেজার পেশায় বাৎসরিক বেতনের পরিসীমা বা পরিমাণ প্রায় ৫৩ হাজার ইউরো থেকে ১ লাখ ৩৮ হাজার ৭০০ ইউরো পর্যন্ত হয়ে থাকে।

আপনি যদি বাৎসরিক গড়ে ৮৫ হাজার ইউরো ধরেন তাহলে আপনার মাসিক বেতন আসে বাংলাদেশী টাকায় প্রায় ৯ লাখ ২০ হাজার টাকার মতো।

এখান থেকে আপনার ট্যাক্স অবশ্যই কেটে নিবে।

৫। সফটওয়্যার আর্কিটেক্ট

Average Annual Salary

সফটওয়্যার আর্কিটেক্ট এর বাৎসরিক বেতন গড়ে প্রায় ৮২ হাজার ৭ শত ইউরো থেকে ৮৩ হাজার ইউরো হয়ে থাকে।

Annual Salary Range

সফটওয়্যার আর্কিটেক্ট পেশায় বাৎসরিক বেতনের পরিসীমা বা পরিমাণ প্রায় ৫৯ হাজার ইউরো ১ শত থেকে ১ লাখ ২৪ হাজার ৮০০ ইউরো পর্যন্ত হয়ে থাকে।

আপনি যদি বাৎসরিক গড়ে ৮০ হাজার ইউরো ধরেন তাহলে আপনার মাসিক বেতন আসে বাংলাদেশী টাকায় প্রায় ৮ লাখ ৬৬ হাজার টাকার মতো।

এখান থেকে আপনার ট্যাক্স অবশ্যই কেটে নিবে।

৬। বিসনেস কন্সালটেন্ট

জার্মানিতে উচ্চ বেতনের ১০টি চাকরি মধ্যে বিসনেস কন্সালটেন্ট একটি অন্যতম হাই ডিমান্ডিং চাকরি।

Average Annual Salary

বিসনেস কন্সালটেন্ট এর বাৎসরিক বেতন গড়ে প্রায় ৮২ হাজার ইউরো থেকে ৮৪ হাজার ইউরো হয়ে থাকে।

Annual Salary Range

বিসনেস কন্সালটেন্ট পেশায় বাৎসরিক বেতনের পরিসীমা বা পরিমাণ প্রায় ৩৯ হাজার ইউরো ৪ শত থেকে ১ লাখ ৪৩ হাজার ২০০ ইউরো পর্যন্ত হয়ে থাকে।

আপনি যদি বাৎসরিক গড়ে ৬০ হাজার ইউরো ধরেন তাহলে আপনার মাসিক বেতন আসে বাংলাদেশী টাকায় প্রায় ৬ লাখ ৫০ হাজার টাকার মতো।

এখান থেকে আপনার ট্যাক্স অবশ্যই কেটে নিবে।

৭। আইনজিবী পেশা

Average Annual Salary

আইনজিবী পেশার বাৎসরিক বেতন গড়ে প্রায় ৮১ হাজার ইউরো থেকে ৮২ হাজার ইউরো হয়ে থাকে।

Annual Salary Range

আইনজিবী পেশায় বাৎসরিক বেতনের পরিসীমা বা পরিমাণ প্রায় ৩৮ হাজার ইউরো ১ শত থেকে ১ লাখ ৩৯ হাজার ইউরো পর্যন্ত হয়ে থাকে।

আপনি যদি বাৎসরিক গড়ে ৫৫ হাজার ইউরো ধরেন তাহলে আপনার মাসিক বেতন আসে বাংলাদেশী টাকায় প্রায় ৫ লাখ ৯৫ হাজার টাকার মতো।

এখান থেকে আপনার ট্যাক্স অবশ্যই কেটে নিবে।

৮। পোর্টফোলিও ম্যানেজার

Average Annual Salary

পোর্টফোলিও ম্যানেজার এর বাৎসরিক বেতন গড়ে প্রায় ৮০ হাজার ৭ শত ইউরো থেকে ৮৫ হাজার ইউরো হয়ে থাকে।

Annual Salary Range

পোর্টফোলিও ম্যানেজার পেশায় বাৎসরিক বেতনের পরিসীমা বা পরিমাণ প্রায় ৪৫ হাজার ৫ শত ইউরো থেকে ১ লাখ ৩৬ হাজার ৯ শত ইউরো পর্যন্ত হয়ে থাকে।

আপনি যদি বাৎসরিক গড়ে ৬০ হাজার ইউরো ধরেন তাহলে আপনার মাসিক বেতন আসে বাংলাদেশী টাকায় প্রায় ৬ লাখ ৫০ হাজার টাকার মতো।

এখান থেকে আপনার ট্যাক্স অবশ্যই কেটে নিবে।

৯। লিগ্যাল কাউন্সিল

Average Annual Salary

লিগ্যাল কাউন্সিল এর বাৎসরিক বেতন গড়ে প্রায় ৮০ হাজার ১ শত ইউরো হয়ে থাকে।

Annual Salary Range

লিগ্যাল কাউন্সিল পেশায় বাৎসরিক বেতনের পরিসীমা বা পরিমাণ প্রায় ৫১ হাজার ২ শত ইউরো থেকে ১ লাখ ২৫ হাজার ৫ শত ইউরো পর্যন্ত হয়ে থাকে।

আপনি যদি বাৎসরিক গড়ে ৮০ হাজার ইউরো ধরেন তাহলে আপনার মাসিক বেতন আসে বাংলাদেশী টাকায় প্রায় ৮ লাখ ৬৬ হাজার টাকার মতো।

এখান থেকে আপনার ট্যাক্স অবশ্যই কেটে নিবে।

১০। স্ট্রেটজি ম্যানেজার

Average Annual Salary

স্ট্রেটজি ম্যানেজার এর বাৎসরিক বেতন গড়ে প্রায় ৭৯ হাজার ইউরো থেকে ৮০ হাজার ইউরো পর্যন্ত হয়ে থাকে।

Annual Salary Range

স্ট্রেটজি ম্যানেজার পেশায় বাৎসরিক বেতনের পরিসীমা বা পরিমাণ প্রায় ৪৬ হাজার ইউরো থেকে ১ লাখ ৩৬ হাজার ১ শত ইউরো পর্যন্ত হয়ে থাকে।

আপনি যদি বাৎসরিক গড়ে ৬৫ হাজার ইউরো ধরেন তাহলে আপনার মাসিক বেতন আসে বাংলাদেশী টাকায় প্রায় ৭ লাখ ৪ হাজার টাকার মতো।

এখান থেকে আপনার ট্যাক্স অবশ্যই কেটে নিবে।

সবশেষ কথা

এটি একটি ইনফরমেশন মূলক আর্টিকেলটি। আপনারা যারা উচ্চ পেশার জব সম্পর্কে জানতে চান তাদের জন্য এই আর্টিকেলটি।

যদি আর্টিকেলটি পড়ে আপনাদের ভালো লাগে তাহলে অন্যদের সাথে শেয়ার করবেন। আশাকরি অন্যদেরও উপকার হবে।

আরো পড়ুনঃ সরকারিভাবে জার্মানি যাওয়ার সুযোগ

আরো পড়ুনঃ জার্মানি আসার ১০টি কারণ

আরো পড়ুনঃ জার্মানি ওয়ার্ক পারমিট ভিসা টাইপ

আরো পড়ুনঃ জার্মানি আসার ১৫টি বৈধ উপায়

জার্মানি সম্পর্কে বিস্তারিত জানতে আপনার Make it in Germany ওয়েবসাইটটি ভিজিট করুন।

Slide Up
x

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *