জার্মানি আসার ১০টি কারণ
| |

জার্মানি আসার ১০টি কারণ

জার্মানি আসার ১০টি কারণ সম্পর্কে আজ আপনাদের সাথে আলোচনা করবো। আর্টিকেলটি পড়ে আপনারা জেনে খুবই উপকৃত হবেন ইনশাআল্লাহ।

জার্মানি ইউরোপের একটি সমৃদ্ধশালী দেশ যেখানে সারা বিশ্ব থেকে প্রচুর মানুষের সমাগম আছে। তবে দেশটিতে অনেক রেস্ট্রিকশনও আছে বটে।

আপনারা যারা জার্মানিতে আসতে চান বা জার্মানি আসার জন্য দেশটি সম্পর্কে প্রয়োজনীয় তথ্য জানতে চান তাদের জন্য আজকের আর্টিকেলটি অনেক গুরুত্বপূর্ণ।

জার্মানি ইউরোপের মধ্যে অনেক মানসম্মত এবং উন্নত দেশ যেখানে থাকা-খাওয়ার ব্যবস্থা থেকে শুরু করে কাজের সুযোগ রয়েছে ব্যাপক।

জার্মানিতে কাজের বেতনও খুব উচ্চ মানের হয়ে থাকে। এখানে নূন্যতম মাসিক বেতন প্রায় ৩০০,০০০ লাখ টাকার মতো হয়ে থাকে।

তাছাড়া এখানে কারিগরি শিক্ষা ব্যবস্থা নেয়ার জন্য আসতে পারেন সম্পূর্ণ বিনামূল্যে। যাকে আমরা জার্মানির ভাষায় আউসবিল্ডুং বলে জেনে থাকি।

আরো পড়ুনঃ জার্মানি আউসবিল্ডুং ভিসা ১০০% গ্যারান্টি ইনশাআল্লাহ

অর্থোনিতীর দিক থেকে জার্মানি কেমন?

কোন একটা দেশে যাবার জন্য সেদেশের অর্থনৈতিক অবস্থা জানা দরকার। অর্থোনিতীর দিক থেকে জার্মানি খুবিই একটা শক্তিশালী দেশ।

জাতিসংঘের তালিকায় ১৯৫ টা দেশ আছে, এর মধ্যে থেকে সবচেয়ে বেশি অর্থনৈতিক দিক দিয়ে যে দেশগুলো শক্তিশালী তার মধ্যে জার্মানি একটি।

বলতে পারেন প্রথম শ্রেণীর তিন থেকে চারটি দেশের মধ্যে জার্মানি একটা। আমেরিকা, জাপান, চিন, জার্মানি এই তিন চারটি দেশ সারা বিশ্বকে লিড দিয়ে নিয়ে যাচ্ছে।

তাহলে বোঝাই যাচ্ছে অর্থনৈতিক ভাবে জার্মানি কতটা শক্তিশালী। তাই নিশ্বন্দেহে আপনারা জার্মানিতে আসার জন্য আস্থা রাখতে পারেন।

জার্মানিতে জীবন ব্যবস্থার মান কেমন

আপনারা জানেন যে সারা পৃথিবীতে অনেক অনেক দেশ আছে যেমন নরওয়ে, সুইডেন, ডেনমাক, ফিনল্যান্ড এই দেশ গুলোকে অনেকে সুখি সমৃদ্ধ দেশ বলা হয়।

তাই আপনি সার্বিক দিক থেকে বিবেচনা করলে দেখতে পারবেন জার্মানির অবস্থা অই অর্থে বেশ ভালো একটি অবস্থানেই আছে।

র‌্যাংকিং এর অবস্থান দিয়ে হয়তো একটু এদিক সেদিক হতে পারে। তবে জার্মানি সারা বিশ্বের মধ্যে একটি অনন্যতম দেশ এ বিষয়ে কোনো সন্দেহ নেই।

তাছাড়া দেখেন যেমন জার্মানির পাসপোর্ট এই বছর পৃথিবীর শক্তিশালী দেশগুলোর মধ্যে এক নাম্বার আবস্থানে আছে।

যদিও যৌথভাবে এক নাম্বারে আছে জার্মানির পাসপোর্ট, জার্মানির সাথে ইতালি, ফ্রান্স এই দেশগুলোর পাসপোর্ট যুক্ত আছে।

সুতরাং পার্থক্যটা আকাশ পাতাল হয়না কিছু কম বেশি হয়। অন্য দেশ গুলোকে এক দুই নাম্বার দিচ্ছে জার্মানিকে তিন নাম্বার দিচ্ছে এতে খুব বেশি কম বেশি হয়না।

তাই চোখ বন্ধ করে জার্মানিকে ভরসা করতেই পারেন অন্য দেশের তুলনায়।

জার্মানির শিক্ষা ব্যাবস্থা কেমন

আপনারা হয়তো যেনে থাকবেন জার্মানির প্রায় সব ইউনিভার্সিটিতে এখনো বিনা মূল্যে পড়াশোনা করা যায়, তবে দুই একটি ছাড়া।

সম্পৃতি হয়তো এই দুই একটি ইউনিভার্সিটিতে টিউশন ফি যুক্ত করেছে কিন্তু যদি আপনি Overall চিন্তা করেন তাহলে দেখবেন জার্মানি এখনো পৃথিবীর No. 1 Country হবে।

যেখানে আপনার বিনা মূল্যে প্রায় সব ক্ষেত্রে পড়াশোনা করতে পারবেন, তাই পড়াশোনার দিক দিয়ে জার্মানি খুবই আদর্শ একটি দেশ।

আরো পড়ুনঃ জার্মানি আউসবিল্ডুং ভিসা ১০০% গ্যারান্টি ইনশাআল্লাহ

জার্মানির সাংস্কৃতিক সমৃদ্ধি কতটা উন্নত

জার্মানি হচ্ছে একটা মাল্টি কালচারাল দেশ, আগে হয়তো ছিলো না ত্রিশ চল্লিশ বছর আগে একটু অন্য টাইপের ছিলো কিন্তু সাম্পৃতি সময় গুলোতে জার্মানি একটা মাল্টি কালচারাল দেশে পরিনত হয়েছে।

যেমনটা কানাডা, আমেরিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া সহ অন্যান্য যে দেশগুলো আছে এদের মতোই হতে যাচ্ছে জার্মানি এবং অনেক খানি সেই দিকেই এগোচ্ছে।

বর্তমানে বেশ ভালোই সাফল্য তারা অর্জন করেছে আমার মনে হয় আগামি দুই এক বছরের মধ্যে আরো সমৃদ্ধপূর্ণ একটি দেশ হবে জার্মানি।

এখন মনে করেন যে এখানকার যারা বাসিন্দা বা এখানে যারা থাকেন তারা যে সুবিধাগুলো উপাভোগ করেন বা যে সংস্কৃতি তারা পাচ্ছেন সেটা কিন্তু বেশ ভালো।

এখাানে যদি আপনি খেলাধুলার কথা চিন্তা করেন, আপনি যদি মিউজিয়াম কথা চিন্ত করেন শত শত মিউজিয়াম শুধু বার্লিনের মধ্যেই রয়েছে।

যদি ক্লাবের কথা চিন্তা করেন তাহলে সমগ্র জার্মানিতে সম্ভবত প্রায় ৪০,০০০ ক্লাব আছে। বাচ্চাদের থেকে শুরু করে বিভিন্ন বয়সের মানুষদের জন্য হাজার হাজার ক্লাব রয়েছে।

সুতরাং কালচারল বিষয়টা যদি চিন্তা করেন সাহিত্য ও সংস্কৃতির দিক দিয়ে জার্মানি প্রথম সারির একটি দেশ এটা নিশ্বন্দেহে বলা যায়।

জার্মানিতে দক্ষ পাবলিক পরিবহন ব্যবস্থা কেমন

আপনি যদি জার্মানির পরিবহন ব্যবস্থা চিন্তা করেন তাহলে দেখতে পাবেন জার্মানির পরিবহন ব্যবস্থা অনেক ভালো আপনি ইচ্ছা করলে এখান থেকে ইউরোপের প্রায় সকল দেশেই যেতে পারবেন।

আপনি জার্মানি ফিলিক্স বাসের কথা চিন্তা করে দেখেন, দেশটির এই ফিলিক্স বাস ইউরোপের প্রায় সব দেশেই যায়।

তাছাড়া জার্মানির যে ট্রেন আছে, যাকে ডিবি বলে এটা ইউরোপের অনেক দেশে যায়, ইন্টারন্যাশনাল প্রচুর কানেক্টিভিটি আছে।

আবার ইন্টারনাল দিক দিয়ে ‍যদি চিন্তা করেন জার্মানির মধ্যে সম্পূর্ণ জার্মানিটা ছেয়ে আছে পরিবহন ব্যবস্থা দিয়ে, যা বলার অপেক্ষা রাখেনা।

জার্মানির যে অটোবান রাস্তা আছে, যেটাকে আমরা Highway বলি সেটি সারা পৃথিবীর মধ্যে সব থেকে বড় যার দৈর্ঘ্য ১৩,৫০০ কিলোমিটার।

চিন্তা করে দেখেন এটি এতো লম্বা যে, আপনি জার্মানি থেকে বাংলাদেশে একবার আসতে পারবেন এবং একবার যেতে পারবেন।

জার্মানির বাস এবং ট্রেনের মধ্যে ভালো একটি কানেকশন আছে, মনে করেন আপনি যদি বাসের টিকেট কাটেন তাহলে সেই একই টিকিট দিয়ে ট্রেনে ভ্রমন করতে পারবেন।

জার্মানিতে সবুজ পরিবেশের অংশের পরিমান কেমন?

এক উন্নত দেশ হিসেবে জার্মানি যেমন সারা বিশ্বের প্রথম সাড়ির মধ্যে মাথা উচু করে দাড়িয়ে আছে, ঠিক তেমনি সবুজ অরণ্যেও ঘিরে আছে পুরো দেশ।

ইউরোপের মধ্যে অনেক দেশ আছে যারা সবুজে ঘিরে আছে ঠিক তেমনি জার্মানিও সবুজ শ্যামলে ঘিরে আছে।

বার্লিন জার্মানির রাজধানী হলেও বার্লিনে প্রচুর পরিমানে সবুজ গাছপালা আছে এবং অনেক পার্ক বা উদ্দ্যানও রয়েছে।

জার্মানিতে গ্রীশ্ম কালে সবুজ গাছপালা বেশি দেখা যায়। জার্মানিতে অনেক বন জঙ্গল এবং প্রচুর সবুজ গাছপালা আছে যেখানে মানুষের আনাগোনাও প্রচুর।

জার্মানিতে খাবারের মান কেমন?

জার্মানিতে বল হয় যে জার্মান সসেচ বেশ বিখ্যাত তারপর ব্রেড বেশ ভালো এছাড়া মনে করেন যারা বিয়ার খেতে ভালোবাসেন তাদের জন্যও বেশ ভালো।

তবে আমরা যারা এশিয়ান মানুষ তাদের জন্য হয়তো একটু সমস্যা হবে তবে সাম্প্রতি যেহেতু জার্মানি বেশ ভালো একটা মাল্টিকালচারাল হচ্ছে তাই যারা মুসলিম বা অন্য ধর্মের আছেন তাদের জন্য বেশ ভালো খাবারের ব্যবস্থা আছে।

আর যেহেতু জার্মানিতে প্রচুর তুরস্কের এবং সিরিয়ার মানুষ আছে দীর্ঘ দিন ধরে, তারা ‍মুসলিম হওয়াতেও খাবারের কোনো সমস্যা নাই।

তাছাড়া ইউরোপের মধ্যে জার্মানিতে মুসলিম এর সংথ্যা সব থেকে বেশি। সুতরাং খাবার এর চিন্তা করতে গেলে বেশ ভালো তবে একদম আমাদের টিপিকাল বাঙালি খাবার হয়তো এখানে পাবোনা।

জার্মানিতে কাজের সুযোগ সুবিধা কেমন?

আমরা সব সময় ভালো একটি কাজের মাধ্যমে ভালো ইনকাম করতে চাই, উন্নত একটি জীবন চাই সেই সব চিন্তা করতে গেলে জার্মানি বিশ্বের মধ্যে সব থেকে ভালো একটা দেশ।

এখানে প্রচুর কাজের সুযোগ সুবিধা আছে, আপনার যদি মেধা থাকে তাহলে আপনার লিংক আপ করার কোনো দরকার নাই বা কোনো রেফারেন্স প্রয়োজন নেই।

সরাররি আপনি নিজেই কাজ যোগার করতে পারবেন শুধু আপনার মেধার দিকে গুরুত্ব দিবেন। কারণ, জার্মানিতে মেধার প্রচুর গুরুত্ব আছে।

আরো পড়ুনঃ জার্মানি আসার ১৫টি বৈধ উপায়

জার্মানি যেহেতু একটি সমৃদ্ধ অর্থনিতির দেশ এখানে প্রচুর বড় বড় নামি দামি কোম্পানি আছে ‍যেমন ডিএইসএল, লুপথানসা, পুমা, এডিডাস ইত্যাদি এছাড়া এখানে প্রচুর মাল্টিন্যাশনাল কোম্পানি আছে।

যেখানে আপনি অনায়াসে আপনার যোগ্যতার ভিত্তিতে আপনার চাহিদা অনুযায়ী কাজ পেয়ে যাবেন।

জার্মানিতে এমন অনেক কোম্পানি আছে যে গুলোর নাম একবার শুনলেই সারা বিশ্বের মানুষ এক নামে চিনে।

জার্মানিতে শত শত ভালো কোম্পানি আছে তাই আপনার এখানে কাজ পাবার ভালো সুযোগ আছে । এছাড়া ইন্জিনিয়ারিং এর জন্য জার্মানি খুবই বিখ্যাত।

জার্মানিতে স্বাস্থ্যসেবার ব্যবস্থা কেমন

জার্মানি উচ্চ মানের স্বাস্থ্যসেবা ব্যবস্থা নিয়ে গর্ব করে, যা ব্যাপক চিকিৎসা পরিষেবা প্রদান করে। স্বাস্থ্য সেবার দিকদিয়ে আমেরিকা হচ্ছে এক নাম্বার এবং জার্মানি হচ্ছে দুই নাম্বার অবস্থানে।

সুতরাং বোঝাই যাচ্ছে জার্মানির স্বাস্থ্য সেবার ব্যবস্থা কেমন। এখানে আপনাকে হেল্থ ইনসুরেন্স অবশ্যই করতে হবে।

সুতরাং আপনি এখানে Secured। এখানে আপনার লাখ লাখ টাকা চিকিৎসার পেছনে খরচ করতে হবে না, আপনার সমস্ত খরচ হেল্থ ইনসুরেন্স কাভার করবে।

তাই এদিক দিয়ে চিন্তা করতে গেলে অর্থাৎ জার্মানি হেলথ কেয়ার সিস্টেমের দিক দিয়ে বেশ এগিয়ে আছে, যা সারা বিশ্বের মধ্যে থেকেি এগিয়ে।

জার্মানিতে বিশ্বব্যাপি সংযোগ ব্যবস্থা কেমন

ইউরোপের কেন্দ্রস্থলে অবস্থিত জার্মানি অন্যান্য ইউরোপীয় দেশগুলির সাথে চমৎকার সংযোগ প্রদান করে আছে।

ইউরোপ হচ্ছে সারা পৃথিবীর মাঝ খানে, আবার জার্মানি হচ্ছে ইউরোপের মাঝখানে সুতরাং আপনি জার্মানি থেকে খুব সব সহজেই ইউরোপের অন্য দেশ গুলোতে যাতায়াত করতে পারবেন কম সময়ের মধ্যে।

আপনি যদি ভালো ফ্লাইট ধরেন তাহলে বাংলাদেশ থেকে জার্মানিতে আসতে আপনার ১১ ঘন্টার মত সময় লাগবে।

এছাড়া জার্মানির সাথে ইউরোপের ৯টা দেশের বর্ডার রয়েছে, আপনি সকালে এক যায়গা নাস্তা করলে বিকালে আরেক যায়গা গিয়ে তাড়াতাড়ি ডিনার করতে পারবেন।

সুতরাং কানেকটিভিটির দিক চিন্তা করতে গেলে জার্মানি খুব ভালো একটা অবস্থানে আছে। আমরা যারা ভ্রমন পছন্ত করি তাদের ক্ষেত্রে খুবিই একটা ভালো দেশ জার্মানি।

জার্মানি সম্পর্কে বিস্তারিত জানতে তাদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন।

সর্বশেষ কথা

আর্টিকেলটি আপনাদের ইনফরমেশন প্রদান করার জন্য লিখেছি। আশাকরি আপনারা সম্পূর্ণ আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়েছেন।

জার্মানির আউসবিল্ডুং নিয়ে আমি একটি টিউটোরিয়াল লিখেছি আপনারা অবশ্যই আর্টিকেলটি পড়বেন।

Slide Up
x

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *