Article Motion – আর্টিকেল মোশন

Article Motion

আর্টিকেল মোশন ভিসা তথ্য প্রদানের এক অনন্য নাম। আর্টিকেল মোশন মধ্যপ্রাচ্য, ইউরোপ সহ বিশ্বের সকল দেশের ভিসা ইনফরমেশন পাবলিশ করে থাকে।

যেমনঃ সৌদি আরব, ওমান, কুয়েত, আরব আমিরাত (ডুবাই), বাহরাইন, কাতার, মালয়েশিয়া, ইতালি, ফ্রান্স, পোল্যান্ড, ‍রোমানিয়া, সাইপ্রাস, গ্রীস, লিবিয়া, ইংল্যান্ড, জার্মানী, অস্ট্রেলিয়া, কানাডা, আমেরিকা সহ বিশ্বের সকল দেশের চাকরীর ভিসা, টুরিস্ট ভিসা সহ সকল প্রকার ভিসা আপডেপ ইনফরমেশন প্রদান করে থাকে।

আমাদের সম্পর্কে জানতে

আসসালামু ওয়ালাইকুম। পরম করুনাময় মহান আল্লাহর নাম নিয়ে আরম্ভ করছি। Article Motion ব্লগে আপনাদের জানাই আন্তরকি শুভেচ্ছা ও অভিনন্দন।

আমি মোঃ রবিন হোসেন বাবু। পেশায় একজন ওয়েভ ডেভলপার এবং ব্লগার। আমি Computer Science & Engineering এ Graduation করেছি।

আমার ব্লগের সকল পোস্টগুলো আমি বাংলায় লিখছি এবং ভবিষ্যতেও আশাকরি বাংলায়ই লিখবো। আমি আমার এই ব্লগে ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে লিখা লিখি করি। যেখানে পোস্টগুলো শতভাগ সঠিক তথ্য দিয়ে লিখার চেষ্টা করি।

এখানে কোনো প্রডাক্টিভ আর্টিকেল লিখিনা ১০০% ইনফরমেটিভ। এই পোস্টগুলো শুধু আপনাদের উপকারের জন্যই লিখি। খুব চেষ্টা করি যাতে আপনারা কোনো ভুল তথ্য নিয়ে বিপদে না পড়েন। তবুও মানুষ মাত্রই ভুল হয় আমিও মানুষ তাই ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভুলটি ধরিয়ে দিবেন আমি অবশ্যই সংশোধনের চেষ্টা করবো।

আমাদের বৈশিষ্ট্য

আমি একটা ব্যাপারে খুবই সর্তক থাকি, আমার এই ব্লগে কোন ধরনের ধর্মীয় , সামাজিক , রাষ্ট্রিয় বা ব্যাক্তিগত কাওকে আক্রমণাত্বক কথা বার্তা নিয়ে লিখা লিখি করিনা বা এই ধরনের কোন পোষ্টও করিনা এবং ভবিষ্যতেও করবো না ইনশাল্লাহ। আর যারা এই ধরনের পোষ্ট করে তাদেরকেও সমর্থন করিনা। আমার এই ব্লগে এখনও পর্যন্ত শুধু ভিসা ইনফরমেশন নিয়েই লিখা লিখি করছি।

আমাদের লক্ষ্য

প্রতিনিয়ত চেষ্টা করবো ভিসা সম্পর্কিত আপডেট ইনফরমেশন গুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য সেটা একটু সময় নিয়ে হলেও শতভাগ সঠিক তথ্যটিই দেয়ার চেষ্টা করবো। আমি কোনো Fake তথ্য নিয়ে ব্লগে লিখা লিখি করবো না।

  1. আমার এই লেখা দ্বারা সবাইকে সঠিক তথ্য প্রদান করার চেষ্টা করবো।
  2. প্রবাসী ভাইদের স্বপ্ন পূরনে সাহায্য করা তারা যাতে বিদেশের উন্নত দেশ গুলোয় যাওয়ার সঠিক তথ্য পায়।
  3. নিজের অর্জিত জ্ঞান এবং পরিশ্রম দ্বারা সবার উপকার করা।
  4. বেকার ভাই বোনদের বিদেশে যাওয়ার জন্য সঠিক তথ্য দেওয়া।
  5. দেশের মানুষকে সঠিক কর্মের পথ নিদর্শন দেয়ার চেষ্টা করা।
  6. জন সাধারণকে ইন্টারনেটে ভিসা তথ্য পেতে সহায়তা করা।

আমি নিজেও একজন প্রবাসী তাই আমি জানি একজন প্রবাসীর জীবন কিভাবে কাটে। আর বেশি কিছু বলবোনা সবাই ভালো থাকবেন এবং নামায পড়বেন আল্লাহর ডাকে সারা দিবেন। উনিই পারেন আমাদের সকল সমস্যার সমাধান করতে। তাই ধৈর্য্যশীল হউন।

যোগাযোগ