ইউরোপ আমেরিকা সহ বিশ্বের সকল দেশে চাকরি খুজুন
ইউরোপ আমেরিকা সহ বিশ্বের সকল দেশে চাকুরি খোজা এখন অনেক সহজ হয়ে গেছে। আমাদের প্রত্যেকের হাতে একটি স্মার্ট ফোন থাকে যা ব্যবহার করে আমরা অনলাইনের মাধ্যমেই চাকরিগুলো খুজে বের করতে পারি।
এখানে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো চাকরি খুজে পাওয়ার ওয়েবসাইটগুলো সহজেই পাওয়া যায় কিন্তু সেটা বিশ্বস্ত কিনা সেটা বোঝাটা খুব কঠিন।
আমাদের অনেকের ধারনা নেই যে অনলাইনে কত ধরনের প্রতারণার ফাঁদ আছে। আমরা না বুঝে সে সমস্ত ফাঁদে পা দিয়ে হয়রানির শিকার হয়।
তাই আজ আপনাদের আমি কয়েকটি বিশ্বস্ত ওয়েবসাইটের ঠিকানা দিব যেখান থেকে আপনি নিজেই ঘরে বসে ইউরোপ আমেরিকা সহ বিশ্বের সকল দেশে চাকরির আবেদন করতে পারবেন।
যদি তা না পারেন তাহলে আপনার যে সমস্ত আত্নীয়-স্বজন বা বন্ধরা অনলাইন সম্পর্কে জানে বুঝে তাদের মাধ্যমে আবেদন করতে পারবেন।
অনলাইনে চাকরি খোজার ওয়েবসাইটের তালিকা
নিম্ন লিখিত ওয়েবসাইটগুলো ১০০% লিগ্যাল এখানে সত্যিই ইউরোপ, আমেরিকার সমস্ত বড় বড় কোম্পানীগুলো তাদের কর্মী নিয়োগের জন্য জব পোস্ট করে।
তবে কিছু মধ্যস্থ ব্যক্তি আছেন যারা এই জব গুলো কোম্পানীর কাছ থেকে কন্ট্রাক নিয়ে পোস্ট করে এবং আপনার কাছে টাকা দাবি করে।
একটা বিষয় নিশ্চিতভাবে জেনে নিন লিগ্যাল কোম্পানীগুলো আপনার কাছ থেকে টাকা দাবী করবেনা। বরং আপনাকে তারা সব কিছু ফ্রিতে করে দিবে। আপনার ভাগ্য ভালো হলে বিমানের টিকেট পর্যন্ত ওরা করে দিবে।
আসুন জেনে নেওয়া যাক কোন কোন ওয়েবসাইট থেকে ঘরে বসে খুব সহজেই ইউরোপ আমেরিকা সহ বিশ্বের সকল দেশে চাকরি খুজে পাওয়া যাবে।
বিশ্বাস করেন আমি চাইলে আপনাকে এমন ১০০ এর বেশি ওয়েবসাইট দিতে পারবো কিন্তু তাতে কোনো লাভই হবেনা যদি আপনি সঠিক মাধ্যম খুজে না পান। এই তিনটি (০৩) ওয়েবসাইট বিশ্বের সবচেয়ে জনপ্রিয় আপনি চাইলে খোজ নিয়ে দেখতে পারেন।
Linkedin কে যদি বলি একটা সোস্যাল মিডিয়ার মতো ওয়েবসাইট সেটা ভুল হবেনা, কিন্তু এখানে বিশ্বের সবচেয়ে সনামধন্য ব্যক্তিবর্গ কানেকটেড আছে। কারণ Linkedin একটি প্রফেশনাল প্লাটফর্ম যেখানে ক্ষুদ্র কোম্পানী থেকে শুরু করে ট্রিলিয়ন সম্পত্তির কোম্পানী রয়েছে।
তাই আপনি Linkedin এ জব খুজতে হলে আপনার একটি একাউন্ট তৈরী করবেন। মনে রাখবেন, একাউন্টটি অবশ্যই একটি প্রফেশনাল ইমেইল দিয়ে করবেন।
যেমনঃ আপনার শিক্ষাগত যোগত্য, আপনি কি কি কাজ জানেন, কোথায় কোথায় কাজ করেছেন, কত বছরের আপনার অভিজ্ঞতা আছে ইত্যাদি বিষয়াদি নিয়ে তার একটি বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রোফাই তৈরী করবেন।
আপনার প্রফেশনের অর্থাৎ যারা আপনার মতোই একই কাজ করে তাদের কানেক্ট করবেন বা ফলো করবেন এবং সে সমস্ত মানুষের সাথে যোগাযোগ রাখবেন তাদের সাথে হায় হ্যালো করবেন।
বিভিন্ন কোম্পানীর সাথে কানেক্ট থাকবেন অর্থাৎ ফলো করবেন এবং তাদের পোস্টেগুলোতে লাইক কমেন্ট করবেন।
এই লিংকটিতে Linkedin ক্লিক করলে সরাসরি আপনাকে ওয়েবসাইটে নিয়ে যাবে।
Indeed
Indeed একটি বিশ্বব্যাপী জবপোর্টাল যেখানে সারা বিশ্বের সকল দেশের চাকরী নিয়োগ সারা বছর ধরে থাকে। আপনি Indeed এ যে কোনো দেশের চাকরী পোস্ট দেখতে পাবেন। গুগলে Indeed Worldwide লিখে সার্চ করলে নিচের লিংকটি পাবেন।

উপরের লিংকে ক্লিক করলেও সরাসরি আপনাকে Indeed এর সাইটে নিয়ে যাবে। সেখান থেকে আপনি যে দেশে চাকরীর জন্য আবেদন করতে চান সে দেশটি সিলেক্ট করুন।
Indeed আপনাকে সেই দেশের ওয়েবসাইটে রিডাইরেক্ট করে নিয়ে যাবে। তখন আপনি আপনার পছন্দ মতো চাকরীটি সার্চ করে খুজে বের করবেন।
Seek
সিক আমার কাছে মনে পৃথিবীর সবথেকে ভালো একটি ওয়েবসাইট যেখানে আপনি জবগুলো খবই সহজ উপায়ে খুজে বের করতে পারবেন। Australia তে জব করতে চাইলে এর থেকে মনে হয় আর কোনো বিশ্বস্ত ওয়েবসাইট হয়না।
এই লিংকটিতে Seek Australia ক্লিক করলে সরাসরি আপনাকে Seek এর Australian Job Portal সাইটে নিয়ে যাবে।
উপসংহার
উপরে আলোচিত জব সাইটগুলো 100% লিগ্যাল এবং এগুলো খুবই ট্রাস্টেড ওয়েবসাইট। সারা বিশ্বের প্রচলিত এবং জনপ্রিয় জবপোর্টাল সাইটের মধ্যে এই সাইটগুলো খুবই আলোচিত।
আপনি নিঃসন্দেহে এই সাইট থেকে চাকরীর আবেদন করতে পারেন।
আমার কিছু কথা
তথ্যগুলি আপনার উপকারে এসে থাকলে দয়াকরে পেজটি শেয়ার করে দিবেন। বিনীত অনুরোধ রইলো। এতে অনেকের উপকার হবে। তারা সঠিক তথ্যের জন্য হয়রানি হবেনা।
আমি বিশ্বের বিভিন্ন দেশের ভিসা নিয়ে লিখি আপনাদের জন্য। চেষ্টা করি শতভাগ সঠিক তথ্য দেয়ার ভুল ত্রুটি সবারই হয়। আমিও মানুষ আমারও ভুল ভ্রান্তি থাকবে দয়া করে সেগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাবেন ইনশাল্লাহ আমরা উত্তর দেয়ার চেষ্টা করবো।
সকল ধরনের ভিসার তথ্য পেতে আমার ফেসবুক পেজটি লাইক করে রাখুন।
Facebook page link: Article Motion