ইতালি ২৩টি কাজ। নারী পুরুষ সবার জন্য
| |

ইতালি ২৩টি কাজ। নারী পুরুষ সবার জন্য

ইতালি ২৩টি কাজ যা নারী পুরুষ সবাই করতে পারবে। চলুন জেনে নেয়া যাক সেই ২৮ কাজ সম্পর্কে যার পূর্ণাঙ্গ আলোচনা করবো।

অনুগ্রহ করে কাজ খোজার আগে আমার মনে হয় প্রাথমিক জ্ঞান টুকু ইতালি ভাষায় কথা বলার জন্য। ভয় পাবেন না চেষ্টা করলে খুব সহজেই প্রাথমিক ভাষাগুলো জানা সম্ভব।

ভাষা জানলে কাজ পাবেন আর ভাষা না জানা থাকলে কাজ পাবেন না এটা কিন্তু আমি বলছি না। ভাষা না জেনেও অনেক কাজ করার অপশন আছে। তবে ভাষা জানা থাকলে আপনার জন্য সুবিধা অনেক।

এখন আপনি যদি ভাষা শিখার ভয়ে এই আর্টিকেলটি না পড়েই চলে যান তাহলে অনেক কিছু না জেনে বুঝেই আধারে হারিয়ে যাবেন।

ইতালি ২৩টি কাজ সম্বন্ধে জানার জন্য মনোযোগ দিয়ে আগে সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন। সত্যি বলছি সমস্যা আপনি যতই দেখেন না কেন আল্লাহ অবশ্যই তার সমাধানও তৈরী করে রেখেছেন।

Table of Contents

ইতালি ২৩ কাজ যার গুরুত্বপূর্ণ আলোচনা নিম্নরূপ

ইতালি ভাষা ছাড়া কোন কোন কাজ করা যাবে

ইতালি ২৩টি কাজ যা আপনি চাইলে করতে পারেন। ইতালির ভাষা জ্ঞান কম থাকলেও যে সমস্ত কাজ করা যাবে আসুন তা জেনে নেওয়া যাক। এই কাজগুলো ভাষাগত জ্ঞান না থাকলেও করতে পারবেন তবে আপনার বেতন খানিকটা কম হবে।

১। ফ্যাক্টরী ওয়ার্ক – Factory Work

ইতালিয়ান ভাষায় ফ্যাক্টরীর অর্থ ফ্যাবরিকা (Fabbrica)। এই সেক্টরে আপনি ভাষাগত জ্ঞান থাকলে খুব ভালো বেতন পাবেন। ভাষা জানা না থাকলেও মোটামুটি কাজ করতে পারবেন।

ফ্যাক্টরীর কাজ গুলো বিভিন্ন ধরনের হতে পারে। যেমন

  • খাবারের প্যাকেট বানানো
  • কাচের কারখানায়
  • লোহার কারখানায়
  • স্টিল বা মেটাল কারখানায়

ইতালি ২৩টি কাজ এর মধ্যে ফ্যাক্টরী ওয়ার্কার হিসেবে যারা কাজ করবে তাদের বেতন সর্বনিম্ন 1000 EUR এবং সর্বোচ্চ 3000 EUR পর্যন্ত। এটা নির্ভর করে আপনার অভিজ্ঞতার উপর। 1 EUR = ১১০ টাকা প্রায় বাংলাদেশী মুদ্রায়।

২। গার্মেন্টস – Garments

ইতালিয়ান ভাষায় গার্মেন্টস অর্থ ফ্যাবরিকা ডাই আবিগলিয়ামেনটো (Fabbrica Di Abbigliamento)। ইতালিতে গার্মেন্টস সেক্টরে প্রচুর কাজের অপশন আছে।

যারা নাপোলিতে থাকেন সেখানে গার্মেন্টস সেক্টর গুলো একটু বেশি অন্যান শহরের তুলনায়। তবে অন্যান শহরেও আপনি গার্মেন্টস সেক্টরে কাজ করতে পারবেন।

নাপোলিতে ঘন্টায় বেতন 5 EUR এবং সর্বোচ্চ আপনি কোন সেকশনে কাজ করছেন বা কি কাজ করছেন। গার্মেন্টস সেক্টরে কিন্তু অনেক গুলো সেকশন আছে।

৩। কৃষি কাজ – Agriculture Work

ইতালিয়ান ভাষায় গার্মেন্টস অর্থ ফ্যাবরিকা ডাই এগরিকালচারো (Agricoltura)। ইতালিতে কৃষি কাজের ধরন সাধারনত আছে ৫টি যার বেতন সাধারনত ধাপ অনুযায়ী নির্ধারন করা হয়। তাই বলে যে কৃষি কাজের ধরন আর নেই তা কিন্তু নয়।

সপ্তাহে আপনাকে ৬ দিন কাজ করতে হবে। দৈনিক চুক্তিতেও বেতন নির্ধারন করা হয়। তবেরকৃষি কাজে বেতন ঘন্টায় সর্বনিম্ন 6 EUR এবং সর্বোচ্চ 12 EUR.

ইতালি ভাষা জানলে কোন কোন কাজ করা যাবে

ইতালি ভাষা জানলে যে সমস্ত কাজ আপনি করতে পারবেন তা নিচে বিস্তারিত আলোচনা করা হলো।

১। বিউটিশিয়ান – Beautician

ইতালিয়ান ভাষায় বিউটিশিয়ান অর্থ এসতেতিসতা (Estetista)। এই কাজটি ইতালিতে ছেলে মেয়ে উভয়ই করতে পারে। এই কাজটি যদি আপনি করতে চান তাহলে আপনাকে অবশ্যই ভাষা কোর্ষ করতে হবে।

তাছাড়া বিউটিশিয়ানের একটি কোর্ষ করে সার্টিফিকেট সংগ্রহ করতে হবে। তাছাড়া আপনি কিন্তু এই ধরনের কাজ করতে পারবেন না। বিউটিশিয়ানের মাসিক বেতন সর্বনিম্ন 800 EUR এবং সর্বোচ্চ 1500 EUR.

২। চুল কাটানোর দোকান – Hair Salon

ইতালিয়ান ভাষায় Hair Salon অর্থ এসতেতিসতা (Parrucchiera)। সেলুনের দোকানে যদি আপনি কাজ করতে চান তাহলে অবশ্যই ঐ দেশ থেকে একটি সার্টিফিকেট সংগ্রহ করতে হবে। এখানে মাসিক বেতন সর্বনিম্ন 800 EUR এবং সর্বোচ্চ 1300 EUR.

৩। সেলস ম্যান – Salesman

ইতালিয়ান ভাষায় Salesman অর্থ কমেসা বা কমেসো (Commessa or Commesso)। এই কাজটি আপনি বিভিন্ন জুতার দোকান, কাপড়ের দোকান, সুপার শপ ইত্যাদি জায়গায় করতে পারবেন।

এই সব দোকানে বা সুপার শপে ৪ ঘন্টা বা ৬ ঘন্টার জন্য কাজ করতে পারেন। যার মাসিক বেতন সর্বনিম্ন 600 EUR এবং সর্বোচ্চ 1200 EUR.

৪। ইংরেজী শিক্ষক – English Teacher

ইতালিয়ান ভাষায় Salesman অর্থ ইনসেগনানতে দি ‍স্কোয়তা ইংলেসে (Insegnante Di Squota Englese)। রোম শহরে অনেক বেশি English School আছে যেখানে আপনি শিক্ষক হিসেবে কাজ করতে পারবেন।

ইংরেজী শিক্ষক হিসেবে কাজ করতে গেলে আপনার মাসিক বেতন সর্বনিম্ন 800 EUR এবং সর্বোচ্চ 2000 EUR.

৫। বাচ্চাদের ইংরেজী গৃহ শিক্ষক – Child’s English Home Teacher

ইতালিয়ান ভাষায় বাচ্চাদের ইংরেজী গৃহ শিক্ষক অর্থ ইনসেগনারে ইংলেসে আই বামবিনি (Insegnare l’englese ai Bambini)। এই পেশায় বেতন ঘন্টায় সর্বনিম্ন 10 EUR এবং সর্বোচ্চ 20 EUR.

৬। সেবা দানকারী – Caregiver

ইতালিয়ান ভাষায় সেবা দানকারী অর্থ বাদান্তে (Badante)। আপনি বাসা বাড়িতে বয়স্ক বা অসুস্থদের দেখাশুনা করে উপার্জন করতে পারবেন। এই পেশায় মাসিক বেতন সর্বনিম্ন 1000 EUR এবং সর্বোচ্চ 1200 EUR.

৭। গৃহস্থলী কাজ – Domestic Work

ইতালিয়ান ভাষায় সেবা দানকারী অর্থ লেভোরো ডোমেসটিকো (Lavoro Domestico)। ইতালি বাসা বাড়িতে গৃহস্থলী কাজ করে উপার্জন করা যায়।

এই পেশায় ঘন্টায় বেতন সর্বনিম্ন 8 EUR এবং সর্বোচ্চ 10 EUR. মাসিক বেতন হয় 800 EUR এবং সর্বোচ্চ 1200 EUR পর্যন্ত।

৮। বাচ্চা দেখাশুনা করা – Baby Sitter

এই ধরনের কাজে ঘন্টায় বেতন সর্বনিম্ন 10 EUR এবং সর্বোচ্চ 12 EUR. এবং মাসিক বেতন সর্বনিম্ন 800 EUR এবং সর্বোচ্চ 1000 EUR.

৯। পশু দেখাশুনা করা – Pet Sitter

বিভিন্ন ধরনের পশু পালনে সহায়তা করে আপনি ইতালিতে উপার্জন করতে পারবেন। এই ধরনের কাজে ঘন্টায় বেতন সর্বনিম্ন 8 EUR এবং সর্বোচ্চ 10 EUR.

১০। ফুড ডেলিভারি – Food Delivery

ফুড ডেলিভারি করে ইতালিতে বেশ ভালো টাকা উপার্জন করা যায়। আপনার যদি একটি গাড়ি থাকে তাহলে আপনি মাসিক বেতন সর্বনিম্ন 600 EUR থেকে সর্বোচ্চ 2500 EUR পর্যন্ত উপার্জন করতে পারেন। Vlovo, তেলিমেরু ইত্যাদি Apps গুলো ইতালিতে খুবই জনপ্রিয়।

১১। বারিস্তা – Barista

বারিস্তা বলতে কফি মেকার বুঝায়। আপনি বিভিন্ন কফি শপে কফি মেকার হিসেবে জব করতে পারবেন। মাসিক বেতন সর্বনিম্ন 800 EUR থেকে সর্বোচ্চ 1200 EUR পর্যন্ত।

১৩। ওয়েটার – Waiter

ইতালিয়ান ভাষায় ওয়েটার অর্থ ক্যামেরিয়েরে (Cameriere)। বিভিন্ন Hotel or Restaurant আপনি ওয়েটার হিসেবে কাজ করতে পারেন। যার মাসিক বেতন সর্বনিম্ন 800 EUR থেকে সর্বোচ্চ 1400 EUR পর্যন্ত।

১৪। রাধুনী – Chef

ইতালিয়ান ভাষায় রাধুনী অর্থ ক্যাপোকুকো (Capocouco)। রাধুনী হিসেবে বিভিন্ন Hotel or Restaurant এ খাবার রান্না করতে পারেন। তবে আপনাকে অবশ্যই অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। একজন রাধুনী বা এর মাসিক বেতন সর্বনিম্ন 1500 EUR থেকে সর্বোচ্চ 4000 EUR পর্যন্ত।

১৫। পেস্ট্রি দোকান – Pastry Shop

ইতালিয়ান ভাষায় Pastry অর্থ পাসতিচিরিয়া (Pasticceria)। Pastry Shop গুলোতে আপনি কাজ করলে মাসিক বেতন সর্বনিম্ন 800 EUR থেকে সর্বোচ্চ 1300 EUR পর্যন্ত পাবেন।

১৬। পরিষ্কারক – Cleaner

ইতালিয়ান ভাষায় Cleaner অর্থ পুলিজি (Pulizie)। ক্লিনিং এর কাজে ঘন্টায় বেতন সর্বনিম্ন 6 EUR এবং সর্বোচ্চ 8 EUR. মাসিক বেতন সর্বনিম্ন 800 EUR থেকে সর্বোচ্চ 1400 EUR পর্যন্ত।

১৭। কাবাব দোকান – Kebab Shop

ইতালিয়ান ভাষায় Cleaner অর্থ নেগোজিও দি কেবাব (Negozio Di Kebab)। মাসিক বেতন সর্বনিম্ন 800 EUR থেকে সর্বোচ্চ 1200 EUR পর্যন্ত।

১৮। ম্যাকডোনাল্ড বা কেএফসি – McDonald’s or KFC

ইতালিয়ান ভাষায় Cleaner অর্থ ম্যাকডোনাল্ড (McDonald’s)। মাসিক বেতন সর্বনিম্ন 1000 EUR থেকে সর্বোচ্চ 1500 EUR পর্যন্ত।

১৯। নার্স – Nurse

ইতালিয়ান ভাষায় Cleaner অর্থ ইনফেরমিরে (l’infermiere or l’infermiera)। তবে এই কাজটি করতে আপনার সেখানে অবশ্যই ডিপ্লোমা সার্টিফিকেট থাকা লাগবে। মাসিক বেতন সর্বনিম্ন 1100 EUR থেকে সর্বোচ্চ 2000 EUR পর্যন্ত।

২০। ফুল বিক্রেতা – Flower Seller

ইতালি ২৩টি কাজ এর মধ্যে এটি একটি জনপ্রিয় কাজ। আপনি যদি কোনো বাঙালী দোকানে কাজ না করে কোনো বিদেশী দোকানে কাজ করেন সে ক্ষেত্রে আপনার বেতন বেশি পাবেন। মাসিক বেতন সর্বনিম্ন 1000 EUR থেকে সর্বোচ্চ 1600 EUR পর্যন্ত।

সর্বশেষ কথা

সবশেষে আপনাদের বলতে চাই দয়া করে আপনারা পুরো আর্টিকেলটি পড়ার পর অবশ্যই সঠিক কাজটি বাছাই করে নিবেন। আপনি বেতন বেশি যে কাজে সেটা পছন্দ না করে যেটা আপনি করে স্বাচ্ছন্দবোধ করবেন সে কাজটিই বেছে নিন।

অভিজ্ঞতা এবং আপনার পরিশ্রম আপনাকে অবশ্যই আপনার লক্ষ্যে পৌছে দিবে এবং ভালো কিছুই হবে আপনার সাথে। আপনারা অবশ্যই ভাষার প্রতি মনোযোগ দিন বিশ্বাস করুন ভাষা জানলে আপনার কাজের কোনো অভাব হবেনা।

এখানে যে বেতন এর পরিমাণ উল্লেখ করেছি তার তারতম্য ঘটতেই পারে। আমি শুধু আপনাদের একটা অনুমাণ শেয়ার করেছি সেটা আপনার অভিজ্ঞতার উপর ডিপেন্ড করে আপনি কত টাকা বেতন ডিজার্ভ করেন।

মাধ্যম ছাড়া ইতালিতে যাওয়াটা খুবই কষ্টের যদি আপনার সঠিক কোনো মাধ্যম না থাকে তাহলে আপনি ভিএফএস গ্লোবাল এর সাথে যোগাযোগ করতে পারেন।

বিশ্বের সকল দেশেই VFS GLOBAL এই এজেন্সি থেকে ফাইল জমা দেয়া যায় আপনারা চাইলে এই লিংকে ক্লিক করে আপনি যে দেশে থাকেন সেই দেশ এবং কোন দেশে যাবেন সেই দেশ সিলেক্ট করে তাদের সাথে যোগাযোগ করতে পারবেন।

আরো পড়ুন

আমার কিছু কথা

তথ্যগুলি আপনার উপকারে এসে থাকলে দয়াকরে পেজটি শেয়ার করে দিবেন। বিনীত অনুরোধ রইলো। এতে অনেকের উপকার হবে। তারা সঠিক তথ্যের জন্য হয়রানি হবেনা।

আমি বিশ্বের বিভিন্ন দেশের ভিসা নিয়ে লিখি আপনাদের জন্য। চেষ্টা করি শতভাগ সঠিক তথ্য দেয়ার ভুল ত্রুটি সবারই হয়। আমিও মানুষ আমারও ভুল ভ্রান্তি থাকবে দয়া করে সেগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাবেন ইনশাল্লাহ আমরা উত্তর দেয়ার চেষ্টা করবো।

সকল ধরনের ভিসার তথ্য পেতে আমার ফেসবুক পেজটি লাইক করে রাখুন।

Facebook page link: Article Motion

Similar Posts

2 Comments

    1. I appreciate you but the fact is here you need a work permit to go to Italy. And for this, you have to be a patience and Enthusiast lady.

      You should continue your search to find out the Italian company who will give you the work permit.

      Inshallah you will achieve your goal.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *