অস্ট্রেলিয়া স্টুডেন্ট ভিসা জরুরী তথ্য ২০২৪
অস্ট্রেলিয়া স্টুডেন্ট ভিসা ২০২৪ সালে নতুন নিয়মে। HSC পাশ করার পরে অস্ট্রেলিয়া স্টুডেন্ট ভিসায় কিভাবে আবেদন করবেন তার পূর্ণ আলোচনা করবো।
অস্ট্রেলিয়া স্টুডেন্ট ভিসা ২০২৪ – Australia Student Visa 2024
আজকের আলোচনায় আমি আপনাদের সাথে অস্ট্রেলিয়া স্টুডেন্ট ভিসা, ভিসার খরচ, কিভাবে আবেদন করবেন বা প্রক্রিয়া গুলো কি সে সমস্ত বিষয় গুলো তুলে ধরার চেষ্টা করবো।
HSC পাশ করার পর অনেকে বিদেশে পড়াশোনার কথা চিন্তা করেন তাদের জন্য কিন্তু অস্ট্রেলিয়া একটি ভালো দেশ বলে আমি মনে করি।
কারণ অস্ট্রেলিয়াতে আপনি আপনার পড়াশোনা শেষ করার পর বিশ্বের যে কোনো দেশে চাকরি পাওয়ার জন্য উপযোগী বলে গন্য হবেন। এর মূল কারণ হলো অস্ট্রেলিয়ায় পড়াশোনা System টি Global Standard.
এখানে পড়াশোনার পাশাপাশি চাকরি করার সুযোগ আছে যা Student অবস্থায় মোটামুটি Healthy Amount.
এমনকি অস্ট্রেলিয়া স্থায়ীভাবে পরিবার সহ বসবাস করতে পারবেন। এজন্য আপনাদের কিছু নীতিমালা অনুসরণ করতে হবে। এই সকল ধরনের সুবিধা সমূহ সরকার কর্তৃক প্রদত্ত।
তবে অস্ট্রেলিয়াতে সব কিছুর খরচই এখন বৃদ্ধি পেয়েছে। যেমন Tution Fee, Visa Application Fee, And you have to show also your Bank Statement Amount little bit bigger than before.
অস্ট্রেলিয়ার ভিসা ফি কত
২০২৩ সাল থেকে তাদের Visa Application Fee বাড়িয়েছে যা পূর্বে ছিলো $650 যা ২০২৪ সালে এসে $715 অস্ট্রেলিয়ান ডলার করেছে।
বাংলাদেশী টাকায় যদি $715 কে রূপান্তর করা হয় তাহলে ভিসা ফি আসে প্রায় ৫৫ হাজার টাকার মতো।
অস্ট্রেলিয়াতে পড়াশোনার জন্য ব্যাংক স্টেটমেন্ট কত দেখানো লাগে
অস্ট্রেলিয়ায় পড়াশোনার জন্য নূন্যতম ব্যাংক স্টেটমেন্ট ২০ লাখ টাকা দেখানো লাগে। এটা নির্দিষ্ট না তবে আপনি যদি ২০ থেকে ২৫ লাখের মতো দেখান তাহলে সেটা ভালো।
আপনাকে Living Cost ২০ লাখ এবং ১ বছরের টিউশন ফি অর্থাৎ দুটো মিলিয়ে যা হয় তা আপনাকে Bank Statement দেখাতে হবে।
আরেকটি উল্লেখ্য বিষয় হলো Admission এর সময় আপনাকে ৬ মাসের অর্থাৎ ১ সেমিস্টারে টাকা পরিশোধ করতে হবে।
Bank Statement কেনো দেখানো লাগে
- আপনার ট্রাভেল খরচ বহন করতে পারবেন কিনা সেটা প্রমাণ করা
- আপনাকে কমপক্ষে ১ বছরের টিউশন ফি পরিশোধ করার মতো সক্ষমতা প্রমাণ করা।
- ১ বছরের মতো আপনি সেখানে বসবাস করতে পারবেন সেই সক্ষমতা প্রমাণ করা।
আরো বিস্তারিত জানতে অস্ট্রেলিয়ার ইমিগ্রেশন ওয়েবসাইটটি ভিজিট করুন।
কিভাবে অস্ট্রেলিয়াতে আসার পদক্ষেপ নিবেন।
প্রথম ধাপঃ অস্ট্রেলিয়াতে আসার জন্য আপনাকে অবশ্যই প্রথমে একটি Subject নির্ধারণ করতে হবে অর্থাৎ যে বিষয়ের উপর পড়াশোনা করতে চান।
Subject দিয়ে কিভাবে University এর নাম, খরচ কত হবে ইত্যাদি জানতে Australian Government Department of Education সাইটটি ভিজিট করুন।
এই ওয়েবসাইটটি অস্ট্রেলিয়ান সরকার তৈরী করেছেন ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য যাতে তারা খুব সহজেই তাদের কাঙ্খিত Subject অনুযায়ী তাদের পছন্দের ভার্সিটি এবং তার খরচ সম্পর্কে অবগত হতে পারে।
দ্বিতীয় ধাপঃ আপনাকে সাবজেক্ট অনুযায়ী একটি University নির্ধারণ করতে হবে। এবং অবশ্যই সেখানে কন্টাক্ট করতে।
যোগাযোগ আপনি চাইলে নিজেই করতে পারবেন অথবা আপনি সেই University এজেন্ট এর মাধ্যমেও করতে পারবেন।
তৃতীয় ধাপঃ ইউনিভার্সিটিতে যোগাযোগের পর তারা আপনাকে Application Form পাঠাবে। এই আবেদন ফরমটি পূর্ণ করে তার সাথে আপনাকে ৩ টি প্রয়োজনীয় ডকুমেন্টস দেয়া লাগবে।
- SSC & HSC Certificate
- Passport
- IELTS Result (Minimum 6)
তাছাড়া অনেক ভার্সিটি আছে যারা আরো কিছু অতিরিক্ত ডকুমেন্টস চাইতে পারে। যেমন
- Bank Statement
- SOP (Statement Of Purpose) etc.
IELTS ছাড়াও তারা PTE, TOEFL ইত্যাদি Accept করে।
চতুর্থ ধাপঃ আপনাকে ভার্সিটি একটি অফার লেটার দিবে যেখানে আপনি যেই কোর্সে ভর্তি হতে চাচ্ছেন তারা বিস্তারিত থাকবে। যেখানে আপনি তাদের Terms & Conditions সম্পর্কে জানতে পারবেন।
মনে রাখবেন আপনাকে অবশ্যই কোর্সের মেয়াদ অনুযায়ী আপনার ইনস্যুরেন্স করতে হবে।
ইন্স্যুরেন্স আপনারা চাইলে ইউনিভার্সিটির মাধ্যমেও করাতে পারবেন। অর্থাৎ আপনি যখন আপনার Admission fee এবং Tusion fee জমা দিবেন তার সাথে Insurance fee পাঠিয়ে দিয়ে তাদের জানাবেন তারাই আপনার হয়ে ইনস্যুরেন্স করে দিবে।
আপনার ভর্তি নিশ্চিত হওয়ার পর তারা আপনাকে একটি Confirm Letter (Confirmation Of Enrollment -COE) এবং সাথে Insurance Letter ও দিবে। যা আপনি Visa Application এর সময় অন্যান্য ডকুমেন্টস এর সাথে জমা দিতে হবে।
আরো পড়ুনঃ অস্ট্রেলিয়ার কম খরচের ইউনিভার্সিটি
কি কি ডকুমন্টেস Visa Application এর সময় জমা দিবেন।
- Passport
- Confirmation Of Enrollment -COE
- Insurance Certificate
- SSC & HSC Certificates
- Proof Of Fund
- Statement Of Purpose (SOP or GTE)
- IELTS or PTE or TOEFL Certificate
সবশেষ কথা
বিস্তারিত আর কিছু আজ আর লিখাবোনা। শুধু একটি বিষয় মাথায় রাখবেন অধিকাংশ ভিসা রিজেক্ট হয় ব্যাংক স্টেটমেন্ট সঠিক পদ্ধতিতে দেখাতে না পেরে।
তাই বিষয়টি খুব খেয়াল রাখবেন এবং সাবধানে করার চেষ্টা করবেন। ভুল তথ্য প্রদান করবেন না।
FAQ – Frequently Asked Question
অস্ট্রেলিয়ায় পড়াশোনার জন্য নূন্যতম ব্যাংক স্টেটমেন্ট ২০ থেকে ২৫ লাখ টাকা দেখানো লাগে। সাথে ৬ মাসের টিউশন ফি।
সর্বনিম্ন IELTS 6 থাকা লাগবে।