১৪ দিনে কানাডা কাজের ভিসা। বিনা খরচে
১৪ দিনে কানাডা বিষয়টি সত্যিই খুব অবাক করার মতো। আপনারা বিনা খরচে এই ভিসায় আবেদন করে কানাডাতে আসতে পারবেন।
ভিসা প্রসেসিং থেকে শুরু করে কানাডা পৌছানো পর্যন্ত যাবতীয় খরচ কানাডিয়ান কোম্পানী বহন করবে। আপনাকে শুধু দেশে আপনার বেসিক খরচ গুলো বহন করতে হবে।
১৪ দিনে কানাডা যাবতীয় তথ্যগুলো কানাডিয়ান ওয়েব সেইটে বিস্তারিতভাবে বর্ণনা করা আছে আপনারা নিচি কানাডিয়ান জব পোর্টাল ওয়েবসাইটের লিংক পেয়ে যাবেন।
সেখান থেকে জব সার্চের মাধ্যমে আপনাদের দক্ষতা অনুযায়ী চাকরি গুলো খুজে নিবেন। আপনারা চাইলে কানাডার ১০টি শির্ষ চাকরি বাংলাদেশীদের জন্য এই আর্টিকেলটি পড়ে আসতে পারেন। আশাকরি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে।
১৪ দিনে কানাডা এর ডিটেইলস আলোচনার পূর্বে আপনাদের এই প্রোগ্রামের আবেদন করার সুবিধা গুলো বলবো যাতে আপনাদের পড়ার আগ্রহ জন্মায়।
International Mobility Program (IMP) এর সুবিধা গুলো।
- আপনার কোনো LMIA এর প্রয়োজন নেই।
- এখানে অধিক সময় অপেক্ষা করতে হবেনা।
- মাত্র দুই সপ্তাহের মধ্যে ভিসা প্রসেসিং হবে।
- কোনো প্রকার ইংরেজী সার্টিফিকেট লাগবেনা যেমনঃ IELTS or PTE কোর্স করা লাগবেনা।
- বয়স সীমা বধ্যতা মূলক নয়। ১৮ বছরের উপরে যে কোনো বয়সের ব্যক্তি আবেদন করতে পারবেন।
- কোনো উচ্চ শিক্ষার প্রয়োজন নেই যেমন Hon’s or Masters না হলেও আবেদন করতে পারবেন।
- ওয়ার্ক পারমিট বা ভিসা খরচ লাগবেনা।
- এই প্রোগ্রামে এসে আপনি স্থায়ী (PR) হওয়ার জন্য আবেদন করতে পারবেন।
LMIA কি
LMIA হলো একটি নথিপত্র। একটি উদাহরণ দেই আপনাদের। ধরুন আপনি কানাডাতে কৃষি ফার্ম করেছেন এখন আপনার ১০ জন কর্মী প্রয়োজন। আপনি বিজ্ঞপ্তি দিয়েছেন কিন্তু কানাডাতে কোন কর্মী হায়ার করতে পারেননি।
এমতাবস্থায় আপনি কানাডিয়ান সরকারের ইমিগ্রেশন বিভাগে বিষয়টি অবহিত করেছেন এবং কর্মী না পাওয়ার প্রসঙ্গটি তাদের জানিয়ে আপনার দেশ থেকে ১০ জন কর্মী আনতে চাইছেন। এবং তারা আপনাকে যে অনুমতি প্রদান করবে সাধারন ভাষায় এটিকেই LMIA বলে।
কানাডাতে বিভিন্ন ধরনের ওয়ার্ক পারমিট Stream and Program রয়েছে যা International Mobility Program (IMP) এর অধীনে আওতাভুক্ত।
১৪ দিনে কানাডা কানাডা ভিসা প্রসেসিং
IMP Program আপনি আবেদন করলে মাত্র দুই সপ্তাহে কানাডা ভিসা প্রসেসিং হবে। আর এই সবকিছু আপনার Employer করবে আপনাকে কিছু করতে হবেনা। আপনাকে শুধু আপনার প্রয়োজনীয় কাগজ এবং তথ্য দিয়ে তাদের সাহায্য করতে হবে।
কোন ধরনের IELTS ছাড়া কানাডা কাজের ভিসা
কানাডার এই প্রোগ্রামে কোনো IELTS কোর্স করা লাগবেনা। IELTS ছাড়াই আপনি এই প্রোগ্রামের জন্য Eligible হতে পারবেন। যদি আপনার কাজের যোগ্যতা Employer এর Requirement এর সাথে মিলে যায়।
কোনো ধরনের উচ্চ শিক্ষা প্রয়োজন হবেনা।
এই প্রোগ্রামে আবেদন করার জন্য আপনার উচ্চ শিক্ষার Higher Study প্রয়োজন হবেনা। যেমন ধরেন অনার্স (Hon’s) বা মাস্টার্স (Masters) এর প্রয়োজন নেই। আপনি উচ্চ মাধ্যমিক (HSC) পর্যন্ত পড়াশুনা থাকলেও আবেদন করতে পারবেন।
ইংরেজীতে বেসিক জ্ঞান থাকলেই হবে।
ইংরেজীতে আপনার সাধারণ জ্ঞান থাকলেই হবে। কারণ এখানে কোনো ধরনের ইংরেজী দক্ষতার সার্টিফিকেট ডিমান্ড করেনি। আপনি আপনার কাজের জন্য বেসিক ইংরেজীটুকু জানলেই হবে।
তবে ইংরেজী আপনি বুঝতে পারলে বা আপনার ক্লাইন্টকে বুঝাতে পারলেই হবে। কারণ কানাডার লোক তো আর বাংলা ভাষা বুঝেনা তাই না। আপনার বেসিক জ্ঞান টুকু থাকলেই হবে ইনশাল্লাহ।
বয়সের সীমাবদ্ধতা
বয়সভিত্তিক কোনো বাধ্য-বাদকতা নাই। আপনি যে কোনো বয়সের হোন না কেন আবেদন করতে পারবেন। এই জবটি ১৮ বছর থেকে শুরু করে যে কোনো বয়সের তবে কাজ করার মতো সামর্থ আপনার থাকতে হবে। আপনি মেডিকেল ফিট কিনা তারা তা অবশ্যই যাচাই করবে।
ওয়ার্ক পারমিটের জন্য কত টাকা লাগে?
IMP Program আবেদন করার জন্য আপনাকে কোনো প্রকার টাকা পয়সা দিতে হবেনা। আপনার সম্পূর্ণ খরচ কোম্পানী বহন করবে। ওয়ার্ক পারমিট থেকে শুরু করে ভিসা পর্যন্ত যত খরচ আছে সকল খরচ আপনার কোম্পানী বহন করবে।
IMP-এর মাধ্যমে বিদেশ থেকে একজন কর্মী হায়ার করতে হলে সাধারণত নিয়োগকর্তাকে কমপ্লায়েন্স ফি হিসেবে $230 প্রদান করা হয়।
IMP-এর চাকরির অফারগুলি অবশ্যই Immigration, Refugees and Citizenship Canada (IRCC) এর নিয়োগকর্তা জব পোর্টালের মাধ্যমে করতে হবে।
আপনাকে হয়তো কিছু সাধারন খরচ বহন করা লাগবে। যেমন ধরুন, মেডিকেল খরচ (১০,৫০০/-), পাসপোর্ট খরচ (৬,০০০/-), পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট খরচ (৫০০/-) ইত্যাদি।
১৪ দিনে কানাডা ভিসার জন্য কত টাকা লাগে?
ভিসার জন্য আপনাকে কোনো ধরনের খরচ দেয়া লাগবেনা। আপনার ভিসার জন্য যে টাকা লাগবে তা আপনার কোম্পানী আপনার জন্য প্রদান করবে।
১৪ দিনে কানাডা ভিসায় স্থায়ী হওয়া যাবে কিনা?
সাধারণত এই ভিসাটি দুই থেকে তিন বছরের জন্য দেয়া হয়। তবে আপনি ভিসার মেয়াদ বাড়াতে পারবেন। আপনারা এক যখন কমপক্ষে ১৫৬০ ঘন্টা কাজ করবেন তখন আপনারা PR এর জন্য আবেদন করতে পারবেন।
১৫৬০ ঘন্টা মোটামুটি ১ বছরের মধ্যেই হয়ে যায় বা তার একটু বেশি সময়। আপনি চাইলে আপনার পরিবারসহ আসতে পারবেন।
সাধারণত আপনি শুরুতে চাইলেই আপনার পরিবার নিয়ে আসতে পারেন। তবে সবথেকে ভালো হয় আপনি যখন PR জন্য আবেদন করবেন তখন পরিবার এর জন্য আবেদন করুন।
১৪ দিনে কানাডা প্রোগ্রামে কারা আসতে পারবে?
- কানাডা, ইউ এস এ, মেক্সিকো অধিবাসিরা এই সুযোগের আওতায় থাকবেন। অর্থাৎ আপনি যদি এই দেশ গুলোর মধ্যে তাদের Agreement আওতাভুক্ত হোন তাহলে সুযোগটি আপনার জন্য।
- যারা ইতিমধ্যে কানাডাতে ওপেন ওয়ার্ক নিয়ে আছেন।
- যাদের কানাডাতে আত্নীয়-স্বজন ইতিমধ্যে কানাডাতে ব্যবসায় করেন তারা আপনাকে নিয়ে আসতে পারবে তাদের প্রতিষ্ঠানের জন্য।
- আত্নীয়-স্বজন ইতিমধ্যে কানাডাতে বসবাস করেন তারা আপনার জন্য বিভিন্ন কোম্পানীতে আবেদন করে দিতে পারবেন।
- আপনি নিজেই কানাডিয়ান সরকারের কানাডা জব ব্যাংক এবং ইমিগ্রেশন ওয়েবসাইট থেকে কোম্পানীগুলো খুজে আবেদন করতে পারবেন।
কিভাবে আবেদন করবেন
আপনারা আবেদনের জন্য RCIC (Regulated Canadian Immigration Consultant) এর মাধ্যমে আবেদন করুন। আমি নিচে একটি লিংক দিচ্ছি তাদের সাথে যোগাযোগ করেন তারা আপনাকে এ বিষয়ে সাহায্য করবে।
তারা বিভিন্ন ভিসা তথ্যাদি সম্পর্কে কনসাল্ট দেয়। এটি কানাডিয়ান কনসাল্টেন্ট ইনফরমেশন প্রদানকারী একটি ওয়েবসাইট যার মাধ্যমে আপনাকে কি করতে হবে এই প্রোগ্রামে আবেদন করার জন্য বিস্তারিত তথ্য পেয়ে যাবেন ইনশাআল্লাহ। MZIC CANADA
তাছাড়া আপনাদের যদি কোনো কনসাল্টেন্ট ইনফরমেশন প্রদানকারী ওয়েবসাইট জানা থাকে তাহলে আপনারা তাদের সাথে যোগাযোগ করতে পারেন।
সর্বশেষ কথা
এই আর্টিকেলটি সম্পর্কে যতটুকু তথ্য আপনাদের দিতে পেরেছি তা আপনারা অবশ্যই ভালোভাবে বুঝেশুনে আবেদন করবেন। আমি আপনাদের মিথ্যা কোনো তথ্য লিখে লোভ দেখাইনা।
যতটা সম্ভব সঠিক তথ্যগুলোই শেয়ার করার চেষ্টা করি। বিশেষ করে আপনারা আজেবাজে কোনো ওয়েবসাইট থেকে চাকরির জন্য আবেদন করবেন না।
সরকার অনুমোদিত কানাডিয়ার জব সাইট আমি ইতিমধ্যে আপনাদের এই আর্টিকেলে শেয়ার করে দিয়েছি। উক্ত লিংকে ক্লিক করে আবেদন করুন।
এই প্রোগ্রাম সম্পর্কে যদি আমি আরো বিশেষ কোনো তথ্য সংগ্রহ করতে পারি তাহলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো।
আমার কিছু কথা
তথ্যগুলি আপনার উপকারে এসে থাকলে দয়াকরে পেজটি শেয়ার করে দিবেন। বিনীত অনুরোধ রইলো। এতে অনেকের উপকার হবে। তারা সঠিক তথ্যের জন্য হয়রানি হবেনা।
আমি বিশ্বের বিভিন্ন দেশের ভিসা নিয়ে লিখি আপনাদের জন্য। চেষ্টা করি শতভাগ সঠিক তথ্য দেয়ার ভুল ত্রুটি সবারই হয়। আমিও মানুষ আমারও ভুল ভ্রান্তি থাকবে দয়া করে সেগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাবেন ইনশাল্লাহ আমরা উত্তর দেয়ার চেষ্টা করবো।
সকল ধরনের ভিসার তথ্য পেতে আমার ফেসবুক পেজটি লাইক করে রাখুন।
Facebook page link: Article Motion