ক্রোয়েশিয়া ওয়ার্ক পারমিট ভিসা বেতন এবং খরচ। Croatia Work Permit Visa
| |

ক্রোয়েশিয়া ওয়ার্ক পারমিট ভিসা বেতন এবং খরচ।

ক্রোয়েশিয়া ওয়ার্ক পারমিট ভিসা (Croatia Work Permit Visa) নিয়ে আসতে চাইলে আপনি ইউরোপের অন্যান্য উন্নত দেশের তুলনায় কিছুটা কম খরচে আসতে পারবেন।

কারণ ইউরোপের অন্যান্য সেনজেন ভুক্ত দেশ গুলোর সাথে তুলনা করলে দেখা যায় ক্রোয়েশিয়া সম্প্রতি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। তবে ক্রোয়েশিয়ার শ্রমবাজার বৃদ্ধির সাথে সাথে এর চাহিদাও বেড়ে যাচ্ছে। আর তাই এজেন্সিগুলোও সুবিধা নেওয়ার চেষ্টা করবে।

ইউরোপের অন্যান্য সেনজেন ভুক্ত দেশের তালিকার লিস্টগুলো বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে আপনার প্রয়োজন মনে হলে ইউরোপের সেনজেন ভুক্ত দেশের তালিকা ২০২৩ এই চেকলিস্টটি দেখে আসতে পারেন।

ক্রোয়েশিয়া দক্ষিণ পশ্চিম ইউরোপের একটি জনপ্রিয় দেশ। এবং দেশটি খুবই সুন্দর ও পরিচ্ছন্ন জীবন যাপনের একটি কেন্দ্রস্থল। বাংলাদেশের সাথে তুলনা করলে ক্রোয়েশিয়া জনসংখ্যা অনেক কম।

২০২১ সালের আদমশুমারি জড়িপ অনুযায়ী দেশটির জনসংখ্যা মাত্র ৪৪ লক্ষ ৩৭ হাজার চারশত ষাট জন। এবং এর আয়তন প্রায় ৫৬,৫৪২ বর্গ কিমি। ক্রোয়েশিয়ার রাজধানীর নাম জাগরেব যা দেশটির বৃহত্তম শহর।

যাই হোক যে বিষয়গুলো নিয়ে আজ আমরা আলোচনা করবো তার একটি সংক্ষেপ বর্ণনা নিচে আলোকপাত করেছি। এক নজরে দেখে নিন। Croatia Work Permit Visa

ক্রোয়েশিয়া ওয়ার্ক পারমিট ভিসা খরচ কত, বেতন কত, আবেদন, ওয়ার্ক পারমিট ব্যবস্থা, কি কি ডকুমেন্টস লাগে, রেসিডেন্স কার্ড আরো অনেক কিছু।

ক্রোয়েশিয়া ওয়ার্ক পারমিট কিভাবে পাবেন

ক্রোয়েশিয়া ওয়ার্ক পারমিট ব্যবস্থা করা আপনার জন্য খুব একটা সহজ হবেনা। এক্ষেত্রে আপনি বিশ্বস্ত কোনো এজিন্সির সাহায্য নিতে অর্থাৎ তাদের সাথে চুক্তি করে নিতে পারেন।

সব এজেন্সি তো খারাপ হয়না আপাদের অনেক প্রতিবেশি বা আত্নিয়-স্বজন অথবা বন্ধু বান্ধব যারা ইউরোপে সঠিকভাবে পৌছতে পেরেছে তাদের সাথে যোগাযোগ করুন বা তারা কাদের মাধ্যমে গিয়েছে তাদের সাথে যোগাযোগ করে দেখতে পারেন।

অনেক এজেন্সি আছে যারা খুবই ভালো কাজ করে আপনি চাইলে তাদের সাথে যোগাযোগ করে সমস্ত চুক্তি প্রমাণ স্বরূপ সম্পন্ন করে নিতে পারেন। তাহলে এজেন্সিই আপনার জন্য ওয়ার্ক পারমিট থেকে শুরু করে ভিসা পাওয়া অবদি ব্যবস্থা করে দিবে।

ক্রোয়েশিয়া ওয়ার্ক পারমিট ভিসা পেতে কতদিন লাগে

ক্রোয়েশিয়া ওয়ার্ক পারমিট ভিসা বা ক্রোয়েশিয়া কাজের ভিসা পেতে কত সময় লাগে তা নির্দিষ্ট করে বলা যায় না। তবে আনুমানিক একটি ধারণা দিতে পারি সেটা হলো ওয়ার্ক পারমিট এবং ভিসা এই ‍দুটি পেতে আপনার ৩ মাস থেকে ৬ মাস পর্যন্ত সময় লাগতে পারে।

ইনশাআল্লাহ এর মধ্যেই হয়ে যাওয়ার কথা। আপনার এজেন্সি যদি ভালো থাকে তাহলে তিন মাসের বেশি সময় লাগার কথা না। যদিও অনেক সময় কিছু জটিলতার সৃষ্টি হয় যার জন্য এজেন্সিগুলো দায়ি থাকেনা।তবে ভুয়া এজেন্সি হতে সাবধান।

ক্রোয়েশিয়া ওয়ার্ক পারমিট এর জন্য কি কি ডকুমেন্ট লাগে

  • পাসপোর্টঃ কমপক্ষে ১ বছর মেয়াদ থাকা লাগবে।
  • পাসপোর্ট সাইজের ছবি। ব্যাকগ্রাইন্ড হবে সাদা।
  • ইউরোপিয়ান স্টাইল সিভি লাগবে। এই লিংকে ক্লিক করে ডাউনলোড করুন।
  • একটি কভার লেটার লাগবে। এই লিংকে ক্লিক করে ডাউনলোড করুন।
  • হেলথ ইনস্যুরেন্স সার্টিফিকেটঃ যে কোনো হেলথ ইনস্যুরেন্স থেকেও চাইলে নেয়া যাবে।
  • ম্যারিজ সার্টিফেকেটঃ আপনি যদি বিবাহিত হন।
  • জন্ম নিবন্ধন সার্টিফিকেটঃ যদি আপনার সন্তান থাকে।
  • পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট
  • যদি শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটঃ থাকে।
  • অভিজ্ঞতার সার্টিফিকেট
  • IELTS সার্টিফিকেটঃ বা ‍স্পোকেন ইংলিশের সার্টিফিকেট যদি থাকে

ক্রোয়েশিয়ায় রেসিডেন্স কার্ড পেতে কতদিন লাগে

আপনার ওয়ার্ক পারমিট নিয়ে আসার পর কোম্পানী আপনাকে Temporary Residence – TR Card টি সর্বোচ্চ দেড় থেকে দুই মাসের মধ্যেই ব্যবস্থা করে দিবে।

Croatia Permanent Residence – PR ক্রোয়েশিয়া পার্মানেন্ট রেসিডেন্স বা টি আর পাওয়ার জন্য দেশটিতে আপনাকে কমপক্ষে ৪ থকে ৫ বছর থাকতে হবে।

তবে আপনার যদি এদেশে থাকতে ভালো না লাগে আপনি ইউরোপের অন্য সেনজেন দেশগুলোতে চলে যেতে পারবেন।

ক্রোয়েশিয়ায় কোন কাজের চাহিদা বেশি?

ক্রোয়েশিয়ায় রেস্তোরা – Restaurant এবং কনস্ট্রাকশন – Construction এই দুটি কাজের চাহিদা সবচেয়ে বেশি। তাছাড়াও সাধারণত যে সকল কাজগুলো ক্রোয়েশিয়াতে পাওয়া যায় তা নিম্নরূপঃ

  • রেস্তোরা – Restaurant
  • কনস্ট্রাকশন – Construction
  • ওয়্যারহাউস – Warehouse
  • কৃষি – Agriculture
  • সাধারণ লেবার – General Labor
  • সোলার সিস্টেম ইনস্টলেশন – Solar System Installation
  • ইত্যাদি।

ক্রোয়েশিয়া যেতে কত টাকা লাগে

আমি নিশ্চি করে আপনাকে বলতে পারবো না। কারণ আমি কোনো ভুয়া তথ্য নিয়ে লিখিনা সেটা আপনারা ভালো করেই জানেন। তবে একটা ধারণা দিতে পারবো। ইনশাআল্লাহ এর আশেপাশেই হবে।

ক্রোয়েশিয়া সম্প্রতি সেনজেন ভুক্ত হওয়ার কারণে বর্তমানে এদেশের চাহিদা বেড়েই চলেছে। আর মোটামুটি আপনি ভালো এবং বিশ্বস্ত একটি এজেন্সির মাধ্যমে আসলে প্রায় ১০ লাখ থেকে ১২ লাখা টাকার মতো খরচ হতে পারে।

অথবা অন্য সেনজেন দেশ থেকে এসে এখানে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করে যেদি কাজ পেয়ে যান তাহলে এখানে থাকতে পারবেন। সেক্ষেত্রে আপনার অল্প কিছু টাকা খরচ হবে।

আপনি আপনার Temporary Residence – TR Card এর জন্য নিজেই আবেদন করতে পারবেন।

ক্রোয়েশিয়া বেতন কত

ক্রোয়েশিয়া সর্বনিম্ন বেতন কত? এবং ক্রোয়েশিয়া সর্বোচ্চ বেতন কত?

ক্রোয়েশিয়া সর্বনিম্ন বেতন €700 থেকে €800 ইউরোর মতো হবে। এবং ক্রোয়েশিয়া সর্বোচ্চ বেতন €1500 থেকে €2000 ইউরো পর্যন্ত হতে পারে। তবে বেতন টা নির্ভর করে সম্পূর্ণ আপনার অভিজ্ঞতার উপর।

ক্রোয়েশিয়া ওয়ার্ক পারমিট ভিসা সুবিধা ও অসুবিধা

ক্রোয়েশিয়া ওয়ার্ক পারমিট ভিসার অনেকগুলো সুবিধা অসুবিধা রয়েছে যা আমি নিচে বর্ণনা করেছি। আপনারা সুবিধা অসুবিধাগুলো শতভাগ এমনটাই হবে এটা ভাববেন না। কারণ আল্লাহ চাইলে অনেক কিছুই পারেন।

যেমন ধরুন আমি নিচে একটি অসুবিধার কথা লিখেছি ক্রোয়েশিয়ায় শুরুতে €700 থেকে €800 হয় কিন্তু আপনার ক্ষেত্রে আরো বেশি হতে পারে।

ক্রোয়েশিয়ার সুবিধা সমূহ

  • বর্তমানে ক্রোয়েশিয়ায় ভিসা পাওয়াটা সহজ।
  • সেনজেন ভুক্ত হওয়ার কারণে কাজের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে কনস্ট্রাকশন ও রেস্তোরাতে।
  • ভাষাগত সুবিধা। আপনি বেসিক ইংরেজী জানলে দেশটিতে সহজেই কাজ করতে পারবেন। যেটা ইউরোপের অন্যান্য দেশে কিছুটা জটিলতার সৃষ্টি করে।
  • নতুন সেনজেন ভুক্ত দেশ হওয়ার কারণে ইউরোপের অন্যান্য দেশের তুলনায় আসাটা একটু সহজ এবং আসতে খরচও কম লাগবে।
  • ক্রোয়েশিয়ার লোকজন খুবই ফ্রেন্ডলি। তারা আপনাকে বিভিন্নভাবে সাহায্য করার চেষ্টা করবে। বিশেষ করে কাজ পাওয়ার জন্য বা আপনি কাজ না জানলে আপনাকে সেখাতে তারা বিরক্ত হয়না।
  • লিগ্যাল ভিসায় আসলে টেম্পোরারি রেসিডেন্স কার্ড পেতে আপনার কোম্পানী আপনাকে সাহায্য করবে। আর টিআর পেতে আপনার ১ থেকে ২ মাস সময় লাগতে পারে।
  • থাকা খাওয়ার খরচ ইউরোপের অন্যান্য দেশের তুলনায় কম লাগে।

ক্রোয়েশিয়ার অসুবিধা সমূহ

  • ক্রোয়েশিয়ায় শুরুতে €700 থেকে €800 মতো উপার্জন করতে পারবেন। শুরুতে €1500-€2000 ইউরো উপার্জন করতে পারবেন এই মন-মানসিকতা রাখবেন না।
  • ক্রোয়েশিয়াতে ইউরোপের অন্যান্য দেশের মতো সহজেই ব্যবসা শুরু করতে পারবেন। তবে সরকার এই বিষয়টি নিয়ে ভবিষ্যতে সহজ করার বিষয়টি মাথায় রাখবে বলে ঘোষণা দিয়েছেন।
  • দেশটিতে শীতকালে বরফ পরে। কিন্তু আবহাওয়া ভালো তবে ঠান্ডার বিষয়টিও আপনাকে মাথায় রাখতে হবে।
  • ক্রোয়েশিয়ার ভাষা না জানলেও সমস্যা নাই। আপনি বেসিক ইংরেজী জানলেও সহজে কাজ করতে পারবেন।
  • তবে দেশটির সরকার এখনও পর্যন্ত অস্ট্রেলিয়া বা কানাডা বা উন্নত দেশগুলোর মতো কঠোর আইন প্রণয়ন করতে পারেনি বা স্বচ্ছ না। তাদের কিছু কিছু সমস্যা এখনও বিদ্যমান রয়েছে।
  • মিডেলইস্ট এর মতো বাংলাদেশী খাবারগুলো ক্রোয়েশিয়াতে Available না। মোটামুটি ভাবে পাবেন। ক্রোয়েশিয়ার খাদ্যের অভ্যাস করতে পারলে ভালো। আমাদের দেশী খাবার গুলো একটু বেশি দাম দিয়ে কিনতে হবে।
  • দালালের উৎপাত দিন দিন ক্রোয়েশিয়াতে বেড়ে চলছে। তাই বিষয়টি মাথায় রাখবেন।

সবশেষ কথা

ক্রোয়েশিয়া সেনজেন ভুক্ত দেশ হওয়ায় দেশটিতে এখন কাজের অনেক সুযোগ সৃষ্টি হচ্ছে। আপনারা দেশটিতে প্রবেশের আগে সকল ধরণের সঠিক তথ্য নিয়ে তারপর এজেন্সির সাথে যোগাযোগ করবেন।

কারণ তারা যদি আপনার সাথে প্রতারণা করতে চায় সেটা যেন আপনারা অনুমান করতে পারেন বা বুঝতে পারেন। সঠিক মাধ্যম খুজে বের করবেন। উপরোক্ত তথ্যগুলো ভালোভাবে বুঝেশুনে পড়ুন আশাকরি একটি ভালো অভিজ্ঞতা অর্জন করতে পারবেন।

উপরে উল্লেখিত সুবিধা এবং অসুবিধা গুলো ভালোভাবে দেখে নিন উপকৃত হবেন। তথ্যগুলো ক্রোয়েশিয়াতে বসবাসরত কিছু বাস্তবাদী মানুষের কাছে থেকে সংগ্রহ করা।

আমার কিছু কথা

তথ্যগুলি আপনার উপকারে এসে থাকলে দয়াকরে পেজটি শেয়ার করে দিবেন। বিনীত অনুরোধ রইলো। এতে অনেকের উপকার হবে। তারা সঠিক তথ্যের জন্য হয়রানি হবেনা।

আমি বিশ্বের বিভিন্ন দেশের ভিসা নিয়ে লিখি আপনাদের জন্য। চেষ্টা করি শতভাগ সঠিক তথ্য দেয়ার ভুল ত্রুটি সবারই হয়। আমিও মানুষ আমারও ভুল ভ্রান্তি থাকবে দয়া করে সেগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাবেন ইনশাল্লাহ আমরা উত্তর দেয়ার চেষ্টা করবো।

সকল ধরনের ভিসার তথ্য পেতে আমার ফেসবুক পেজটি লাইক করে রাখুন।

Facebook page link: Article Motion

Similar Posts

3 Comments

  1. আসসালামু আলাইকুম ভাই ইঔরোপে নিজে নিজে যেতে চায় আপনার আন্তরিক সহযোগিতা কামনা করছি। এস আলম বগুড়া

    1. ওয়ালাইকুম আস্সালাম।
      ভাইয়া সামছুল আলম ভাই আশাকরি আপনি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন।

      আপনি আর্টিকেলটি একটু ভালোভাবে পড়ুন আশাকরি সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারবেন। ইউরোপের বিভিন্ন দেশ নিয়ে আমার আরো অনেক আর্টিকেল লিখা আছে। দয়াকরে ক্যাটাগরী অথবা মেনু থেকে পড়ুন সেখানে জানতে পারবেন।

      যদি কোনো নির্দিষ্ট টপিক জানতে চান তাহলে সেটা বিস্তারিত আমাকে জানান আমি অবশ্যই চেষ্টা করবো লিখার জন্য।

      ভালো থাকবেন ভাইয়া।

  2. সালাম নিবেন ইওরোপে যাওয়ার বিস্তারিত পসেস একটু জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *