ডেনমার্ক ওয়ার্ক ভিসা ইনফরমেশন
ডেনমার্ক ওয়ার্ক ভিসা আলোচনা পর্বে যা জানবেন তা হলো ডেনমার্কে বেতন কত? ডেনমার্ক যেতে কত টাকা খরচ? কিভাবে আবেদন করবেন ইত্যাদি।
ডেনমার্ক ইউরোপের সেনজেনভুক্ত দেশের মধ্যে একটি অন্যতম ধনি দেশ। যাদের অর্থনৈতিক অবস্থা বা জিডিপি খুব ভালো। ডেনমার্কে যে কোনো কাজেরই বেতন মোটামুটি ভালো।
আরো পড়ুনঃ ইউরোপের সেনজেনভুক্ত দেশের তালিকা
যেমন এস্তোনিয়া, রোমানিয়া ইত্যাদি ইউরোপের দেশ হলেও এদের তুলনায় ডেনমার্কের বেতন খুব ভালো এবং অন্যান্য সুযোগ সুবিধাও বেশি।
জানলে অবাক হবেন ডেনমার্কের মানুষ পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় বেশ লম্বা হয়ে থাকে। তবে অন্যান্য দেশে যে নেই তা নয়।
যাই হোক মুল আলোচনায় আসা যাক। তাহলে আসুন প্রথমে আমরা জানি ডেনমার্কে কোন ধরনের কাজ গুলো সচরাচর পাওয়া যায়।
ডেনমার্কে কোম্পানি কাজে কি কি সুবিধা পাবেন
- সপ্তাহে ৫ দিন কাজ (২ দিন বন্ধ থাকে অধিকাংশ কোম্পানী)
- প্রতিদিন ৮ ঘন্টা কাজ
- ওভার টাইম করা যায় (অনেক কোম্পানী ওভার টাইম করলে ঘন্টা প্রতি ডাবল টাকা দিয়ে থাকে)
- বছরে ছুটি থাকবে ৪ সপ্তাহ বা ২৮ দিন। ইউরোপিয়ান নিয়ম অনুযায়ী হয়ে থাকে
- যদি ছুটি কাটাতে দেশে যান তাহলে অনেক কোম্পানী রিটার্ণ টিকেট দিয়ে থাকে
- ট্রাভেল ইন্সুরেন্স
- হেলথ ইন্সুরেন্স
- ডেন্টাল ইন্সুরেন্স (অনেক সময় হেলথ ইন্সুরেন্স এর সাথে যুক্ত থাকেনা)
- কোম্পানী থেকে থাকার ব্যবস্থা পাবেন। অনেক কোম্পানী খাওয়ার ব্যবস্থাও করে থাকে
- ট্রান্সপোর্টেশন ব্যবস্থা ইত্যাদি।
ডেনমার্কে বেতন কত
নির্দিষ্ট করে বলতে পারবোনা কারণ, বেতন কত হবে সেটা নির্ভর করে আপনার কাজের অভিজ্ঞতার উপর। আপনি যদি নিম্ন লেভেলের কাজ করে থাকেন তাহলে আপনার বেতন ১২০,০০০/- টাকা থেকে ১৫০,০০০/- টাকার মতো হয়ে থাকবে।
আর যদি মোটামুটি একটি মিডিয়াম লেভেলের জব করে থাকেন তাহলে ২০০,০০০/- টাকা থেকে ৩০০,০০০/- টাকা পর্যন্ত হয়ে থাকে।
সর্বোচ্চ বেতন বা হাই সেলারি কত হয়ে থাকে এ সম্পর্কে আমার ধারনা নেই। তবে এ বিষয়ে চাইলে আপনারা গুগল করে দেখতে পারেন।
ডেনমার্ক যেতে কত টাকা লাগে
আপনি এজেন্সির মাধ্যমে যদি আবেদন করেন তাহলে আপনার প্রায় ১০ লাখ টাকার মতো খরচ হতে পারে কারণ তারা বিভিন্ন মাধ্যম থেকে আপনার জন্য জব ম্যানেজ করবে এই ধরনের কথাগুলোই আপনাকে বলবে।
তবে সেখানেও অনেক স্ক্যাম বা বাটপারী থাকে যেটা টাকা দিয়েও আপনি পার পাবেন না। তাই দালালের মাধ্যমে না যাওয়াটাই শ্রেয়।
আপনি যদি নিজে নিজে আবেদন করেন অর্থাৎ ধরুন কোন ডেনমার্ক এজেন্সির মাধ্যমে আবেদন করলেন তাহলে আপনার সর্বোচ্চ ২০০,০০০/- টাকার মতো খরচ হতে পারে।
এরমধ্যে আপনার মেডিকেল খরচ, পাসপোর্ট খরচ, পুলিশ ক্লিয়ারেন্স, ভিসা ফি, এয়ার টিকেট ইত্যাদি সবকিছু একসাথে করলেও এর বেশি খরচ হবেনা।
কিভাবে ডেনমার্ক ভিসা পাওয়া যাবে
ডেনমার্ক এর বিভিন্ন এজেন্সি আছে যারা সারা বিশ্ব থেকে যোগ্য স্কিল ওয়ার্কারদের জন্য বিভিন্ন কোম্পানীতে সিভি প্রেরণ করে।
এখন আপনি যদি স্কিল ওয়ার্কার হয়ে থাকেন তাহলে তাদের সাথে যোগাযোগ করলে তারাই আপনার জন্য ডেনমার্কের বিভিন্ন কোম্পানিতে আবেদন করে দিবে।
আপনাকে শুধু ইউরো ফরমেটের একটি পারফেক্ট সিভি এবং কাভার লেটার তৈরী করতে হবে। এবং তাদের নিকট পাঠাতে হবে।
ডেনমার্ক সম্পর্কে বিস্তারিত জানতে ডেনমার্কের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন।
এজেন্সির লাভ কোথায়
এজেন্সির সাথে বিভিন্ন কোম্পানীর সাথে কন্ট্রাক্ট থাকে তারা তাদের স্কিল ওয়ার্কার দিলে তাদের ১০% বা ১৫% একটি বাৎসরিক কমিশন দিয়ে থাকে।
অনেক সময় এই কন্ট্রাক্টি আপনার আমার সাথেও তারা করতে পারে সেটা নির্ভর করে বিভিন্ন এজেন্সির উপর বা তাদের এজেন্সির সিস্টেম অনুযায়ী।
আমি আপনাদের শুধু একটি সঠিক ইনফরমেশন দিয়ে দিলাম। এজিন্সির ঠিকানাগুলো আপনাকে সংগ্রহ করতে হবে।
শেষ কথা
এটা কোনো ওয়ার্ক ভিসার জন্য আর্টিকেল না তাই এটা ভেবে কেউ ভুল করবেন না। এটি শুধু একটি ইনফরমেটিভ আর্টিকেল। ডেনমার্ক ওয়ার্ক ভিসা নিজে অতিদ্রুত একটি আর্টিকেল পাবলিশ করবো ইনশাআল্লাহ।
যেখানে শুধুমাত্র আপনাদের একটি তথ্য দেয়া হলো ডেনমার্ক এর কাজের ভিসা সংগ্রহ কিভাবে করবেন। তাই দয়া করে আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ুন ইনশাআল্লাহ বুঝতে পারবেন।