ডেনমার্কে সহজ কাজ অভিজ্ঞতা ছাড়া
ডেনমার্কে সহজ কাজ গুলোর মধ্যে কয়েকটি কাজ আছে যার জন্য কোনো প্রকার অভিজ্ঞতার প্রয়োজন হয়না। কিন্তু অর্থ উপার্জনের চমৎকার মাধ্যম।
ডেনমার্ক একটি ইউরোপের উন্নত দেশ যা ইউরোপের সেনজেনের আওতাভুক্ত। এখন আপনারা যদি না জেনে থাকেন যে ইউরোপের সেনজেন ভুক্ত দেশ কোন গুলো?
তাহলে ইউরোপের সেনজেন ভুক্ত দেশের তালিকা ২০২৩ একবার আর্টিকেলটি পড়ে আসুন আশাকরি আপনারা অজানা দেশগুলোর নাম জেনে যাবেন।
ডেনমার্ক ওয়ার্ক পারমিট ভিসা
ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে আজ আলোচনা করবো না। আজ আপনাদের সাথে শুধু ডেনমার্কে সহজ কাজ গুলো নিয়ে কথা বলবো।
আপনারা ডেনমার্ক ওয়ার্ক ভিসা ইনফরমেশন আর্টিকেলটি পড়ে আসতে পারেন। খুব সম্প্রতি আমি ডেনমার্ক ওয়ার্ক পারমিট নিয়ে আর্টিকেল লিখবো।
যা আপনি নতুন অবস্থায় করতে পারবেন। এ জন্য কোনো ধরনের অভিজ্ঞতার প্রয়োজন হবে না। শুধু প্রয়োজন হবে আপনার পরিশ্রম করার মন মানষিকতা।
এই ধরনের কাজ গুলোতে আলহামদুলিল্লাহ পারিশ্রমিক খুব ভালো পাওয়া যায়। তবে কাজ গুলো মনে হবে নিম্ন মানের কিন্তু একটা বিষয় মাথায় রাখবেন!
উন্নত দেশ গুলোতে নিম্ন মানের কাজ বলতে কিছু নেই তাদের কাছে সব কাজই সমান কারণ তারা আপনার পরিশ্রমকে মূল্যায়ন করবে পদবি নয়।
ডেনমার্কে এসেই যেসব কাজ সহজেই পাওয়া যাবে
সবথেকে সহজ দুটি কাজ হলো-
- Dish Wash
- Cleaning
Dish Wash
থালা বাসুন ধোয়াই হলো Dish Wash এর কাজ যেটি ডেনমার্কে সহজ কাজ এর মধ্যে একটি। অর্থাৎ আপনি বিভিন্ন রেস্টুরেন্টে Dish Wash কাজ গুলো সহজেই পাবেন।
এই কাজগুলো পার্টটাইম বা ফুলটাইম দুই ভাবেই করা যায় এবং কাজ গুলো সবসময়ই চাহিদা থাকে। যার ফলে Dish Wash এর কাজ পেতে খুব একটা বেগ পোহাতে হয়না।
Cleaning
হোটেল রেস্টুরেন্টে ধোয় মুছার কাজই সাধারনত Cleaning জব হিসেবে পরিচিত। অর্থাৎ রেস্টুরেন্ট, হোটেল, বাসা বাড়ি, অফিস, সিড়ি বা বাড়ির আঙ্গিনা ইত্যাদি।
এই সমস্ত কিছু পরিষ্কার পরিছন্ন রাখার জন্য প্রচুর পরিমাণে লোক প্রয়োজন হয় যার সুবাধে কাজ গুলো খুব সহজেই পাওয়া যায়।
ডেনমার্ক ফুড ডেলিভারি জব – Denmark Food Delivery Job
সমগ্র পৃথিবীতে ফুড ডেলিভারি বা ডেলিভারি জব একটি জনপ্রিয় পেশা যেখানে কম বেশি সবারই আগ্রহটা একটু বেশি অন্যান্য জবের থেকে।
ডেনমার্কেও তেমনি ডেলিভারি জবের চাহিদাটা একটু বেশি তবে এই জবটি পাওয়াটা খুব সহজ নয়। কারণ আপনি এজন্য আপনার পর্যাপ্ত ডকুমেন্টসগুলো লাগবে।
অর্থাৎ আপনি ডেনমার্কে পৌছানোর পরই Dish Wash এবং Cleaning এর জবের জন্য যে কোনো মুহুর্তে আবেদন করতে পারবেন।
কিন্তু আপনার যদি পর্যাপ্ত পরিমাণ কাগজপত্র রেডি না হয়ে থাকে তাহলে আপনি ডেলিভারি জবের জন্য আবেদন করতে পারবেন না।
প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে গুরুত্বপূর্ণ হলো – ১। রেসিডেন্স কার্ড, ইনস্যুরেন্স, ব্যাংক একাউন্ট ইত্যাদি কাগজপত্র অবশ্যই লাগবে।
ডেনমার্কে প্রতি ঘন্টায় কেমন আয় করা যায়
ডেনমার্কে Dish Wash কাজে বেতন কত
একজন Dish Washer হিসেবে আপনি প্রতি ঘন্টায় 120 Krona থেকে শুরু করে 170 Krona পর্যন্ত হয়ে থাকে।
এখানে বলে রাখি 1 Krona = ১৫.৮২ টাকা। তাহলে যদি সর্বনিম্ন 120 Krona আপনি আয় করেন প্রতি ঘন্টায়, ৮ ঘন্টায় আপনার আয় 960 Krona.
যা বাংলাদেশী টাকায় প্রায় ১৫,০০০ টাকার মতো। মাসে আপনার বেতন হবে প্রায় ৩,৯০,০০০ টাকার অধিক যা সত্যিই একটি চমৎকার উপার্জন।
কাজটি ছোটো ভেবে আমাদের দেশের অনেক মানুষ আছেন যারা গ্রহণ করতে চায় না।
ডেনমার্কে Cleaning কাজে বেতন কত
একজন Cleaner অথবা House keeper হিসেবে আপনি প্রতি ঘন্টায় 110 Krona থেকে শুরু করে 150 Krona পর্যন্ত হয়ে থাকে।
তাহলে যদি সর্বনিম্ন 110 Krona আপনি আয় করেন প্রতি ঘন্টায়, ৮ ঘন্টায় আপনার আয় 880 Krona.
যা বাংলাদেশী টাকায় প্রায় ১০,০০০ টাকার মতো। মাসে আপনার বেতন হবে প্রায় ৩,০০,০০০ টাকা, যা সত্যিই একটি চমৎকার উপার্জন।
এই দুটি কাজের জন্য কোনো ধরনের অভিজ্ঞতার প্রয়োজন হয় না। তারা আপনাকে ৫ থেকে ৭ দিনের ট্রেনিং করাবে।
তবে এই জন্যও আপনাকে কোম্পানিগুলো শিক্ষানবিশ ভাতা প্রদান করবে।
ডেনমার্কে ফুড ডেলিভারি কাজে বেতন কত- Denmark Food Delivery Job
ডেনমার্কে কিছু বড় বড় ফুড ডেলিভারি কোম্পানী রয়েছে যাদের Hourly Payout খুব ভালো। যেমনঃ
এদের মধ্যে Wolt এর Hourly Payout টা সবথেকে ভালো। তারা Hourly Pay করে 150 Krona থেকে 200 Krona পর্যন্ত।
দ্বিতীয় নম্বরে Foodora. তাদের Hourly Payout 130 Krona থেকে 170 Krona থেকে 180 Krona পর্যন্ত।
Just Eat এর Hourly Payout 120 Krona থেকে 170 Krona পর্যন্ত।
শেফ এবং কিচেন সহায়ক
এই কাজটির চাহিদা ডেনমার্কে খুবই বেশি। আপনি যদি একজন অভিজ্ঞ রাধুনী হয়ে থাকেন তাহলে আপনার জন্য একটি আকর্ষণীয় ভবিষ্যৎ ডেনমার্কে অপেক্ষা করছে।
ডেনমার্কে রেস্টুরেন্ট ব্যবসায় খুবই রমরমা। তারা মুখরোচক খাবার খেতে খুবই পছন্দ করে তাই রেস্টুরেন্টও খুব বেশি।
এছাড়াও যদি আপনি শেফ না হোন তাহলে আপনি কিচেন সহায়ক হিসেবে কাজ করতে পারবেন। এই ধরনের জবেও ভালো বেতন প্রদান করে।
সবশেষ কথা
এই জবগুলোর পাশাপাশি আরো অনেক জব আছে কিন্তু সেগুলো খুব সহজে পাওয়া যায়না। তার জন্য অভিজ্ঞতা এবং রেফারেন্স দুটোই প্রয়োজন।
আর একটি ভালো জবের জন্য আপনাকে একটি নির্দিষ্ট সময় অবদি অপেক্ষা করতে হবে। কমপক্ষে ৬ মাস থেকে ১ বছর বা তারও বেশি।
আপনাকে বেকার বসে না থেকে শুরুতে এই কাজ গুলো করতে পারেন। এই কাজের জন্য আপনি বেশ ভালোই পেমেন্ট পাবেন।