এস্তোনিয়া প্যাকেজিং জব ভিসা
এস্তোনিয়া প্যাকেজিং জব এর জন্য বিশাল সুযোগ। যারা দালাল ছাড়া নিজে নিজে আবেদন করতে চান তাদের জন্য আজকের এই আর্টিকেলটি।
স্তোনিয়া প্যাকেজিং জব ভিসার জন্য বাংলাদেশীরা বিশ্বের সকল দেশ থেকে আবেদন করতে পারবে। আপনি বিশ্বের যে কোনো দেশ থেকেই হোন না সেই দেশ থেকেই আবেদন করুন অনলাইনের মাধ্যমে।
কোনো ধরনের দালালের মাধ্যম ছাড়াই এখন আপনি নিজে নিজে আবেদন করুন। ভিসা খরচও কম এবং বেতন মোটামুটি।
তবে তাদের শ্রমবাজারের চাহিদা অনুযায়ী আপনার যদি কাজের অভিজ্ঞতা বা দক্ষতা থাকে তাহলে ভালো বেতন পাবেন।
এস্তোনিয়া ওয়ার্ক পারমিট ভিসা বেতন ও খরচ সম্পর্কে জানতে আর্টিকেলটি পড়ে আসুন। তাছাড়া আরো জানতে পারবেন ভিসার শর্তাবলী এবং ভিসা রিকয়ারমেন্ট ইত্যাদি।
আজকের এই আর্টিকেলে আলোচনা করবো এস্তোনিয়া ভিসার হার কতো, আবেদনের যোগ্যতা, এবং প্যাকেজিং জবে এস্তোনিয়ায় সুবিধা সমূহ।
এস্তোনিয়ার ভিসার সাকসেস রেট
বর্তমানে এস্তোনিয়ার ভিসার সাককেস রেট প্রায় ৯৮%। আপনি ভিসার জন্য আবেদন করলে ৯৮ শতাংশ সম্ভাবনা আছে ভিসা পাওয়ার।
এস্তোনিয়া ইউরোপের একটি সেনজেন ভুক্ত দেশ। আপনি এস্তোনিয়া যেতে পারলে সেনজেন ভুক্ত আরো ২৭টি দেশ কোন রকম ভিসা ছাড়াই আরোহন করতে পারবেন।
আরো পড়ুনঃ ইউরোপের সেনজেন ভুক্ত দেশের তালিকা।
এস্তোনিয়ায় কাজের চাহিদা
এস্তোনিয়াতে কাজের চাহিদা বর্তমানে বেশি কারণ এস্তোনিয়া অনেকটা টুরিস্টদের জন্য মনোমুদ্ধকর একটি দেশ। সেখানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ভিজিটররা ভিজিট করতে আসে।
আর এজন্য সেদেশে প্রচুর পরিমাণে দোকান বা সুপারশপ তাছাড়া বড় বড় Warehouse এর দেখা মিলে। এই সকল শপ গুলোতে বা Warehouse এ কর্মী সংকট থাকায় তারা ফুড প্যাকেজিং বা প্যাকেজিং এর জন্য 3rd Country থেকে কর্মী হায়ার করছে।
তাদের দেশে কি কর্মী নেই! হ্যা তাদের দেশে কর্মী আছে কিন্তু তারা ইউরোপের বিভিন্ন দেশে গিয়ে বেশি বেতনে কাজ করে। আর এর ফলশ্রুতিতে দেশটিতে প্রতি বছরই কর্মী সংকট দেখা যায়।
এস্তোনিয়া প্যাকেজিং জবে কারা আবেদন করতে পারবে
ফুড প্যাকেজিং বা প্যাকেজিং জব এমন নয় যে, চাঁদে যাওয়ার জন্য রকেট চালাবেন। এই কাজের জন্য অভিজ্ঞদের প্রাধান্য দিলেও অনভিজ্ঞরাও আবেদন করতে পারবেন।
তবে আপনি যদি অভিজ্ঞ হন বা দক্ষ হন তাহলে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা এবং ভালো বেতন পাওয়ার সম্ভাবনা থাকবে। প্যাকেজিং এর কিছু কাজের ধরন নিচে দেয়া হলো।
- চুড়ান্ত প্যাকেজিং এর পূর্বে পণ্যের উপাদান একত্রিত করা।
- shipment এর জন্য পণ্য প্যাকেজিং করতে হবে।
- প্যাকেজগুলি পূরণ করা, ভাঁজ করা এবং লেবেল করতে হবে।
- নিয়মিতভাবে 15 থেকে 25 আইবিএস পর্যন্ত তুলতে/সরাতে সক্ষম হতে হবে।
- সঠিক সময়ে শিপিং করতে হবে।
- পোশাক ভাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
- প্রয়োজনীয় ট্যাগিং লাগানোর বা খোলার অভিজ্ঞতা থাকতে হবে।
এস্তোনিয়া প্যাকেজিং জব এরিয়া
এস্তোনিয়া প্যাকেজিং জব এরিয়া গুলো সাধারণত কোথায় কোথায় বা কোন কোন ফিল্ডে করা যাবে তা নিম্নরূপ –
- কাপড়ের দোকানে অর্থাৎ যে সকল Mall or Shop কাপড় বিক্রি হয় সেখানে আপনার প্যাকেজিং জবের ফিল্ড রয়েছে।
- Sweets Shop বা মিষ্টির দোকানে আপনি প্যাকেজিং জব করতে পারবেন।
- Food Shop বা খাবারের দোকানে।
- Super Shop বা সুপার শপ।
- Fruit Shop বা ফলের দোকানে।
- Warehouse বা বাংলায় যাকে গুদাম বলে।
এস্তোনিয়া প্যাকেজিং কাজের বেতন কত
এস্তোনিয়ায় প্যাকেজিং জবের জন্য বেতন নির্ধারিত হয় দুই ভাবে। মাসিক বেতন এবং ঘন্টা প্রতি। প্রতি ঘন্টায় প্যাকেজিং জবের জন্য আপনাকে €9 থেকে €10 বেতন দিবে।
সপ্তাহে ৫ দিন ইউরোপের দেশ গুলোর ওয়ার্কিং ডে থাকে। তাই আপনি সেই অনুপাতে হিসেব করলে মাসে আপনার বেতন হবে প্রায় €1300 থেকে €1500 এর মতো।
মাসিক বেতন হবে আনুমানিক €700 থেকে €900 এর মতো।
এস্তোনিয়ায় যারা Skilled Migration Visa নিয়ে যাবে তাদের নূন্যতম বেতন হবে €1100 যা বাংলাদেশী টাকায় প্রায় ১৩২,০০০/- টাকার মতো। এভারেজ মাসিক বেতন প্রায় €1500 এর মতো।
ইনশাআল্লাহ Skilled Migration Visa নিয়ে অতি শিগ্রই একটি আর্টিকেল পাবলিশ করবো।
এস্তোনিয়ায় জব পোর্টাল
আমি আপনাদের কয়েকটি জব পোর্টাল এর লিংক দিয়ে দিচ্ছি সেখানে আপনি এস্তোনিয়ার বিভিন্ন ক্যাটাগরীর জব খুজে পাবেন।
আপনারা আপনাদের পছন্দের জবটি খুজে বের করুন সহজেই। তাদের এই ওয়েবসাইট গুলো শতভাগ অথেনটিক।
এস্তোনিয়ার এর জব পোর্টালগুলো হলো The best Opportunities in Estonia এবং Work in Estonia.
আপনারা জব সার্চের জন্য তাদের জব সার্চ ফর্মে লোকেশন, ক্যাটাগরী এবং কিওয়ার্ড লিখে সার্চ করলে আপনার চাহিদা মতো জবের লিস্টগুলো দেখাবে।
জব টাইটেলে ক্লিক করে তাদের দেয়া ইমেইল অথবা এ্যাড্রেসের মাধ্যমে যোগাযোগ করুন। অথবা সেখান থেকে সরাসরি আবেদন এর জন্য Apply Button এ ক্লিক করুন।
সবশেষ কথা
এস্তোনিয়া প্যাকেজিং জবের একটি বিশাল চাহিদা এস্তোনিয়াতে রয়েছে তবে সচরাচর জব সাইট গুলোতে প্যাকেজিং কিওয়ার্ড লিখে সার্চ করলে খুজে পাওয়া যায়না।
এজন্য আপনারা এস্তোনিয়ার বিভিন্ন কোম্পানীগুলো গুগল সার্চ এর মাধ্যমে খুজে বের করে সেখানে কাজের জন্য আবেদন করতে পারেন।
তবে যারা ইউরোপের বিভিন্ন দেশে আছেন তাদের জন্য এই জবটি খুজে পাওয়া খুবই সহজ। কারণ তারা সেনজেন দেশ গুলোতে কোনো ধরনের ভিসা আবেদন ছাড়াই যেতে পারবে।
এবং যেকোনো ধরনের চাকরির জন্য আবেদন করতে পারবে।
FAQ
এস্তোনিয়ায় প্যাকেজিং জবের জন্য বেতন নির্ধারিত হয় দুই ভাবে। মাসিক বেতন এবং ঘন্টা প্রতি। প্রতি ঘন্টায় প্যাকেজিং জবের জন্য আপনাকে €9 থেকে €10 বেতন দিবে।
মাসিক বেতন হবে আনুমানিক €700 থেকে €900 এর মতো।
এই কাজের জন্য অভিজ্ঞদের প্রাধান্য দিলেও অনভিজ্ঞরাও আবেদন করতে পারবেন। অর্থাৎ দক্ষ এবং অদক্ষ সবাই আবেদন করতে পারবে।
I want to go to estonia.i can work very well in electronics
You have to search as I wrote my article. There are so many trusted job portal site. You can try also Linkedin, Indeed etc.