ইউরোপের সেনজেন ভুক্ত দেশের তালিকা ২০২৩
|

ইউরোপের সেনজেন ভুক্ত দেশের তালিকা ২০২৩

ইউরোপের সেনজেন ভুক্ত দেশের তালিকা – Europe Schengen country list 2023.

আসসালামু ওয়ালাইকুম। আশাকরি আল্লাহর অশেষ মেহেরবাণীতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

ইউরোপের সেনজেন ভুক্ত দেশের তালিকা নিয়ে আজ আমরা আলোচনা করবো। সেনজেন ভুক্ত দেশগুলো প্রথম স্বাক্ষরিত হয় ১৯৮৫ সাল থেকে। আর তখন মাত্র ৫টি দেশ স্বাক্ষর করে ছিলো।

বর্তমানে ইউরোপের সেনজেন ভুক্ত দেশের তালিকা প্রায় ২৭টি দেশ চুক্তিবদ্ধ হয়েছে। এই চুক্তির মূল লক্ষ ছিলো ইউরোপ মহাদেশের অন্তর্ভুক্ত দেশগুলোর মধ্যে যাতায়াত ব্যবস্থা সজহ করা এবং ইউরোপের দেশ সমূহ একত্রিত করা।

সেনজেন কি?

ইউরোপের যে সকল দেশ সমূহ এই চুক্তি স্বাক্ষর করেছিল তাদের একত্রে বলা হয় সেনজেন এড়িয়া বা সেনজেন অঞ্চল বা সেনজেন ভুক্ত দেশ। সে দেশগুলোর নাম আমরা আজ জানবো।

ইউরোপের সেনজেন ভুক্ত দেশের তালিকা নিম্নরূপ

১। স্লোভাকিয়া

স্লোভাকিয়ার মোট আয়তন প্রায় ৪৯,০৩৫ বর্গ কিঃ বা ১৮,৯৩২ বর্গমাইল। তবে স্লোভাকিয়া জলীয় অংশ খুবই কম বললেই চলে। ২০১৩ খ্রিষ্টাব্দের হিসাব অনুযায়ী, স্লোভাকিয়ার জনসংখ্যা প্রায় ৫৪,১৫৯,৪৯ জন। যা প্রতি বর্গ কিঃ জনসংখ্যার ঘনত্ব প্রায় ১১১ জন।

আয়তনের দিক থেকে স্লোভাকিয়া পৃথিবীর ১২৯ তম এবং জনসংখ্যা দিক থেকে ১১৬ তম বৃহত্তম দেশ। তবে জনসংখ্যার ঘনত্ব বিবেচনা করলে স্লোভাকিয়া পৃথিবীর ৮৮ তম জনবহুল দেশ। স্লোভাকিয়ার রাজধানীর নাম ব্রাতিসলাভা একই সাথে এটি দেশটির বৃহত্তম শহর। স্লোভাকিয়ার অফিসিয়াল ভাষা স্লোভাক।

২। লিচেনস্টেইন

লিচেনস্টেইন এর আয়তন ১৬০ কিঃ এবং এর জনসংখ্যা প্রায় ৩৪ হাজার ৬শ জন। দেশটির প্রধান ভাষা জার্মান এবং ধর্ম জনপ্রিয়তায় খ্রিষ্টান ধর্ম এগিয়ে আছে। লিচেনস্টেইন এর রাজধানীর নাম ভাদুজ।

৩। ডেনমার্ক

ডেনমার্কের আয়তন প্রায় ৪২ হাজার ৯২৪ বর্গ কিঃ। দেশটির জনসংখ্যা প্রায় ৫৮ লাখ ৪০ হাজার। ডেনমার্কের রাষ্ট্রভাষা বা অফিসিয়াল ভাষা ডেনিশ। ডেনমার্কের রাজধানীর নাম কোপেনহেগেন।

৪। এস্তোনিয়া

এস্তোনিয়া এর আয়তন ৪৫ হাজার ৩৩৯ বর্গ কিঃ এবং এর জনসংখ্যা প্রায় ১৩ লাখ ১৫ হাজার ৯৪৪। এস্তোনিয়ায় রুশ ভাষা এবং স্থানীয় এস্তোনিয়া ভাষা এই দুটিই প্রচলিত। এস্তোনিয়া এর রাজধানীর নাম তালিন।

৫। অস্ট্রিয়া

এস্তোনিয়া এর আয়তন ৮৩,৮৫৫ বর্গ কিঃ বা ৩২,৩৭৭ বর্গমাইল এবং এর জনসংখ্যা প্রায় ৮,৭২৫,৯৩১ এবং এর ঘনত্ব ১০৪ বর্গ কিঃ। অস্ট্রিয়াতে জার্মান ভাষার একটি পরিবর্তিত রূপ ব্যবহৃত হয় যার নাম অস্ট্রীয় জার্মান। অস্ট্রিয়া এর রাজধানীর নাম ভিয়েনা এবং এটি বৃহত্তম শহর।

এছাড়া দেশটিতে অন্যান্য কিছু সংখ্যক ভাষা ব্যবহৃত হয়। যেমন ক্রোয়েশীয় ভাষা, রোমানীয় ভাষা, স্লোভেনীয় ভাষা, হাঙ্গেরীয় ভাষা ইত্যাদি।

৬। স্লোভেনিয়া

স্লোভেনিয়ার আয়তন প্রায় ২০,৭৭১ বর্গ কিঃ ৭,৮২৭ বর্গমাইল। স্লোভেনিয়া রাষ্ট্রটির মোট জনসংখ্যা ২.০৯৯ মিলিয়ন। দেশটির সরকারী ভাষা স্লোভেনীয়। স্লোভেনিয়ার রাজধানীর নাম লুবলিয়ানা।

৭। ইতালি

ইতালি আয়তন প্রায় ৩,০১,৩৩৮ বর্গ কিঃ ১,১৬,৩৪৬ বর্গমাইল। ইতালি রাষ্ট্রটির মোট জনসংখ্যা ৬০.৬ মিলিয়ন। জনসংখ্যার দিকে দিয়ে ইতালি ইউরোপের পঞ্চম ও বিশ্বের ২৩তম জনবহুল দেশ। ইতালির রাজধানীর নাম রোম।

ইতালীয় সরকারী ভাষা italiano ইতালিয়ানো বা lingua italiana লিঙ্গুয়া ইতালিয়া এটি একটি রোমান্স ভাষা যে ভাষাতে ইতালির প্রায় ৬ কোটি ৩০ লক্ষ লোক কথা বলে।

যারা ইউরোপের দেশ ইতালিতে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যেতে চান তারা ইতালি যাওয়ার উপায় 2023। যে কোনো দেশ থেকে আর্টিকেলটি পড়ে আসতে পারেন। আর ফাইল জমা দেয়ার জন্য আপনি VFSGLOBAL এর মাধ্যমে দিতে পারেন।

৮। ফিনল্যান্ড

ফিনল্যান্ড দেশটির মোট আয়তন প্রায় ৩ লাখ ৩৮ হাজার ৪৫৫ বর্গ কিঃ এবং প্রায় ৫৬ লাখ মানুষ বাস করে ফিনল্যান্ডে। ফিনল্যান্ডের রাজধানীর নাম হেলসিঙ্কি। ফিনল্যান্ডের জনগন সাধারণত কয়েকটি ভাষায় চলিত আছে তার মধ্যে দুটি ভাষা সরকারী ফিনীয় ও সুয়েডীয়।

৯। নেদারল্যান্ড

নেদারল্যান্ড দেশটির মোট আয়তন প্রায় ৪২,৬৭৯ বর্গ কিঃ বা ১৬,৪৭৮ বর্গমাইল। এবং প্রায় ১৬,৭৮৫,০৮৮ জনসংখ্যা। নেদারল্যান্ড রাজধানীর নাম আমস্টার্ডাম। নেদারল্যান্ড এর অফিসিয়াল ভাষা ডাচ।

১০। বেলজিয়াম

বেলজিয়াম দেশটির মোট আয়তন প্রায় ৩০,৬৮৯ বর্গ কিঃ। এবং প্রায় ১০,৪১৪,৩৩৬ জনসংখ্যা। বেলজিয়াম রাজধানীর নাম ব্রাসেলস। বেলজিয়াম প্রধান ভাষা দুটি দুটি হলো ফ্লেমিশ এবং ফরাসী। তৃতীয় প্রচলিত ভাষাটি হলো জার্মান ভাষা।

১১। জার্মানি

জার্মান দেশটির মোট আয়তন প্রায় ৩,৫৭,৩৮৬ বর্গ কিঃ বা ১,৩৭,৯৮৮ বর্গমাইল। এবং প্রায় ৮২,৮০০,০০০ জনসংখ্যা। জার্মানের রাজধানীর নাম বার্লিন। জার্মানের সরকারি ভাষা জার্মান।

১২। ফ্রান্স

ফ্রান্স দেশটির মোট আয়তন প্রায় ৬ লাখ ৪৩ হাজার ৮০১ বর্গ কিঃ। এবং প্রায় ৬০,৪৯৫,৫৪০ জনসংখ্যা। ফ্রান্স রাজধানীর নাম প্যারিস। ফ্রান্স সরকারি ভাষা ফ্রেঞ্চ।

১৩। লিথুয়ানিয়া

লিথুয়ানিয়া দেশটির মোট আয়তন প্রায় ৬৫,৩০০ বর্গ কিঃ। এবং প্রায় ২.৯ মিলিয়ন। লিথুয়ানিয়া এর রাজধানীর নাম ভিলনিয়াস। লিথুয়ানিয়া এর সরকারি ভাষা লিথুয়ানিয়ান।

১৪। চেক প্রজাতন্ত্র

চেক প্রজাতন্ত্র দেশটির মোট আয়তন প্রায় ৭৮,৮৭১ বর্গ কিঃ। এবং জনসংখ্যা প্রায় ১০,৭০১,৭৭৭। চেক প্রজাতন্ত্র এর রাজধানীর নাম প্রাগ। চেক প্রজাতন্ত্র সরকারি ভাষা চেক।

১৫। হাঙ্গেরী

হাঙ্গেরী দেশটির মোট আয়তন প্রায় ৯৩,০৩০ বর্গ কিঃ। এবং জনসংখ্যা প্রায় ১০,০৬,৪০০। হাঙ্গেরী রাজধানীর নাম বুদাপেস। হাঙ্গেরী সরকারি ভাষা হাঙ্গেরীয় ভাষা।

১৬। সুইজারল্যান্ড

সুইজারল্যান্ড দেশটির মোট আয়তন প্রায় ৪১,২৮৫ বর্গ কিঃ বা ১৫,৯৪০ বর্গমাইল। এবং জনসংখ্যা প্রায় ৭.৫ মিলিয়ন। সুইজারল্যান্ড রাজধানীর নাম বের্ন। সুইজারল্যান্ড সরকারি ভাষা জার্মান, ফরাসি, ইতালীয়, রোমানশ।

১৭। লুক্সেমবার্গ

লুক্সেমবার্গ দেশটির মোট আয়তন প্রায় ২,৫৮৬.৪ বর্গ কিঃ বা ৯৯৮.৬ বর্গমাইল। এবং জনসংখ্যা প্রায় ৬৩৩,৬২২। লুক্সেমবার্গ রাজধানীর নাম লুক্সেমবুর্গ শহর। লুক্সেমবার্গ সরকারি ভাষা লাক্সেমবার্গিশ এবং প্রশাসনিক ভাষা: লাক্সেমবার্গিশ, ফরাসি, জার্মান।

১৮। পোল্যান্ড

পোল্যান্ড দেশটির মোট আয়তন প্রায় ৩,১২,৬৭৯ বর্গ কিঃ বা ১,২০,৭২৬ বর্গমাইল। এবং জনসংখ্যা প্রায় ৩৮,৫৩৩,২৯৯। পোল্যান্ড এর রাজধানীর নাম ওয়ারশ। পোল্যান্ড এর সরকারি ভাষা পোলিশ।

১৯। পর্তুগাল

পর্তুগাল দেশটির মোট আয়তন প্রায় ৯২ হাজার ২১২ বর্গ কিঃ। এবং জনসংখ্যা প্রায় ১০,৬৪২,৮৩৬। পর্তুগাল এর রাজধানীর নাম লিসবন। পর্তুগাল এর সরকারি ভাষা পর্তুগিজ।

২০। স্পেন

স্পেন দেশটির মোট আয়তন প্রায় ৫ লাখ ৫ হাজার ৯৯০ বর্গ কিঃ। এবং জনসংখ্যা প্রায় ৪,৬৩,৫৪,৩২১। স্পেন এর রাজধানীর নাম মাদ্রিদ। স্পেন এর সরকারি ভাষা স্পেনীয়।

২১। গ্রীস

গ্রিস দেশটির মোট আয়তন প্রায় ১,৩১,৯৮০ বর্গ কিঃ। এবং জনসংখ্যা প্রায় ১০,৪,৩২,৪৮১। গ্রিস এর রাজধানীর নাম এথেন্স। গ্রিস এর সরকারি ভাষা গ্রিক ভাষা।

২২। সুইডেন

সুইডেন দেশটির মোট আয়তন প্রায় ৪,৪৯,৯৬৪ বর্গ কিঃ। এবং জনসংখ্যা প্রায় ৯৫,৫৫,৮৯৩। সুইডেন এর রাজধানীর নাম স্টকহোম। সুইডেন এর সরকারি ভাষা সুয়েডীয় ভাষা।

২৩। আইসল্যান্ড

আইসল্যান্ড দেশটির মোট আয়তন প্রায় ১,০৩,০০০ বর্গ কিঃ। এবং জনসংখ্যা প্রায় ৩,২৯,১০০। আইসল্যান্ড এর রাজধানীর নাম রেইকিয়াভিক। আইসল্যান্ড এর সরকারি ভাষা আইসল্যান্ডীয়।

২৪। মাল্টা

মাল্টা দেশটির মোট আয়তন প্রায় ৩১৬ বর্গ কিঃ। এবং জনসংখ্যা প্রায় ৪,৭৫,৭০০। মাল্টা এর রাজধানীর নাম ভাল্লেত্তা। মাল্টা এর সরকারি ভাষা মাল্টীয় ভাষা তারা ইংরেজি ভাষাতেও কথা বলে।

২৫। নরওয়ে

নরওয়ে দেশটির মোট আয়তন প্রায় ৩,৮৫,২০৭ বর্গ কিঃ। এবং জনসংখ্যা প্রায় ৫,৪৮৮,৯৮৪। নরওয়ে এর রাজধানীর নাম অসলো। নরওয়ে এর সরকারি ভাষা নরওয়েজীয়।

২৬। লাটভিয়া

লাতভিয়া দেশটির মোট আয়তন প্রায় ৬৪,৫৮৯ বর্গ কিঃ। এবং জনসংখ্যা প্রায় ১৯,৫৩,২০০। লাতভিয়া এর রাজধানীর নাম রিগা। লাতভিয়া এর সরকারি ভাষা লাতভীয়।

২৭। ক্রোয়েশিয়া

ক্রোয়েশিয়া দেশটির মোট আয়তন প্রায় ৫৬,৫৪২ বর্গ কিঃ। এবং জনসংখ্যা প্রায় ৪,৫৫৫,০০০। ক্রোয়েশিয়া এর রাজধানীর নাম জাগরেব। ক্রোয়েশিয়া এর সরকারি ভাষা ক্রোয়েশীয়।

উপসংহার

সেনজেন ভুক্ত দেশগুলো সম্পর্কে আশা করি আপনাদের অল্প পরিসরে হলেও ধারণা দিতে পেরেছি। ইউরোপের এই ২৭টি দেশই নয় বরং আরো দেশ আছে যেগুলো সেনজেন দেশের সাথে চুক্তি স্বাক্ষরিত নয়।

আমার কিছু কথা

তথ্যগুলি আপনার উপকারে এসে থাকলে দয়াকরে পেজটি শেয়ার করে দিবেন। বিনীত অনুরোধ রইলো। এতে অনেকের উপকার হবে। তারা সঠিক তথ্যের জন্য হয়রানি হবেনা।

আমি বিশ্বের বিভিন্ন দেশের ভিসা নিয়ে লিখি আপনাদের জন্য। চেষ্টা করি শতভাগ সঠিক তথ্য দেয়ার ভুল ত্রুটি সবারই হয়। আমিও মানুষ আমারও ভুল ভ্রান্তি থাকবে দয়া করে সেগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাবেন ইনশাল্লাহ আমরা উত্তর দেয়ার চেষ্ট করবো।

Slide Up
x

Similar Posts

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *