সরকারিভাবে ফিনল্যান্ড ভিসা
| |

সরকারিভাবে ফিনল্যান্ড ভিসা

সরকারিভাবে ফিনল্যান্ড ভিসা দিবে ৫ বছরের জন্য। ৩.৫ লাখের বেশি কর্মী নিবে সারা বিশ্ব থেকে। প্রোগ্রামটির নাম ট্যালেন্ট বুস্ট প্রোগ্রাম

ট্যালেন্ট বুস্ট প্রোগ্রাম নামে ফিনল্যান্ড একটি প্রোগ্রাম চালু করেছে, যার আওতায় সারা পৃথিবী থেকে প্রায় সাড়ে তিন লাখেরও বেশি ওয়ার্কার হায়ার করা হবে।

দেশটির ইমিগ্রেশন ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশিত এই প্রোগ্রামটি চালু হয়েছে 2024 সাল থেকে। আর এই ভিসার জন্য স্কিলড এবং আনস্কিলড সবাই আবেদন করতে পারবেন।

Finland Visa – Finland work visa – How to apply for Finland visa – Finland work permit visa

আসসালামু ওয়ালাইকুম। আজকে আপনাদের সাথে আলোচনা করা হবে ফিনল্যান্ড ওয়ার্ক ভিসার জন্য কিভাবে এবং কোথা থেকে আবেদন করবেন।

সরকারিভাবে ফিনল্যান্ড ভিসার জন্য কিভাবে আবেদন করা যাবে। ওয়ার্ক পারমিট কিভাবে পাওয়া যাবে, তাছাড়া জব পোর্টাল সাইট লিংক কোথায় পাবেন ইত্যাদি।

শিক্ষাগত যোগ্যতা

সরকারিভাবে ফিনল্যান্ড ভিসা দিচ্ছে এটা শুনে সবাই হয়তো অবাক হবেন তার থেকেও অবাক করা বিষয় হলো আপনি শিক্ষিত না হয়েও এখানে D-Category ভিসার জন্য আবেদন করতে পারবেন।

আপনি যদি স্কিলড ওয়ার্কার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা বা এডভান্সড ইংরেজী দক্ষতার প্রয়োজন হবেনা।

সাধারণ ভাষাগত জ্ঞান থাকতে হবে অর্থাৎ ভাষা বুঝা এবং বলতে পারার মতো মিনিমাম যোগ্যতা থাকতে হবে।

তবে যারা A-Category or B-Category ভিসার জন্য আবেদন করতে চান তাদের অবশ্যই স্কিলের পাশাপাশি শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে।

ফিনল্যান্ড যেতে কত টাকা লাগে

ভিসা খরচ খুবই কম যা মাত্র €80। তাছাড়া অন্যান্য খরচ সহ আপনার প্রায় €2000 – €2500 এর মতো খরচ হবে। যা বাংলাদেশী টাকায় প্রায় 250,000 টাকা থেকে 300,000 টাকার মতো।

ইনস্যুরেন্স খরচ, মেডিকেল খরচ, পুলিশ ক্লিয়ারেন্স ছাড়া ছোট খাটো আরো কিছু খরচ থাকে। তবে এসব খরচ খুব বেশি হলে 20 হাজার টাকা থেকে 30 হাজার টাকার মতো হয়ে থাকবে।

ফিনল্যান্ড ভিসায় কিভাবে আবেদন করবেন

আবেদন পক্রিয়াটি খুবই সহজ। আপনাকে ফিনল্যান্ড ভিসার জন্য কোনো দালালের দারস্থ হতে হবেনা আপনি ভিসা আবেদনটি ঘরে বসেই করতে পারবেন।

আবেদন প্রক্রিয়াটি আপনার ইমেইলের মাধ্যমে করবেন। এ জন্য দরকার হবে আপনার ফিনল্যান্ডের একটি রেপুটেড কোম্পানী।

আর এই কোম্পানীগুলো আপনি কোথায় খুজে পাবেন তার অথেনটিক ওয়েবসাইট লিংক আমি দিয়ে দিবো। এই ওয়েবসাইটে ফিনল্যান্ডের সকল সরকার অনুমোদিত কোম্পানীর জব পোস্ট গুলো পাবেন।

জব পোস্টের মধ্যে আপনারা কোম্পানীর মেইল এড্রেসটি পেয়ে যাবেন।

ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে আপনি ফিনল্যান্ডে আসার পর দুই বছর পর আপনার ফ্যামিলি আনার জন্য আবেদন করতে পারবেন।

ফিনল্যান্ড জব পোর্টাল ওয়েবসাইট লিস্ট

আমি যে জব পোর্টাল ওয়েবাসইটগুলো আপনাদের সাথে শেয়ার করবো তা ফিনল্যান্ড সরকার কর্তৃক অনুমোদিত।

তাই নিশ্চিন্তে আপনার এই ওয়েবসাইটগুলোর মাধ্যমে জব খুজে তাদের মেইল করতে পারবেন।

Job Portal Website Lists

এখানে যে Job Portal Website Lists গুলো দেখতে পাচ্ছেন সেগুলো সবই অথেনটিক। তবে লিংকডিন এবং ইনডিড আপনারা আগে থেকে জানেন।

একটি ওয়েবসাইট আছে যেখানে আপনাকে গুগল ট্রান্সলেট করে তারপর আবেদন করবেন।

কি কি ডকুমেন্টস লাগে

  • ১টি ভ্যালিড পাসপোর্ট কমপক্ষে ৬ মাস মেয়াদ থাকা লাগবে
  • সদ্য তোলা ছবি লাগবে
  • ইউরোপিয়ান বা ফিনল্যান্ড ফরম্যাটের সিভি এবং কভার লেটার
  • একটি ভ্যালিড বা বৈধ জব অফার লেটার
  • বাংলাদেশী পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট
  • মেডিকেল রিপোর্ট অথবা মেডিকেল সার্টিফিকেট
  • অন্যান্য ডকুমেন্ট (রিকয়ারমেন্টস অনুযায়ী)

সবশেষ কথা

অল্প কথায় চেষ্টা করেছি আপনাদের সাথে ফিনল্যান্ড ওয়ার্ক পারমিট ভিসার আবেদন সম্পর্কে আলোচনা করতে। আশাকরি আপনারা উপকৃত হবে।

আরো পড়ুনঃ আয়ারল্যান্ড ওয়ার্ক পারমিট ভিসা বেতন ও খরচ।

আরো পড়ুনঃ ইংল্যান্ড ওয়ার্ক পারমিট ভিসা।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *