জার্মানি আউসবিল্ডুং ভিসা ১০০% গ্যারান্টি ইনশাআল্লাহ
জার্মানি আউসবিল্ডুং ভিসা হবে ১০০%। বিশ্বাস হচ্ছেনাতো! তাহলে এই আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ুন সবকিছু বুঝতে পারবেন।
যারা দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন উন্নত দেশ জার্মানিতে আসার জন্য এবং সেটা দীর্ঘ মেয়াদি সময়ের জন্য তাদের জন্য আজকের এই আর্টিকেলটি।
একদম সত্যি কথা বলছি আপনি যদি একটু চেষ্টা করেন তাহলে অবশ্যই ১০০% ভিসা পাবেন ইনশাআল্লাহ।কিভাবে বা কি করলে আপনি ভিসা পাবেন সে বিষয়টি আজ আপনাদের জানাবো।
তবে আপনাকে একটি বিষয় মনে রাখতে হবে এটি সরাসরি না হলেও কোন না কোন ভাবে আউসবিল্ডুং Student Visa এর অন্তর্ভুক্ত।
Student Visa এর জন্য আপনি ইউরোপের ৭টি দেশে উচ্চ শিক্ষা ৪.৫ থেকে ৭ লাখ টাকা আর্টিকেলটি পড়তে পারেন।
আউসবিল্ডুং কি
আউসবিল্ডুং হলো একটি একটি জার্মান শব্দ যার উৎপত্তি জার্মানি ভাষা অনুসারে হয়েছে। তবে এটিকে যদি আপনি ইংরেজীতে ট্রান্সলেট করেন তাহলে এর অর্থ দাড়ায় ডুয়াল ভোকেশনাল ট্রেনিং।
যেটা আমরা বাংলাতে কারিগরী ট্রেনিং বা কোর্স অথবা ভোকেশনাল কোর্স হিসেবে জেনে থাকি। এটা আমরা বিভিন্ন নামে চিনে থাকি।
যদি আরো একটু সহজ উদাহরন দেই তাহলে এটি বাংলাদেশী শিক্ষার মানদন্ড বা ক্যাটাগরী অনুযায়ী এটিকে ডিপ্লোমা ইন ইঞ্জিনীয়ারিং এর সাথে তুলনা করতে পারি।
তবে আউসবিল্ডুং এর কোর্স স্ট্রাকচারটি বাংলাদেশ এর ডিপ্লোমা ইন ইঞ্জিনীয়ারিং এর সাথে যদি আপনি মিলাতে চান তাহলে সেটা কখনোই মিলবে না।
কারণ আউসবিল্ডুং এর স্ট্রাকচারটি সম্পূর্ণ ভিন্ন ধরনের। সেটা কিভাবে আসুন আলোচনা করি। আমাদের দেশের ডিপ্লোমা ইন ইঞ্জিনীয়ারিং পড়াশুনাগুলো হয়ে থাকে ফিফটি ফিফটি অর্থাৎ ৫০% থিউরি এবং ৫০% প্র্যাকটিক্যাল।
এখানে ৫০% যে প্র্যাকটিক্যাল সেটিও আপনি পলিটেকনিক ইনস্টিটিউট থেকেই করবেন। আমি নিজেই তার প্রমাণ। কারণ আমি ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ইলেকট্রনিক্স এ ডিপ্লোমা করেছি।
যাই হোক আউসবিল্ডুং কোর্সটি সম্পূর্ণ ভিন্ন আপনি ১০০% এর মধ্যে ৭০% থেকে ৮০% পর্যন্ত প্র্যাকটিক্যাল্লি কোনো একটি কোম্পানিতে জব করবেন। এবং ২০% থেকে ৩০% সময় কোনো একটি ভোকেশনাল স্কুল থেকে প্রাতিষ্ঠানিক শিক্ষা পাবেন।
জার্মানি আউসবিল্ডুং ভিসা কিভাবে পাওয়া যাবে
দেখুন আপনার জার্মানি আউসবিল্ডুং ভিসা পাওয়ার জন্য অবশ্যই কিছু নুনত্যম যোগ্যতা লাগবে। কোনো ধরনের যোগ্যতা ছাড়া আপনি খুব সহজেই ভিসা পেয়ে যাবেন এই ধরনের মিথা আমি বলবোনা।
জার্মানি আউসবিল্ডুং ভিসা যোগ্যতা গুলো কি কি
শিক্ষাগত যোগ্যতা
যদি আপনি এস এস সি, এইচ এস সি অথবা ডিপ্লোমা দিয়ে দিয়ে থাকেন তাহলে আপনি এই ভিসায় আবেদন করার জন্য একদম প্রস্তুত।
আপনার শিক্ষাগত যোগ্যতা সিজিপিএ ৫ দরকার নেই আপনার যদি ৪ পয়েন্ট হয়ে থাকে সেক্ষেত্রে যথেষ্ঠ।
এস এস সিঃ আপনি যদি এস এস সি পরীক্ষা দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনি সব ধরনের আউসবিল্ডুং কোর্সের জন্য আবেদন করতে পারবেন না।
এখানে একটি লিমিটেশনের মধ্যে আপনাকে আউসবিল্ডুং কোর্সগুলোতে আবেদন করতে হবে।
এইচ এস সিঃ আপনি যদি এইচ এস সি পরীক্ষা দিয়ে থাকেন এবং আপনার রেজাল্ট যদি ৪ পয়েন্টের উপরে হয়ে থাকে (এস এস সি + এইচ এস সি = ৪+৪) সেক্ষেত্রে আপনি আউসবিল্ডুং এর কিছু ভালো ভালো কোর্সের জন্য আবেদন করতে পারবেন।
ডিপ্লোমা ইন ইঞ্জিনীয়ারিংঃ আপনি যদি ডিপ্লোমা করে থাকেন এবং রেজাল্ট ভালো হয়ে থাকে তাহলে আপনার সাবজেক্ট অনুযায়ী সব ধেরনের কোর্সের জন্য আবেদন করতে পারবেন।
ভাষাগত যোগত্যা
জার্মানি আউসবিল্ডুং কোর্সের জন্য জার্মানি ভাষা হলো একটি প্রাণ ভোমরা। আপনাকে আউসবিল্ডুং কোর্স করতে হলে অবশ্যই জার্মানি ভাষা জানতে হবে।
অনেকে বলে থাকে জার্মানি ভাষা না জানলেও আউসবিল্ডুং ভিসা পাওয়া যায়। কিন্তু আমি এই ব্যাপারে নিশ্চিত না। ১০০% ভিসার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা এবং ভাষাগত যোগ্যতা দুটোই প্রয়োজন।
জার্মানি ভাষাটা আপনি যত ভালো জানবেন আপনার জন্য ভিসা পাওয়ার চান্সটা ততই বেশি। এই ব্যাপারে ইনশাআল্লাহ আমি আপনাদের নিশ্চিত গ্যারান্টি দিতে পারি।
এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে জার্মান ভাষা কোন লেভেল পর্যন্ত শিখলে ভিসা পাওয়ার জন্য যথেষ্ঠ! এই বিষয়টি আপনাদের পরিষ্কারভাবে যদি বলি-
আপনি মিনিমাম জার্মান ভাষা B2 Level পর্যন্ত জানেন, অর্থাৎ B2 Level এ যে পরিমান শব্দভান্ডার বা বাক্য আছে তা পরিপূর্ণ শিখেন ইনশাআল্লাহ আপনি ১০০% ভিসা পাবেন।
জার্মানি আউসবিল্ডুং কোর্স ফি
খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমি জানি এই প্রশ্নটি আপনারা সবাই আমাকে করবেন তাই আমি আগেই এই প্রশ্নের উত্তরটি দিয়ে দিচ্ছি।
জার্মানি আউসবিল্ডুং কোর্স চলাকালিন কোনো কোর্স ফি দেয়া লাগবেনা। বরং আপনি তাদের কাছ থেকে প্রতি মাসে মিনিমাম বেতন পাবেন।
আমি আগেই বলেছি এটি একটি কারিগরী শিক্ষা যেখানে আপনি তাদের কোনো একটি কোম্পানীতে জব করবেন এবং কাজ শিখবেন।
কিন্তু অন্যদিক দিয়ে একটু চিন্তা করলে ব্যাপারটি বুঝতে আপনার সহজ হবে। যদি জার্মানি কোম্পানীগুলো কোনো কর্মী নিয়োগ দিতো তার জন্য তাদের হাই ডিমান্ড সেলারি পে করতে হতো।
অথচ তারা আপনাকে কাজ শিখানোর পাশাপাশি শিক্ষিনবিশ হিসাবে নূন্যতম একটি বেতন দিবে যা দিয়ে আপনার থাকা খাওয়ার খরচ হয়ে যায়।
তবে কিছু কিছু কোম্পানী থেকে যে বেতনটি দেয়া হয় সেটা পর্যাপ্ত নয় সেক্ষেত্রে আপনাকে কিছু পরিমাণ টাকা ব্লক একাউন্টে দেখানো লাগবে।
সেটা খুব বেশি না। খুবই সিমীত পরিমান অর্থ। যাইহোক এই বিষয় নিয়ে আর একটি আলোচনা করবো।
জার্মানি ওয়ার্ক পারমিট ভিসা টাইপগুলো জানতে আর্টিকেলটি পড়ে আসতে পারেন।
জার্মানি আসার ১৫টি বৈধ উপায় সম্পর্কে জানতে আর্টিকেলটি পড়ে আসতে পারেন।
জার্মানির বিভিন্ন জবের অনুসন্ধান পেতে জার্মানির সরকারি ওয়েবসাইটটি ভিজিট করে আসুন।
সবশেষ কথা
দেখুন আজকের মুল যে আলোচনাটি আমি করতে চেয়েছি সেটা হলো জার্মানি ভাষা। শতভাগ গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি যদি জার্মানি ভাষা B2 Level পর্যন্ত জানেন তাহলে আপনার ভিসা পাওয়ার চান্স ৮৫%।
আর যদি আপনার শিক্ষাগত যোগ্যতাটা একটু ভালো হয় তাহলে ইনশাআল্লাহ ১০০% নিশ্চিত থাকেন ভিসা আপনার হবেই।
তাই জার্মানি ভাষা শিক্ষার প্রতি গুরুত্ব দিন কারণ ভাষাটি যত তারাতারি এবং পরিপূর্ণভাবে শিখবেন ততোই আপনার জন্য ভালো।
স্যার আমি যদি আউসবিল্ডুং এর জন্য ভিসার আবেদন কি ভাবে করাব? এবং আউসবিল্ডুং এর ভিসার যাবতীয় খরচ কত টাকা হতে পারে ভাষা শিক্ষা সহ?
ইনশাআল্লাহ এই বিষয় নিয়ে আমি অবশ্যই একটি আর্টিকেল লিখবো।
ইনশাআল্লাহ
SSC তে কি must be GPA 4 থাকতেই হবে?
Not necessary. It’s depend. If your German language will met their requirent, hopefully you will get consideration from them.