সরকারিভাবে জার্মানি যাওয়ার সুযোগ
সরকারিভাবে জার্মানি যাওয়ার সুবর্ন করে দিয়েছে জার্মান সরকার। তারা ২০২৪ থেকে শুরু করে ২০৩০ সাল পর্যন্ত ৩ লাখেরও বেশি কর্মী নিবে।
জার্মানি ওয়ার্ক পারমিট ভিসা – জার্মানি জব ভিসা – জার্মানি ওয়ার্ক ভিসা – জার্মানি ফ্রি ভিসা – Germany Work Permit Visa – Germany Work Visa – Germany Work Visa – Germany Free Visa
আসসালামু ওয়ালাইকুম। আশাকরি সবাই ভালো আছেন। ২০২৪ সালের সবথেকে গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় একটি আর্টিকেল নিয়ে আসলাম।
জার্মান সরকারের কতৃক ঘোষণাকৃত তাদের সরকারি এবং বেসরকারি বিভিন্ন নিউজ সাইটে প্রকাশিত হয়েছে যে, তারা প্রায় ৩ লাখেরও বেশি কর্মী নিয়োগ করবে ২০২৪ থেকে ২০৩০ সাল পর্যন্ত।
এই ঘোষনাটি প্রকাশিত হয়েছে নভেম্বর ২৪, ২০২৩ সালে। আপনারা নিউজটি পড়তে চাইলে লিংকে ক্লিক করুন। Germany faces shortage of 300,000 workers by 2030
রয়টার্সের এই রিপোর্টটিও প্রকাশ করা হয়েছে। আপনার চাইলে পড়ে আসতে পারেন। Reuters
জার্মানি তাদের এই কর্মী সংকটকে নিরসন করার জন্য তারা দুটি ভিসা চালু করেছে।
- Work visa for qualified professionals
- EU Blue Card
তবে খুশির বিষয় হচ্ছে এই দুটি ভিসার জন্য কোনো ধরনের Language Barrier নেই। তারা জার্মান ভাষার অভিজ্ঞতা ছাড়াই ভিসা দুটি চালু করেছে।
আপনার শুধু ইংরেজি স্কিল নিয়েই এই ভিসার জন্য আবেদন করতে পারবেন। এজন্য আপনাকে কোনো প্রকার IELTS করার প্রয়োজন নেই।
তবে এখানে একটি বিষয় হলো আপনাকে অবশ্যই Skilled Worker হতে হবে।
জার্মানিতে কর্মী সংকটের কারণ
জার্মানিতে আগে Asylum এর জন্য একটি ব্যবস্থা ছিলো যেখানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার মানুষ আশ্রয় নিতো।
জার্মানি সি টাইপ যে জব গুলো ছিলো তাদের দিয়ে করানো হতো। তবে জার্মানি এই Asylum ব্যবস্থাটি বন্ধ করে দিয়েছে।
যার ফলে দিনে দিনে জার্মানিতে কর্মী সংকটটি বেড়েই চলেছে। আর কর্মী সংকট দুর করার জন্য জার্মানি সরকার অফিসিয়ালি ৩ লাখ কর্মী হায়ার করার ঘোষণা দিয়েছে।
জার্মানি ভিসার জন্য কারা আবেদন করতে পারবে
জার্মানি ভিসার জন্য সাধারণত হাই কোয়ালিফিকেশন বা গ্রাজুয়েট যেমনঃ ডাক্তার, ইঞ্জিনীয়ার, সাইন্টিস্ট ইত্যাদি উচ্চ পদস্থ ব্যক্তি আবেদন করতে পারবে।
তাছাড়া সবথেকে যারা অধিক পরিমাণে প্রাধান্য পাবে তারা হলো Skilled Worker. আপনি যদি কোন একটি কাজে দক্ষ হয়ে থাকেন তাহলে আপনি আবেদন করতে পারবেন।
যেমনঃ প্লাম্বার, ইলেক্ট্রিশিয়ান, কার্পেন্টার, মেশন, মেকানিক্যাল, পেইন্টার, টেকনিশিয়ান, ওয়েল্ডার, কুক ইত্যাদি ক্যাটাগরীতে আবেদন করতে পারবেন।
অবশ্যই আপনাকে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
জার্মানি ভিসার জন্য কিভাবে আবেদন করবেন
জার্মান ভাষা জানা লাগবে কি
আপনাকে জার্মানির এই ভিসায় আবেদন করার জন্য জার্মানি ভাষা জানার প্রয়োজন নেই। তারা তাদের সরকারী ওয়েবসাইটে স্পষ্ট বলে দিয়েছি কোনো ভাষার প্রয়োজন নেই।
তবে ইংরেজীতে কথা বলার মতো দক্ষতা থাকতে হবে। কিন্তু কোনো ইংরেজী কোর্স করা লাগবে না।
জার্মানি ভিসার পদক্ষেপগুলো
- আপনার অবশ্যই একটি ভ্যালিড জব অফার ম্যানেজ করা লাগবে। এই জব অফারের জন্য জার্মানির বিভিন্ন কোম্পানীতে সরাসরি আবেদন করতে পারবেন।
- বাংলাদেশ জার্মান এম্বাসী থেকে আপনাকে Appointment নিতে হবে।
- আপনি যে কোম্পানীতে আবেদন করবেন তা সম্পূর্ণ ফ্রি। আপনাকে শুধু এম্বাসী Appointment এর জন্য € 75 ফি প্রদান করা লাগবে।
- আপনাকে জার্মানিতে প্রবেশ করতে হবে।
- আপনি জার্মানিতে পৌছানোর পর রেসিডেন্স পারমিটের জন্য আবেদন করতে পারবেন।
বিস্তারিত জানার জন্য পিডিএফ ফাইলটি ডাউনলোড করুন।
জার্মানি ভিসার আবেদন
আবেদন করার জন্য আপনাকে make it in Germany ওয়েবসাইটে ভিজিট করতে হবে। আমি সরাসরি জব লিস্টিং লিংকটি দিয়ে দিয়েছি।
আপনারা লিংকটিতে ক্লিক করে আপনার ক্যাটাগরী অনুযায়ী জব সার্চ করে নিবেন। বিস্তারিতভাবে পড়ে তারপর তাদের কন্টাক্ট ইনফরমেশন অনুযায়ী যোগাযোগ করবেন।
অনেক সময় আপনি যখন আবেদন করার জন্য বাটনে ক্লিক করবেন তারা রিডায়রেক্ট করে সরাসরি কোম্পানী সাইটে নিয়ে যেতে পারে।
সেখান থেকে আপনারা তাদের ইমেইলে সরাসরি সিভি এবং কাভার লেটারটি সেন্ড করে দিবেন।
জার্মানি জবে বেতন কত
এই ভিসায় আবেদনকারী দক্ষ ব্যক্তিরা বাৎসরিক প্রায় 50K Euro এর মতো উপার্জন করতে পারবেন। যা বাংলাদেশী টাকায় প্রায় ৫,৮৯৬,৮৯৫ টাকা।
মাসিক হিসেব করলে প্রায় ৫,০০,০০০ টাকার মতো। জার্মানির মতো একটি দেশে এই ধরনের বেতন আমরা আশা করতেই পারি।
সবশেষ কথা
জার্মানির ওয়ার্ক ভিসা নিয়ে আজ এই পর্যন্ত। আপনারা অবশই যারা স্কিলড ওয়ার্কার আছেন আপনাদের দক্ষতা অনুযায়ী কাজে আবেদন করবেন।
আরো পড়ুনঃ জার্মানি আসার ১০টি কারণ
আরো পড়ুনঃ জার্মানি আউসবিল্ডুং ভিসা ১০০% গ্যারান্টি ইনশাআল্লাহ
আরো পড়ুনঃ জার্মানি ওয়ার্ক পারমিট ভিসা টাইপ
আরো পড়ুনঃ জার্মানি আসার ১৫টি বৈধ উপায়
Iam aif work in Garmany vish please help mey. Please work job green vish please. Thanks