জার্মানি অপরচুনিটি কার্ড - Germany Opportunity Card
| |

জার্মানি অপরচুনিটি কার্ড – জব অফার ছাড়া জার্মানি কিভাবে আসবেন

জার্মানি অপরচুনিটি কার্ড, জার্মানিতে জব অফার ছাড়া কিভাবে আসবেন! এখন থেকে আপনাকে আর জব অফার লেটার ম্যানেজ করতে হবেনা।

অপরচুনিটি কার্ডটি দেয়া হবে ১ বছরের জন্য। এই ১ বছরের মধ্যে আপনাকে একটি স্থায়ী জব খুজে বের করতে হবে।

Germany Opportunity Card টি পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে কিভাবে পাবেন কোথা থেকে ম্যানেজ করতে পারবেন এই বিষয় নিয়ে আজ আপনাদের সাথে আলোচনা করবো।

বিঃদ্রঃ বাংলাদেশী বা কোলকাতার সকলে বিশ্বের যে কোনো দেশ থেকে এই অপরচুনিটি কার্ডের জন্য আবেদন করতে পারবেন।

Germany Opportunity Card পাওয়ার জন্য কি করতে হবে

Germany Opportunity Card টি পাওয়ার তাদের নির্ধারিত নিয়ম অনুযায়ী আপনাকে পয়েন্ট উপার্জন করতে হবে।

জার্মানি অপরচুনিটি কার্ড পেতে কত পয়েন্ট লাগে

Opportunity Card এর জন্য আপনাকে কমপক্ষে ৬ পয়েন্ট পেতে হবে। আর এই পয়েন্টগুলো কয়েকটি বিষয়ের উপর নির্ভর করবে।

  1. Qualifications
  2. Job experience
  3. Age
  4. Language Level
  5. Have stayed in Germany for at least 6 months
  6. If your Spouse is eligible for this opportunity card

Qualifications

আপনার Educational Qualification যদি উচ্চ মানের হয়ে থাকে যেমনঃ Honor’s or Master’s Degree ইত্যাদি।

আপনার যদি কোনো Foreign Degree থেকে থাকে যেটা জার্মান দ্বারা সম্পূর্ণ স্বীকৃত সেক্ষেত্রে আপনি 6 Points এখানেই পেয়ে যাচ্ছেন।

অথবা যদি আপনি জার্মানি থেকে কোনো Degree করে থাকেন সেক্ষেত্রে আপনি সরাসরি 6 Points পেয়ে যাবেন।

আর যদি আপনি বাংলাদেশ থেকে Degree নিয়ে থাকেন তাহলে আপনি পাবেন 4 Points. তবে সেক্ষেত্রে আপনার সার্টিফিকেট German Recognized হতে হবে। এটা খুবই সহজভাবেই আপনি পেয়ে যাবেন। আপনি জার্মান এম্বাসিতে যোগাযোগের মাধ্যমে সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন।

Job experience

আপনার যদি কাজের অভিজ্ঞতা থাকে তাহলে আপনি আরো বেশি প্রাধান্য পাবেন। তবে কাজের অভিজ্ঞতা অবশ্যই চলমান হতে হবে।

আপনি যদি Last 7 years মধ্যে কমপক্ষে 5 years জব করে থাকেন তাহলে আপনি পাবেন 3 Points. আর যদি আপনি Last 5 years মধ্যে কমপক্ষে 2 years জব করে থাকেন তাহলে আপনি পাবেন 2 Points. কিন্তু 2 বছরের কম হলে আপনি কোনো Point পাবেন না।

গুরুত্বপূর্ণঃ আপনার জবের অভিজ্ঞতা অবশ্যই আপনার Education Related হতে হবে। আপনার পড়াশোনা এবং কাজের Background এর মধ্যে সামঞ্জস্য থাকতে হবে।

Age – It’s depend on your age

আপনার বয়সের উপর নির্ভর করে আপনাকে পয়েন্ট দেয়া হবে। অর্থাৎ আপনার বয়স যদি হয় 18-34 তাহলে আপনি পাবেন 2 Points আর যদি হয় 35-39 সেক্ষেত্রে পাবেন 1 Points.

Language Level

জার্মান ভাষাঃ যাদের Language B2 থাকবে তারা 3 Points পাবে যাদের B1 থাকবে তারা 2 Points যাদের A2 থাকবে তারা 1 Points কিন্তু যাদের A1 থাকবে তারা কোনো Point পাবে না।

তবে কমপক্ষে আপনার জার্মান A1 ভাষা জানা থাকা লাগবে। কিন্তু আপনার যদি মিনিমাম রিকয়ারমেন্ট তাদের সাথে মিলে যায় সেক্ষেত্রেও আপনি কোনো Point পাবেন না।

ইংরেজী ভাষাঃ ইংরেজী ভাষার জন্যও একটি Requirement আছে। আপনি যদি ইংরেজী C1 Level অথবা তার থেকে বেশি থাকেন তাহলে 1 Point পাবেন।

আর যদি B2 Level বা তার নিচে হোন তাহলে আপনাকে কোনো Point দেয়া হবে না। তবে আপনাকে অবশ্যই B2 Level এর ইংরেজী জানতে হবে। এটা Minimum Requirement.

এখানে একটি বিষয় আপনারা নিশ্চয় বুঝতে পারছেন যে জার্মান ভাষা জানা থাকলে Point বেশি পাবেন। আর English Language এর জন্য Point কম। তাই আপনি সিদ্ধান্ত নিন যে আপনি কোন ভাষাটা শিখবেন, English or German? Comment করে জানাবেন Please.

Have stayed in Germany for at least 6 months

  1. Volunteering
  2. Au pair stays
  3. Youth working program stays
  4. Exchange studies
  5. Research stays
  6. Working holiday
  7. Language course
  8. Internships

আপনি যদি Last 5 years এর মধ্যে কমপক্ষে 6 Months জার্মানিতে বৈধ ভাবে বসবাস করে থাকেন তাহলে German Opportunity Card এর জন্য Eligible বলে গণ্য হবেন। অর্থাৎ আপনি 1 Point পাবেন।

তবে আপনি যদি ট্যুরিস্ট ভিসায় এসে 6 মাস থাকেন তাহলে সেটা গ্রহণ যোগ্য হবে না। শুধুমাত্র উপরে উল্লেখিত 8 টি বিষয়ের উপর নির্ভর করে আপনাকে 1 Point দিবে।

If your Spouse is eligible for this opportunity card

আপনার Spouse যদি এই opportunity card এর জন্য উপযুক্ত হয় এবং তাহলে আপনি 1 Point পাবেন। এবং আপনারা দুইজনই একসাথে opportunity card জন্য আবেদন করতে পারবেন।

কিন্তু আপনি যদি ব্যচেলর হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে কোনো পয়েন্ট দেয়া হবে না।

তাছাড়া আর একটি বিষয় হলো জার্মান Skill shortage occupation এর আওতায় যদি আপনার Skill মিলে যায় সেক্ষেত্রে আপনি 1 Point পেয়ে যাবেন।

  1. ICT Professionals
  2. Health Professionals
  3. Teaching Professionals
  4. Science and Engineering Professionals
  5. Production and specialized services managers

উপরে কয়েকটি Skill shortage occupation এর তালিকা দেয়া হলো।

Bank Statement কত লাগবে

আপনি যেহেতু জার্মানিতে চাকরির খোজে Germany Opportunity Card এর জন্য আবেদন করছেন তাই আপনি সেখানে যাওয়ার পর Job search করবেন এবং আপনি যদি Eligible হোন তাহলে আপনাকে তারা এক বছরের জন্য থাকতে দিবে।

এই এক বছর কিন্তু আপনার চাকরির কোনো নিশ্চয়তা নাই অর্থাৎ আপনার কোনো ইনকাম থাকবে না তাই আপনাকে এক বছর পর্যন্ত আপনি সেখানে অর্থনৈতিক কোনো সংকট ছাড়া থাকতে পারেন সে ব্যাপারে নিশ্চিত করতে হবে।

আর এ জন্য আপনাকে প্রতি মাসে 1,027 Euro যা এক বছরে 12,324 Euro Bank Statement দেখানো লাগবে। সাথে রিটার্ণ টিকেট।

Germany Opportunity Card এর সুবিধা

Opportunity Card এর অনেক গুলো সুবিধা রয়েছে এর মধ্যে সবথেকে বড় সুবিধা হলো বর্তমানে জার্মানিতে প্রবেশ করা খুব কঠিন কিন্তু আপনি যদি Opportunity Card টি পেয়ে যান তাহলে নিন্মেক্ত সুবিধাগুলো আপনি পাবেন।

  1. খুব দ্রুত জার্মানিতে প্রবেশ করতে পারবেন।
  2. সহজেই জার্মানিতে আসতে পারবেন।
  3. স্থায়ীভাবে বসবাসের নিশ্চয়তা অনেক বেড়ে যাবে। অর্থাৎ আপনি Permanent Residence (PR) এর জন্য আবেদন করতে পারবেন।
  4. যথেষ্ঠ পরিমানে উপার্জন করতে পারবেন।
  5. স্থায়ীভাবে জব বা ফুলটাইম জবের সুযোগ খুব বেশি।
  6. জার্মানি ওয়ার্ক পারমিট পাওয়াটা আপনারা জন্য সুরক্ষা কবজের মতো।
  7. প্রতি সপ্তাহে আপনি 20 Hours এর মতো কাজ করতে পারবেন।

How to Apply Germany Opportunity Card

জার্মানি অপরচুনিটি কার্ডের জন্য আপনারা বাংলাদেশ থেকে সরাসরি আবেদন করতে পারবেন না। এই ক্ষেত্রে আপনারা জার্মান এম্বাসির সাহায্য নিয়ে আবেদন সম্পন্ন করতে পারেন।

আমি আপনাদের আবেদন ফরমের লিংকটি দিয়ে দিচ্ছি।

সবশেষ কথা

সবথেকে বড় সুবিধা হলো আপনি যদি আপনার মন মতো কোনো একটি জব পেয়ে যান এবং সেখানে আলোচনা সাপেক্ষে যদি ফুল টাইম জবের জন্য ওয়ার্ক পারমিট ম্যানেজ করতে পারেন, সেক্ষেত্রে আপনি জার্মানি সরকারি নিয়মানুযায়ি আপনার জবটি স্থায়ী করতে পারবেন।

এবং সেক্ষেত্রে আপনি এখানে স্থায়ীভাবে বসবাসের জন্য আবেদন করে এখানে থেকে যেতে পারবেন। কারণ, এই অপরচুনিটি কাডের উদ্দ্যেশ্য হলো আপনাকে এখানে Permanent করা।

আরো পড়ুনঃ সরকারিভাবে জার্মানি যাওয়ার সুযোগ

আরো পড়ুনঃ জার্মানিতে উচ্চ বেতনের ১০টি চাকরি

FAQ – Frequently Asked Questions

জার্মান অপরচুনিটি কার্ড নিয়ে কি পার্ট টাইম জব করা যাবে?

হ্যা আপনি Germany Opportunity Card নিয়ে জার্মানিতে আসলে সপ্তাহে 20 ঘন্টা কাজ করতে পারবেন।

Germany Opportunity Card এর সুবিধা গুলো কি কি?

সবথেকে বড় সুবিধা হলো আপনি Opportunity Card টি ১ বছরের জন্য পাচ্ছেন এবং এই এক বছর ওয়ার্ক পারমিট ম্যানেজ করার পাশাপাশি পার্ট টাইম জব করারও সুযোগ পাচ্ছেন।

জার্মানি অপরচুনিটি কার্ড এর জন্য Bank Statement কত লাগবে?

জার্মানি অপরচুনিটি কার্ডের জন্য আপনাকে প্রতি মাসে 1,027 Euro যা এক বছরে 12,324 Euro Bank Statement দেখানো লাগবে। সাথে রিটার্ণ টিকেট।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *