বাংলাদেশে গ্রীসের ভিসাকেন্দ্র চালু
| |

বাংলাদেশে গ্রিসের ভিসাকেন্দ্র চালু। ঠিকানা এবং আবেদন প্রক্রিয়া।

বাংলাদেশে গ্রিসের ভিসাকেন্দ্র চালু হলো অবশেষে। এখন থেকে আর ভারতে যেতে হবেনা বাংলাদেশীদের। ঢাকা থেকে আপনারা এখন গ্রীসের ভিসা পাবেন।

ঢাকায় গ্রিসের ভিসা চালু হওয়ার পূর্বে পাশের দেশ ভারত গিয়ে আমাদের গ্রিসের দূতাবাসে ভিসার জন্য আবেদন করতে হতো, যেটা ছিল খুবই সময় সাপেক্ষ এবং অতিরিক্ত খরচও বটে।

তবে বাংলাদেশে গ্রিসের ভিসাকেন্দ্র চালু হওয়ায় এখন সেই ভোগান্তির দিন শেষ আপনি এখন নিজের দেশ ঢাকা থেকেই গ্রীসের ভিসার জন্য আবেদন করে বায়োমেট্রিক নিবন্ধন করতে পারবেন।

গ্রিস সম্পর্কে কিছু কথা

আমরা সবাই জানি গ্রিস ইউরোপের একটি দেশ এবং এটি সেনজেন ভুক্ত। তাই সেনজেন ভুক্ত হওয়ার কারণে আমরা গ্রিসে ওয়ার্ক পারমিট এ গেলেও অন্যান্য সেনজেন ভুক্ত দেশগুলোতে ভ্রমণ তথা কাজের জন্য আবেদন করতে পারবো।

গ্রিসের রাজধানীর নাম এথেন্স। দেশটির সরকারি ভাসা গ্রিক ভাষা। গ্রিসের মোট আয়তন প্রায় ১,৩১,৯৮০ বর্গ কিমি এবং ২০২১ সালের আদমশুমারি অনুযায়ি গ্রিসের মোট জনসংখ্যা প্রায় ১০,৪,৩২,৪৮১।

ইউরোপের সেনজেন ভুক্ত দেশের তালিকা দেখতে আর্টিকেলটি পড়ে আসতে পারেন।

ঢাকায় গ্রীসের ভিসাকেন্দ্রের ঠিকানা

গ্রীসের ভিসা আবেদনের জন্য ঢাকার বোরাক মেহনুর টাওয়ার এর ৮ম তলা, 51/B, কামাল আতাতুর্ক অ্যাভিনিউ। আপনারা গুগল ম্যাপে লোকেশন দিয়ে সার্চ দিলেই লোকেশন পেয়ে যাবেন ইনশাআল্লাহ।

কিভাবে আবেদন করবেন

VFS Global জয়েন্ট ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে (JVAC) গ্রিসের ভিসা আবেদন জমা দিতে পারবেন এবং একই সাথে বায়োমেট্রিক নিবন্ধন করতে হবে। তার আগে আপনাকে অবশ্যই অনলাইনে Appointment নিতে হবে।

অনলাইনে Appointment নেয়ার জন্য Global Visa Center (GVC) লিংকিটিতে গিয়ে আপনারা ফরমটি পুরণ করে নিবেন। VAC থেকে অনলাইনে আবেদন হল একটি নিরাপদ পদ্ধতি যা আপনাকে গ্রীসের ভিসা আবেদন কেন্দ্রে আপনার সময়কে বাঁচাতে সাহায্য করবে।

VAC কঠোরভাবে সেনজেন ভিসার standard অনুসরন করে ফরমটি তৈরী করেছে। ফরমে উল্লেখিত আপনার ব্যক্তিগত ক্ষেত্রে প্রযোজ্য সমস্ত বিষয়াদি পূরণ করতে হবে।

রাষ্ট্রদূত জানান, VFS Global এর সঙ্গে যৌথভাবে গ্রিসের কূটনৈতিক ও বহিরাগত সেবা প্রদানকারী প্রতিষ্ঠান কনস্যুলার কর্তৃপক্ষের Grece Visa World Center (GVCW) ঢাকাতে ডেডিকেটেড ভিসা কেন্দ্রে চালু করে।

কি কি ভিসায় আবেদন করা যাবে

ইতিমধ্যেই আপনারা জেনেছেন ঢাকা থেকে গ্রিসের ভিসা আবেদন করা যাবে। এবার আসুন জানি কি কি ভিসার জন্য আবেদন করতে পারবেন।

  • কাজের ভিসা বা গ্রিস ওয়ার্ক পারমিট ভিসা
  • গ্রিস টুরিস্ট ভিসা
  • গ্রিস এডুকেশন ভিসা
  • গ্রিস ব্যবসায়িক ভিসা আবেদন ইত্যাদি।

সবশেষ কথা

উপরোক্ত আলোচনায় আপনারা নিশ্চয় বুঝতে পেরেছেন যে এখন থেকে আমাদের আর ভারতে গিয়ে গ্রিসের ভিসার জন্য আবেদন করা লাগবেনা।

বাংলাদেশ থেকে ঘরে বসে অনলাইনে Appointment নিয়ে বোরাক মেহনুর টাওয়ার এ ভিসা আবেদন এবং বায়োমেট্রিক নিবন্ধন করা যাবে।

আমার কিছু কথা

তথ্যগুলি আপনার উপকারে এসে থাকলে দয়াকরে পেজটি শেয়ার করে দিবেন। বিনীত অনুরোধ রইলো। এতে অনেকের উপকার হবে। তারা সঠিক তথ্যের জন্য হয়রানি হবেনা।

আমি বিশ্বের বিভিন্ন দেশের ভিসা নিয়ে লিখি আপনাদের জন্য। চেষ্টা করি শতভাগ সঠিক তথ্য দেয়ার। ভুল ত্রুটি সবারই হয়, আমিও মানুষ আমারও ভুল ভ্রান্তি থাকবে দয়া করে সেগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাবেন ইনশাল্লাহ আমরা উত্তর দেয়ার চেষ্টা করবো।

সকল ধরনের ভিসার তথ্য পেতে আমার ফেসবুক পেজটি লাইক করে রাখুন।

Facebook page link: Article Motion

Similar Posts

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *