ইউরোপের ৭টি দেশে উচ্চ শিক্ষা ৪.৫ থেকে ৭ লাখ টাকা
ইউরোপের ৭টি দেশে উচ্চ শিক্ষা নিতে পারবেন এখন মাত্র ৫ থেকে ৭ লক্ষ টাকার মাধ্যমে। দেশগুলো খুবই পরিচিত এবং সুনামধন্য।
আস্সালামু ওয়ালাইকুম।
ইউরোপের অনেক দেশ আছে যেখানে নাম মাত্র খরচে আপনারা উচ্চ শিক্ষা গ্রহণ করতে পারবেন। থাকবেনা IELTS এর বড় কোন স্কোরের চাপ।
অর্থাৎ IELTS এর প্রয়োজনীয়তা খুবই কম তাছাড়া এদের মধ্যে কয়েকটি দেশে IELTS প্রয়োজন নেই বললেই চলে।
আজ আমরা সেই দেশগুলো সম্পর্কে জানবো যেখানে আমরা ৭ থেকে ৮ টি দেশ নিয়ে আলোচনা করবো। এবং কোন দেশের টিউশন ফি কত তাও জানবো।
মূলত আজকের আলোচনাটি হবে টিউশন ফি এবং IELTS এর উপর। থাকার খরচ কত সেটা আপনারা খোজ খবর নিয়ে জেনে নিবেন।
তবে আপনারা যদি চান তাহলে আমি কোন দেশের Living Cost কত টাকা সেটা নিয়েও একটি আর্টিকেল নিয়ে আসবো ইনশাআল্লাহ।
ইউরোপের ৭ টি দেশে উচ্চশিক্ষা মাত্র ৫ লাখ টাকায়
১। স্পেনে টিউশন ফি কত – Tuition fee in Spain
Bachelor Degree এর জন্য Spain প্রতি বছর € 750 থেকে শুরু করে € 2500 পর্যন্ত হয়ে থাকে।
যা বাংলাদেশী টাকায় প্রায় ৯০ হাজার টাকা থেকে শুরু করে প্রায় ৩ লাখ টাকার মতো হয়ে থাকে।
মাস্টার্সের জন্য € 1000 থেকে € 3500 পর্যন্ত হয়ে থাকে যা বাংলাদেশী টাকায় প্রায় ১ লাখ ২০ হাজার টাকা থেকে শুরু করে প্রায় ৪ লাখ টাকার মতো হতে পারে।
তবে IELTS গড়ে 6.5 লাগবে।
২। হাঙ্গেরীতে টিউশন ফি কত – Tuition fee in Hungary
হাঙ্গেরীর সরকারী ওয়েবসাইটে তথ্য অনুযায়ী তাদের সাবজেক্ট অনুসারে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ টিউশন ফি কত তা নিচে আলোচনা করা হলো।
How much is the tuition fee in Hungary?
- International Relations: € 600 – € 1000. যা বাংলাদেশী টাকায় প্রায় ৭০ হাজার থেকে ১ লাখ ২০ হাজার টাকা প্রতি সেমিস্টার।
- Business Administration: € 1200. যা বাংলাদেশী টাকায় গড়ে প্রায় ১ লাখ ৪০ হাজার টাকা প্রতি সেমিস্টার।
- Engineering: € 1600 – € 2500. যা বাংলাদেশী টাকায় প্রায় ১ লাখ ৮৮ হাজার থেকে ৩ লাখ টাকা প্রতি সেমিস্টার।
- Medicine and Dentistry: € 6000 – € 8000. যা বাংলাদেশী টাকায় প্রায় ৭ লাখ থেকে ৯ লাখ ৫০ হাজার টাকা প্রতি সেমিস্টার।
হাঙ্গেরীতে Average এ 5.5 IELTS স্কোর চায়। তবে এখানে IELTS স্কোর 5 থেকে 6.5 সর্বোচ্চ চেয়ে থাকে। তাছাড়া হাঙ্গেরীতে প্রচুর স্কলারশীপ দিয়ে থাকে।
Hungary এর গভর্ণমেন্ট স্টাডি পোর্টাল লিংক।
৩। ফ্রান্সে টিউশন ফি কত – Tuition fee in France
ফ্রান্স এ Program বা Subject অনুসারে সর্বনিম্ন € 2770 থেকে টিউশন ফি হয়ে থাকে।
How much is the tuition fee in France?
- Bachelor: € 2770. যা বাংলাদেশী টাকায় প্রায় ৩ লাখ ২৫ হাজার টাকা প্রতি বছর (Non European)।
- Master: € 3770. যা বাংলাদেশী টাকায় গড়ে প্রায় 4 লাখ ৪০ হাজার টাকা প্রতি বছর (Non European)।
- Doctorate: € 380. যা বাংলাদেশী টাকায় প্রায় 44 হাজার টাকা প্রতি বছর (Non European)
যাদের প্রথম ভাষা ইংরেজী না তাদের জন্য English Proficiency Exam দেয়া লাগবে, কারণ আমাদের প্রথম ভাষা বাংলা।
তবে Student Visa এর জন্য IELTS এর প্রয়োজনীয়তা নির্দিষ্ট করে কিছু বলেনি।
France এর গভর্ণমেন্ট স্টাডি পোর্টাল লিংক।
৪। চেক রিপাবলিকে টিউশন ফি কত – Tuition fee in Czech Republic
চেক রিপাবলিকে প্রতি বছর অনেক Student পড়াশুনা করতে যান। তাছাড়া চেক রিপাবলিকে স্কলারশীপ পাওয়াটা তুলনা মূলকভাবে কিছুটা সহজ।
তাছাড়া টিউশন ফি এর ক্ষেত্রেও নির্দিষ্ট পরিমান একটি ছাড় পাওয়া যায়। IELTS নিয়ে তাদের কোনো Specific Requirements নেই।
How much is the tuition fee in Czech Republic?
চেক রিপাবলিকে Business Administration, Engineering ইত্যদি সাবজেক্ট অনুসারে সর্বনিম্ন € 2550 থেকে সর্বোচ্চ € 7650 টিউশন ফি হয়ে থাকে।
যা বাংলাদেশী টাকায় প্রায় ৩ লাখ টাকা থেকে শুরু করে ৯ লাখ টাক পর্যন্ত হয়ে থাকে। তবে এটি কিন্তু এক বছরের টিউশন ফি, সেমিস্টার হিসেব করলে ৬ মাসে এটি অর্ধেক হবে।
Czech Republic এর গভর্ণমেন্ট স্টাডি পোর্টাল লিংক।
৫। ইতালি টিউশন ফি কত – Tuition fee in Italy
ইতালিতে পড়াশুনা করতে আসা আমার কাছে কিছুটা সহজ মনে হয় কারণ, ইতালির এম্বাসী বাংলাদেশীতে রয়েছে, তাই ইন্ডিয়া যাওয়ার প্রয়োজন হবে না।
ইতালির অধিকাংশ ইউনিভার্সিটিতে অধিকাংশ সাবজেক্ট এর জন্য টিউশন ফি দেয়ার প্রয়োজন হয় না, টিউশন ফি ছাড় পাওয়া যায়।
তাছাড়া ইতালিতে সহজেই স্কলারশীপ পাওয়া যায়।
ইতালিতে পাবলিক ইউনিভার্সিটিতে গড়ে € 500 থেকে € 5000 ইউরো বেতন হয়ে থাকে। তাছাড়া একটি চমৎকার সুবিধা হলো টিউশন আগে দেয়া লাগেনা।
তাছাড়া মাস্টার্সে MOI দিয়েই আবেদন করা যায়।
Italy এর গভর্ণমেন্ট স্টাডি পোর্টাল লিংক।
আরো পড়ুনঃ ইতালিতে কোন কাজে কত বেতন
আরো পড়ুনঃ ইতালি যাওয়ার উপায়। যে কোনো দেশ থেকে
৬। পোল্যান্ডে টিউশন ফি কত – Tuition fee in Poland
Poland এ IELTS এর প্রয়োজনীয়তা নিশ্চিতভাবে নাই তবে কিছু ইউনিভার্সিটি আছে যারা কিছু নির্দিষ্ট সাবজেক্ট এর জন্য IELTS বাধ্যতামূলক করেছেন।
অন্যথায় মাস্টার্সে MOI দিয়েই আবেদন করা যায়। তাছাড়া আপনারা পূর্ববর্তী পড়াশুনা যদি ইংরেজী হয়ে থাকে তাহলে আলাদা করে কোনো English Proficiency Exam দেয়া লাগেনা।
How much is the tuition fee in Poland?
পোল্যান্ডে সাবজেক্ট অনুসারে সর্বনিম্ন 2550 PLN থেকে সর্বোচ্চ 8000 PLN টিউশন ফি হয়ে থাকে।
যা বাংলাদেশী টাকায় ৭০ হাজার টাকা থেকে শুরু করে ২ লাখ ২০ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে।
যারা বাংলাদেশ থেকে ডিপ্লোমা করেছেন বা ইঞ্জিনিয়ারীং করেছেন তারা কিন্তু Graduation, Under Graduation or Post Graduation এর জন্য আবেদন করতে পারেন।
Poland এর গভর্ণমেন্ট স্টাডি পোর্টাল লিংক।
আরো পড়ুনঃ পোল্যান্ড ওয়ার্ক পারমিট ভিসা ঘরে বসে আবেদন।
আরো পড়ুনঃ সৌদি আরব থেকে পোল্যান্ড কিভাবে যাবেন
আরো পড়ুনঃ পোল্যান্ড ওয়ার্ক ভিসা কোম্পানীতে আবেদন, বেতন এবং খরচ
৭। লিথুনিয়া টিউশন ফি কত – Tuition fee in Lithunia
লিথুনিয়াতে সাবজেক্ট অনুসারে সর্বনিম্ন এবং সর্বোচ্চ টিউশন ফি কত হয়ে থাকে তা নিচে আলোচনা করা হলো।
- Bachelor: € 1300. যা বাংলাদেশী টাকায় প্রায় ১ লাখ ৫৫ হাজার টাকা প্রতি বছর (Non European)।
- Master: € 2300. যা বাংলাদেশী টাকায় গড়ে প্রায় ২ লাখ ৭০ হাজার টাকা প্রতি বছর (Non European)।
- PhD: € 8400. যা বাংলাদেশী টাকায় প্রায় ১০ লাখ টাকা প্রতি বছর (Non European)।
লিথুনিয়াতে অধিকাংশ ইউনিভার্সিটি MOI গ্রহণ করে। তবে ইউনিভার্সিটি এবং সাবজেক্ট অনুযায়ী গড়ে IELTS 5 লাগবে।
Lithunia এর গভর্ণমেন্ট স্টাডি পোর্টাল লিংক।
আরো পড়ুনঃ লিথুনিয়া ওয়ার্ক পারমিট ভিসা – Lithuania Work Permit Visa