ইতালি কৃষি ভিসা। বেতন এবং কাজ - ২০২৩
| |

ইতালি কৃষি ভিসা। বেতন এবং কাজ

ইতালি কৃষি ভিসাItaly Agriculture Visa । ইতালি এখন আমাদের সবার কাছে একটি সম্ভাবনার দেশ। এদেশে রয়েছে যেমন উন্নত জীবন ধারা তেমনি ভালো কাজ এবং ভালো বেতনের সম্ভাবনা।

আপনারা ইতালি কৃষি ভিসা আসার সাথে সাথে যে কোম্পানীর অধিনে কৃষি ভিসার আবেদন জমা হয়েছে সেই কোম্পানীতে যোগাযোগ করবেন।

অন্যথায় আপনাকে যদি আপনার কোম্পানীর কতৃপক্ষ খুজে না পায় বা আপনি তার সাথে যোগাযোগ না করেন সে আপনার দায়িত্ব প্রত্যাখ্যান করতে পারে। এবং আপনি অবৈধ হয়ে যাবেন।

আজকে আমরা আলোচনা করবো ইতালি কৃষি ভিসা নিয়ে। আলোচ্য বিষয়গুলো নিচে হাইলাইট করা হলো।

  • ইতালি কৃষি কাজে বেতন কত?
  • ইতালি কৃষি কাজে ঘন্টায় বেতন কত?
  • ইতালি কৃষি কাজে দৈনিক বেতন কত?
  • ইতালি কৃষি কাজে মাসিক বেতন কত?
  • ইতালি কৃষি কাজের পরিবেশ
  • ইতালি কৃষি কাজ গুলো কি কি?

ইতালি কৃষি কাজের বেতন কত এবং কাজের ধাপ কয়টি

ইতালি কৃষি ভিসা বা ইতালি কৃষি কাজে বেতন কত এবং কি কি কাজ করতে হয়। আমরা বিস্তারিত ভাবে এ বিষয় নিয়ে আলোচনা করবো যেন সঠিক তথ্যগুলো জানতে পারেন। এবং সেই তথ্য অনুসারে সুষ্ঠভাবে কাজ শুরু করতে পারেন।

ইতালি কৃষি কাজের বেতন কত

নির্দিষ্ট করে বলা যাবেনা তবে একটি আনুমানিক ধারনা অনুসারে ইতালিতে কৃষি কাজের নুন্যতম বেতন 2054 EUR অভিজ্ঞদের জন্য। বিস্তারিত জানতে আর্টিকেলটি পড়ুন।

এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে ইতালিতে সর্বনিম্ন বেতন কত? এবং ইতালিতে সর্বোচ্চ বেতন কত? আপনারা নিচের নিবন্ধগুলো পড়লে আশাকরি আপনাদের উত্তর পেয়ে যাবেন।

ইতালিতে কৃষি কাজে বেতন ৩টি ধাপে প্রদান করা হয়ে থাকে।

ইতালি কৃষি কাজে ঘন্টায় বেতন কত

ইতালিতে কৃষি কাজে ঘন্টায় বেতন হবে সর্বনিম্ন ৬ ইউরো (6 EUR) এবং সর্বোচ্চ ১২ ইউরো 12 EUR। এই বেতন গুলো নির্ভর করে আপনার অভিজ্ঞতার উপরে।

আপনি যদি কোনো কাজ না জানেন তাহলে আপনার বেতন সর্বনিম্ন ৬ ইউরো হবে। আর যদি আপনি অভিজ্ঞ হন তাহলে আপনার বেতন সর্বোচ্চ ১২ ইউরো হবে।

ইতালি কৃষি কাজে দৈনিক বেতন কত

ইতালি কৃষি ভিসা আসার পর কৃষি কাজে যাদেরকে দৈনিক বেতন প্রদান করা হয় তাদের সর্বনিম্ন বেতন হবে ৫০ ইউরো (50 EUR) এবং সর্বোচ্চ ৭০ ইউরো 70 EUR।

এই দৈনিক বেতন আপনি আপনার অভিজ্ঞতার উপরই পেয়ে থাকবেন। 2022 – 2025 সালের গভেষণা সমীকরণ অনুযায়ী যাদের অভিজ্ঞতা নেই তাদের দৈনিক সর্বনিম্ন বেতন হবে 60.16 EUR এবং অভিজ্ঞদের 69.43 EUR।

ইতালি কৃষি কাজে মাসিক বেতন কত

2022 – 2025 সালের গভেষণা সমীকরণ অনুযায়ী যাদের অভিজ্ঞতা নেই তাদের মাসিক সর্বনিম্ন বেতন হবে 786 EUR এবং অভিজ্ঞদের 2054 EUR।

কৃষি কাজের পেশায় যে চুক্তিটি করা থাকে সেখানে উল্লেখ করা থাকে সপ্তাহে ৬ দিন কাজ করতে হবে, দৈনিক ৬ ঘন্টা ৩০ মিনিট বা সাড়ে ৬ ঘন্টা কাজ আর যা সপ্তাহ হিসেবে ৩৯ ঘন্টা কাজ করতে হবে।

কিন্তু বাস্তবিকাভাবে চুক্তি অনুযায়ী সময়সীমা মেনে কাজ হয় না। কোনো কৃষি কাজ শুরু হয় ভোর ৫ টা বা ৬ টায় এবং শেষ হয়ে সন্ধ্যা ৫ টা বা ৬ টায়। অর্থাৎ ১২ থেকে ১৩ ঘন্টা কাজ করতে হয়।

কিন্তু তারা আপনাকে ঘন্টা হিসেবে বেতন দিবে না। দৈনিক হিসেবে আপানাকে বেতন দিবে। তবে অনেকে ঘন্টা হিসেবেও দিয়ে থাকে, সেটা খুবই কম কোম্পানী প্রদান করে।

একটা কথা আবারো বলছি এই বেতন গুলো নির্ভর করে আপনার অভিজ্ঞতার উপর। তাই এই আর্টিকেলটি পড়ার পর আশাকরি আপনারা অবশ্যই কাজগুলো মনোযোগ দিয়ে শিখার চেষ্টা করবেন।

ইতালি কৃষি কাজের পরিবেশ

ইতালির উত্তর অঞ্চলে আবাদ বা উৎপাদন করা হয় শষ্য, সয়াবিন, মাংস এবং সয়াবিন ইত্যাদি। এবং দক্ষিন অঞ্চলের দিকে আবাদ বা উৎপাদন হয়ে থাকে ফল, সবজি, জলপাই তেল, গম জাতীয় শষ্য ইত্যাদি।

তবে ইতালির লাতিনা শহরে চাষ হচ্ছে অনেক বাংলাদেশী সবজি। লাতিনা শহরে অনেক বাংলাদেশী আছেন যারা জমি লিজে কিংবা কিনে সবজি চাষ করছেন। এখানে সম্ভাবনা বা কর্মসংস্থানের অনেক সুযোগ থাকলেও কর্মীর অভাব রয়েছে।

বাংলাদেশী প্রায় সব ধরনের সবজির চাষ হয় এখানে আর দাম তুলনা মূলকভাবে কম হওয়ার এর চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ইতালিতে চাষ হওয়া এই বাংলাদেশেী সবজি ইতালি, ইউরোপ সহ বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে।

ইতালি যারা কৃষি কাজ করে তাদের থাকা এবং খাওয়া অধিকাংশ সময়ই তাদের কোম্পানী ব্যবস্থা করে থাকেন।

নতুন অবস্থায় অর্থাৎ আপনি যদি কাজ না জানেন প্রথম অবস্থায় আপনাকে মাঠে কাজ করতে হবে। অনেকে হয়তো মনে করেন ইতালি উন্নত শহর তাই কষ্ট খুবই কম। হ্যা এটা সত্য কিন্তু সেটা সেক্টর অনুযায়ী।

ইতালি কৃষি কাজ গুলো কি কি

ইতালিতে কৃষি কাজের ধরন সাধারনত ৫টি। তাই বলে যে কৃষি কাজের ধরন আর নেই তা কিন্তু নয়।

বীজ বপন বা পরিচর্যা

ফসল উৎপাদনের প্রাইমারী স্টেপ। কৃষি কাজ গুলো মৌসুমের শুরুতে বীজ বপন বা পরিচর্যার কাজ গুলো করতে হয়। এবং এটি ফসল পরিপক্ক না হওয়া পর্যন্ত করা লাগতে পারে।

পরিচর্যা হিসেবে আপনাকে বীজ বপন, পানি দেওয়া, আগাছা পরিষ্কার বা নিরানি দেয়া ইত্যাদি কাজ গুলো করা লাগে। এই কাজগুলো একটু কষ্টের হয়ে থাকে কারণ তীব্র রোদে কাজ গুলো করতে হয়।

ফসল কাটা বা হার্ভেস্টিং

এই ধরনের কাজে মূলত ফল বা সবজি সমূহ সংগ্রহ করাকে বুঝায়। যেমনঃ আঙ্গুর, আপেল, মাল্টা, কমলা, টমেটো, ক্যাপ্সিক্যাম, কাচা মরিচ ইত্যাদি ফল সমূহ গাছ থেকে সংগ্রহ করতে হয়।

বাছাইকরণ

ফসল কাটার পর আপনাকে উন্নত জাতের সবজি বা ফল সমূহ বাছাই করে আলাদা করে রাখতে হবে। যে সমস্ত সবজি বা ফল সমূহে সমস্যা তা আলাদা করে ভালো সবজি বা ফল গুলো বাছাই করে তা সাজিয়ে প্রক্রিয়াজাত করতে হয়।

ধৌতকরণ বা প্রক্রিয়াজাতকরণ

কিছু সবজি বা ফল থাকে যেগুলো ধুয়ে পরিষ্কার করতে হয় আবার কিছু সবজি বা ফল ধৌতকরণ ছাড়াই প্রক্রিয়াজাত করা হয়।

প্যাকীং

প্রোডাক্ট প্রক্রিয়াজাত করার পর তা প্যাকিং করতে হয়। আর এই প্যাকিং এর কাজ গুলো একমাত্র অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের দিয়েই করানো হয়।

ইতালি ভাষা যারা ভালো জানের এবং অভিজ্ঞতা মূলত এই দুটিই যাদের আছে তারাই কেবল এই ধরনের প্যাকিং এর জবগুলো করতে পারেন। ফসলের গুণগত মান এবং কোম্পানীর সুনাম অক্ষত রাখার জন্যই মূলত অভিজ্ঞ ব্যক্তিদের দিয়ে এই পদে কাজ করানো হয়।

গুরুত্বপূর্ণ তথ্য

একটা বিষয় আপনাদের অবশ্যই বলতে চাই। দয়াকরে আপনারা যারা ইতালিতে আসবেন তারা অবশ্যই আপনাদের কোম্পানীর বসের সাথে রিলেশনাটা ভালো রাখবেন।

তাহলে আপনার কাজের মেয়াদ শেষ হওয়ার পরও একটি সম্ভাবনা থাকে আপনার কাজের মেয়াদ বাড়ানোর। আপনার বস চাইলে সরকারের কাছে আপনার কাজের মেয়াদ বাড়ানোর পূণরায় সুপারিশ করতে পারবে।

আপনি অবৈধ হয়ে গেলে কিভাবে বৈধ হওয়ার জন্য আবেদন করতে হয় তা আলোচনা করনো। আপনি অবৈধ হওয়ার পর ২টি উপায়ে বৈধ হতে পারবেন।

প্রথম উপায়ঃ টি হলো সানাদরিয়া। ইতালির ভেতরে যারা অবৈধ আছেন তারা এই সানাদরিয়ায় বৈধ হওয়ার জন্য আবেদন করতে পারবেন।

দ্বিতীয় উপায়ঃ আপনি ইতালিতে আজাইলাম কেস করে বৈধ হওয়ার সুযোগ নিতে পারেন। আজাইলাম বলতে আশ্রয়প্রার্থী অথবা আশ্রয় সরনার্থী, যে যেটা বলেন।

সর্বশেষ কথা

অবশেষে একটা কথা বলবো আপনারা অবশ্যই ইতালির ভাষা শিখার চেষ্টা করবেন। কারণ ইতালির ভাষা জানা থাকলে আপনার জন্য কাজ পাওয়াটা খুবই সহজ হয়ে যাবে। এবং আপনার পদন্নোতি দ্রুত হবে।

ইতালি নিয়ে আরও যদি কোনো কন্টেন্ট চান তাহলে আমাদের কমেন্ট করে যানাবেন। আমরা অবশ্যই সঠিক তথ্যটিই আপনাদের দেয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ।

মাধ্যম ছাড়া ইতালিতে যাওয়াটা খুবই কষ্টের যদি আপনার সঠিক কোনো মাধ্যম না থাকে তাহলে আপনি ভিএফএস গ্লোবাল এর সাথে যোগাযোগ করতে পারেন।

বিশ্বের সকল দেশেই VFS GLOBAL এই এজেন্সি থেকে ফাইল জমা দেয়া যায় আপনারা চাইলে এই লিংকে ক্লিক করে আপনি যে দেশে থাকেন সেই দেশ এবং কোন দেশে যাবেন সেই দেশ সিলেক্ট করে তাদের সাথে যোগাযোগ করতে পারবেন।

আরো পড়ুন

আমার কিছু কথা

তথ্যগুলি আপনার উপকারে এসে থাকলে দয়াকরে পেজটি শেয়ার করে দিবেন। বিনীত অনুরোধ রইলো। এতে অনেকের উপকার হবে। তারা সঠিক তথ্যের জন্য হয়রানি হবেনা।

আমি বিশ্বের বিভিন্ন দেশের ভিসা নিয়ে লিখি আপনাদের জন্য। চেষ্টা করি শতভাগ সঠিক তথ্য দেয়ার ভুল ত্রুটি সবারই হয়। আমিও মানুষ আমারও ভুল ভ্রান্তি থাকবে দয়া করে সেগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাবেন ইনশাল্লাহ আমরা উত্তর দেয়ার চেষ্টা করবো।

সকল ধরনের ভিসার তথ্য পেতে আমার ফেসবুক পেজটি লাইক করে রাখুন।

Facebook page link: Article Motion

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *