পোল্যান্ড ওয়ার্ক ভিসা কোম্পানীতে আবেদন, বেতন এবং খরচ
পোল্যান্ড ওয়ার্ক ভিসা দালাল ছাড়া কিভাবে আবেদন করবেন, খরচ কত হবে এবং পোল্যান্ডে কত টাকা ইনকাম করা যায় ইত্যাদি।
পোল্যান্ড ওয়ার্ক পারমিট ভিসা বা পোল্যান্ড জব ভিসা – Poland Work Permit Visa or Poland Job Visa
পোল্যান্ড ইউরোপের একটি উন্নত দেশ এতে কোনো সন্দেহ নেই। এই দেশের চলাফেরা, মানুষের আচার ব্যবহার খুবই সভ্য।
জার্মানি, ইতালির, বা স্পেনের মতোই পোল্যান্ড খুবই উন্নত যদিও তারা খুব উচ্চ বেতন প্রদান করেনা তবে খুব একটা খারাপ না।
তারা একজন কর্মীকে যে বেতন প্রদান করে তা অন্যান্য ইউরোপের দেশের তুলনায় বেশ ভালো। পোল্যান্ডে যেতে কত টাকা খরচ হয় কিভাবে আবেদন করবেন বেতন কত ইত্যাদি নিয়ে আলোচনা করবো।
পোল্যান্ড সম্পর্কে কিছু তথ্য
পোল্যান্ড বিশ্বের অন্যান্য দেশের মতোই একটি ফার্মিং রিলেটেড দেশ। এদেশেও প্রচুর কৃষি আবাদ হয়। যার ফলে এগ্রিকালচার সেক্টরে কাজের ব্যাপক সুযোগ সৃষ্টি হচ্ছে।
আপনি যে সকল পদে পোল্যান্ডে কৃষি সেক্টরে জব করতে পারবেন।
- শষ্য আবাদ করা
- শষ্যের ক্ষেতে কাজ করা
- ক্ষেত থেকে তাদের ফ্যাক্টরিতে শষ্য পরিবহনের কাজ
- ফুড পিকারঃ ফল বা সবজি পাড়ার কাজ
- ফুড প্যাকারঃ ফল বা সবজি প্যাকিং করার কাজ
- ইন্টারনাল ফ্যাক্টরি পরিবহন ড্রাইভার
- হেভি ড্রাইভারঃ দুরে বা কাছে পন্য ডেলিভারি ড্রাইভার
- ফ্যাক্টরি কোয়ালিটি কন্ট্রোলার
- ফ্যাক্টরি সুপার ভাইজার
- ফ্যাক্টরি ম্যানেজার
- ইত্যাদি।
পোল্যান্ড ওয়ার্ক ভিসা আবেদন
পোল্যান্ডে ওয়ার্ক ভিসা আবেদনের জন্য অনেক মাধ্যম আছে। যেমন দালালের মাধ্যমে, এজেন্সির মাধ্যমে এবং সরকারিভাবে নিজে নিজে আবেদন করতে পারবেন।
আর একটি বিষয় হলো আপনি সরাসরি অনলাইন থেকে পোল্যান্ডের বিভিন্ন কোম্পানীর ওয়েবসাইটগুলো খুজে বের করে সেখান থেকে তাদের কন্টাক্ট ফরম বা ইমেইলের মাধ্যমে আবেদন করতে পারবেন।
দালালের মাধ্যমে কিভাবে আবেদন করা যায় আশাকরি সেটা আপনাদের আর বুঝিয়ে বলতে হবেনা। শুধু একটা কথা স্পষ্ট বলতে চাই দালাল থেকে দুরে থাকুন।
এজেন্সির মাধ্যমে আবেদন করার উপায় দুই ধরনের
১। বাংলাদেশ থেকে বা আপনি যে দেশে আছেন সে দেশ থেকে অর্থাৎ আপনি যদি বিশ্বের অন্য কোনো দেশে থাকেন।
সেদেশের অনেক এজেন্সি আছে যারা আপনার জন্য পোল্যান্ডের ভিসার জন্য আবেদন করে দিবে।
২। পোল্যান্ড এজেন্সির মাধ্যমে আপনি আবেদন করতে পারবেন। আপনার যদি পোল্যান্ডে কোনো পরিচিত আত্নীয়-স্বজন থেকে থাকে তাহলে তাদের মাধ্যমে।
অর্থাৎ তারা আপনার হয়ে এজেন্সির সাথে যোগাযোগ করে ওয়ার্ক পারমিটের জন্য বিভিন্ন কোম্পানিতে আবেদন করে দিবে।
অথবা আপনি অনলাইনের মাধ্যমে পোল্যান্ডের এজেন্সির সাথে যোগাযোগ করে ব্যাবস্থা নিতে পারবেন।
কোম্পানীতে সরাসরি আবেদন প্রক্রিয়া
সরাসরি কিভাবে কোম্পানীতে কিভাবে আবেদন করবেন আজ আমি এই প্রক্রিয়াটি আপনাদের দেখাবো। আপনি যদি ইন্টারনেট সম্পর্কে মোটামুটি জানেন।
অথবা গুগল সার্চের মতো আপনার মোটামুটি অভিজ্ঞতা থাকে তাহলে বিশ্বাস করুন আপনি শুধু পোল্যান্ড নয় যে কোনো দেশের কোম্পানী ওয়েবসাইটগুলো খুব সহজেই বের করতে পারবেন।
Poland Govt Immigration Website link টি ভিজিট করুন। প্রয়োজনীয় তথ্যের জন্য ওয়েবাসাইটে গিয়ে সার্চ করুন।
কিভাবে কোম্পানী খুজে বের করবেন
- আপনি প্রথমে আপনার ব্রাউজার থেকে গুগল ওপেন করবেন।
- সার্চবারে লিখুন Poland International Company, Poland agriculture website lists etc. অর্থাৎ আপনি ক্যাটাগরী অনুযায়ী গুগল সার্চ করবেন।
- অনেক ধরনের লিষ্ট পাবেন সেখান থেকে সঠিক ওয়েবসাইটটি বেছে নিবেন।
- অনেক সময় উইকিপিডিয়াও আসবে সেখানেও কোম্পানি লিষ্টগুলো দেয়া থাকবে।
- তবে একটি নিশ্চিত দিক নির্দেশনা দিয়ে দিচ্ছি সেটা হলো প্রতিটি ওয়েবসাইটের URL শেষে যে এক্সটেশনটি থাকবে তাতে pl লিখা থাকবে। যেমনঃ xyz.pl xyz.com.pl নিচের ইমেজটি দেখুন।
- pl ছাড়াও অনেক সময় শুধু .com ও থাকে।

নিচে আমি ২টি পোল্যান্ড এর কোম্পানী ওয়েবসাইটের লিংক দিচ্ছি যেগুলো আপনি ভিজিট করে দেখতে পারেন।
NordCoop এটি একটি শিপিং কোম্পানী যারা জাহাজ তৈরী করে। Infrastructure and construction এর কাজ করে। তাছাড়াও তাদের আরো বিজনেস আছে। বিস্তারিত জানতে সাইটে ভিজিট করুন।
DR GREEN এটি একটি এগ্রিকালচার কোম্পানী। বিস্তারিত জানতে এই ওয়েবসাইটটি ভিজিট করুন।
অনুরূপভাবে আপনি গুগল সার্চ করে বের করবেন।
পোল্যান্ড ওয়ার্ক ভিসা খরচ কত
ইউরোপের দেশ পোল্যান্ড যেখানে লাখ লাখ শ্রমিক কাজ করছে। কেউ বা অনেক বেশি টাকা প্রদান করে পোল্যান্ডে গিয়েছে কেউ বা নাম মাত্র খরচে পোল্যান্ডে গিয়েছে।
আপনি যদি সরকারি খরচ পোল্যান্ড যান তাহলে আমি বলবো আপনার খরচ সর্বোচ্চ ২০০,০০০/- টাকার মতো হতে পারে।
আর আপনি যদি ডিরেক্ট কোম্পানীর মাধ্যমে ওয়ার্ক পারমিট নিয়ে যান সেক্ষেত্রে আপনার ১০০,০০০/- থেকে ১৫০,০০০/- টাকা খরচ হতে পারে।
এতো কম কেন সেটা আপনার সবাই জানেন, কারণ হলো এখানে কোনো দালাল নাই যে আপনার থেকে আট থেকে দশ লাখ টাকা ভুলবাল বুঝিয়ে নিয়ে যাবে।
আপনি যদি নিজে নিজে আবেদন করেন তাহলে কোনো হয়রানির শিকারও হবেন না। শুধু পোল্যান্ড এ্যাম্বাসিতে গিয়ে সঠিক পরামর্শ নিয়ে আসুন।
অথবা সরকারিভাবে কিভাবে যাওয়া যায় সেটা বাংলাদেশ দুতাবাসের ওয়েবসাইটে গিয়ে খবর নিতে পারেন।
পোল্যান্ডে বেতন কত
পোল্যান্ডে সর্বনিম্ন বেতন ১২০,০০০/- টাকা থেকে সর্বোচ্চ বেতন ২৫০,০০০/- টাকা পর্যন্ত হতে পারে বা অনেক ক্ষেত্রে ৩০০,০০০/- টাকাও হয়।
বেতন এর পরিধিটা নির্ভর করে আপনার অভিজ্ঞতার উপর। তাছাড়া আপনি যে কোম্পানীতে জব করেন তার বেতনের একটি রেশিও থাকে সে অনুযায়ীও বেতন নির্ধারন করা হয়ে থাকে।
সাধারণত যে গড় বেতনের হাড় তা আমি তুলে ধরেছি। এর কম বেশি বেতন হতে পারে। এটা যে ফিক্সড তা কিন্তু নয়।
আপনার কাজের ধরন অনুযায়ী বেতন নির্ধারণ করা হয়ে থাকে।
শেষ কথা
আজকের আর্টিকেলটি শুধু আপনাদের মাধ্যম গুলা জানানোর জন্য কিভাবে নিজে নিজে আবেদন করা যায় সরাসরি কোম্পানীর মাধ্যমে।
পোল্যান্ড ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে একটি পূর্ণাঙ্গ আর্টিকেল খুব শিগ্রই তৈরী করবো ইনশাআল্লাহ।
আরো পড়ুনঃ এস্তোনিয়া ওয়ার্ক ভিসা বেতন ও খরচ
আরো পড়ুনঃ গ্রিস ওয়ার্ক পারমিট ভিসা
Poland job
Job