পর্তুগাল জব সিকার ভিসা। আবেদন ও খরচ বাংলাদেশীদের জন্য
পর্তুগাল জব সিকার ভিসা (Portugal Job Seeker Visa) 2023 থেকে চালু করেছে। এই ভিসার আওতায় ৬টি সেক্টরে আবেদন করে পর্তুগালে আসতে পারবেন।
পর্তুগাল জব সিকার ভিসা বা পর্তুগাল জব ভিসা বা পর্তুগাল জব সার্চ ভিসা। এই তিনটি কিওয়ার্ডই আমরা গুগল সার্চের মাধ্যমে দেখতে পাই। সবগুলোর একই মানে দাড়ায়। মূলত কিওয়ার্ডটি হবে পর্তুগাল জব সিকার ভিসা।
পর্তুগালের ওয়ার্ক পারমিট ভিসা নিয়েও আমি আর্টিকেল লিখেছি প্রয়োজন মনে করলে পড়ে আসতে পারেন। তথ্যগুলো আপনাকে সাহায্য করবে ইনশাআল্লাহ
পর্তুগাল জব সিকার ভিসা কি
জব সিকার বলতে বোঝায় চাকরি খোজা বা চাকরি সন্ধানকারী। আপনি কেবল এই ভিসাতে চাকরি খুজতে আসতে পারবেন। আর এজন্য এই ভিসাটিকে বলা হয়েছে জব সিকার ভিসা বা জব সার্চ ভিসা।
পর্তুগাল জব সিকার ভিসা কতজন কর্মী নিবে
পর্তুগাল সরকারের ঘোষিত নির্দেশনা অনুযায়ী তাদের ওয়েবসাইটে পাবলিশ করেছে যে তারা বিভিন্ন দেশ থেকে ৮০,০০০ কর্মী নিয়োগ করবে। বাংলাদেশীদের জন্য সুখবর হলো এই সকল দেশের মধ্যে বাংলাদেশীরাও আবেদন করতে পারবে।
পর্তুগাল জব সিকার ভিসা মেয়াদ কতদিন
জব সিকার ভিসায় আপনি আসলে ৪ মাসের মেয়াদ পাবেন তবে আপনি যদি চান তাহলে আরো দুই মাসের জন্য আপনার ভিসার মেয়াদ বাড়িয়ে নিতে পারবেন। মোট কথা পর্তুগাল জব সার্চ ভিসার মেয়াদ সর্বোচ্চ ৬ মাস।
এই নির্ধারিত সময়সীমার মধ্যে যদি আপনি চাকরি পেয়ে যান তাহলে আপনি পর্তুগালে বৈধভাবে থেকে যেতে পারবেন। তখন কোম্পানীর সাথে আলোচনা সাপেক্ষে আপনার ভিসা আপডেপ করা যাবে।
পর্তুগাল জব সিকার ভিসা কারা আবেদন করতে পারবে
বিশ্বের সকল দেশ থেকেই আবেদন করা যাবে। তবে আপনাদের যে সকল যোগ্যতা লাগবে তা নিচে আলোচনা করা হলো।
সাধারন যোগ্যতা
- শিক্ষাগত যোগ্যতা
- কাজের দক্ষতা
- ট্রেনিং বা প্রশিক্ষন
শিক্ষাগত যোগ্যতা
আপনি যদি প্রাতিষ্ঠানিক শিক্ষা নিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার সার্টিফিকেট থাকা লাগবে। শিক্ষাগত যোগ্যতা আপনার জব পেতে সাহায্য করবে।
কাজের দক্ষতা
আপনি যদি অভিজ্ঞ হোন তাহলে আপনি অবশ্যই চাকরি পাবেন। কারণ তাদের কর্মী প্রয়োজন বিধায় তারা নিয়োগ এর জন্য বিজ্ঞপ্তি দিয়েছে।
ট্রেনিং বা প্রশিক্ষন
আপনি যদি কোনো ট্রেনিং বা প্রতিষ্ঠান থেকে কোনো ধরনের শর্ট কোর্স বা ছোট ডিপ্লোমা কোর্স করে থাকেন তার সার্টিফিকেট প্রদান করবেন।
কোন ক্যাটাগরীতে এবং কি কি ক্যাটাগরীতে আবেদন করা যাবে
ডি – D ক্যাটাগরীতে আপনি ভিসার জন্য আবেদন করতে পারবেন। ৬ টি ক্যাটাগরীতে আবেদন করা যাবে। তা নিম্নে আলোচনা করা হলো।
- কৃষি – Agriculture
- বনায়ন – Forest
- টর্যটন – Tourism
- মৎস – Fishing
- রেস্তোরা – Restaurant
- নির্মাণ – Construction
এই ৬টি পেশায় যারা কাজ করেছেন বা পড়াশুনা করেছেন বা যাদের বিভিন্ন দেশে কমপক্ষে ২-৩ বছরের অভিজ্ঞতা আছে তারা আবেদন করতে পারবেন।
এখানে উল্লেখিত প্রতিটি খাতেই তাদের কর্মী নিয়োগ হবে। স্বল্প পরিসরে আসুন আমরা বিষয়গুলো নিয়ে আলোচনা করি।
পর্তুগাল কৃষি কাজ – Portugal Agriculture Work
কৃষি কাজের চাহিদা সারা বিশ্বের প্রতিটা দেশেই ব্যপক তেমনি পর্তুগালেও ব্যতিক্রম নয় এখন দরকার হলো দক্ষ কর্মী। বীজ বপন করা, বীজের যত্ন নেওয়া, ফসল হলে তা কেটে স্টোরেজ করা বা প্যাকিং করা ইত্যাদি। সহজ কথায় হার্ভেস্টিং, ফল পিকিং, ফল প্যাকিং ইত্যাদি।
বনায়ন – Forest
এটি সাধারনত আমাদের দেশের বন বিভাগের মতোই তবে এখানে ওদের সিস্টেমগুলো একটু আলাদা হতে পারে। বন সংরক্ষন করা, মূল্যবান কাঠ সংগ্রহ করা তা বাজার জাত করা ইত্যাদি আরো অনেক ধরনের সেক্টর আছে তাদের বন বিভাগের কাজে।
পর্যটন – Tourism
বিভিন্ন হোটেল, রেস্তোরা কিংবা বিচে বা রিসোর্টে তাদের কর্মী প্রয়োজন। তাছাড়া পর্তুগালে অন্যান্য দেশের মতোই অনেক জনপ্রিয় পর্যটন কেন্দ্র আছে যেখানে বিশ্বের অনেক দেশের মানুষ ঘুরতে আসে এবং সেই সমস্ত জায়গা গুলোতে কর্মী প্রয়োজন।
মৎস – Fishing
পর্তুগালে মৎস বিভাগটি বিস্তর এবং বেশ বড় ফিল্ড যেখানে কাজের অনেক সুযোগ সৃষ্টি হচ্ছে। মাছ চাষ থেকে শুরু করে তাদের ভোক্তার নিকট পৌছানো পর্যন্ত বিভিন্ন পদে তারা প্রতিনিয়ত কর্মী নিয়োগ দিচ্ছে।
রেস্তোরা – Restaurant
আপনি রাধুনী, ওয়েটার বা ম্যানেজার বা অন্যান্য পদে বিভিন্ন Hotel or Restaurant এ কাজ করতে পারেন। তবে আপনাকে অবশ্যই অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে।
নির্মাণ – Construction
পর্তুগাল ইউরোপের মধ্যে সুনাম ধন্য একটি উন্নত দেশ আর এই দেশে বড় বড় দালান কোঠা তৈরী হচ্ছে। আর এই নির্মাণ কাজের জন্য প্রচুর Construction Worker প্রয়োজন।
তবে শুধু দালান কোঠার কাজই নয় সেখানে বিভিন্ন ধরনের নির্মাণ কাজ আছে যেমন জাহাজ ও একটি নির্মান শিল্প তাই এই ধরনের আরো অনেক নির্মাণ কাজ আছে।
পর্তুগাল জব সিকার ভিসা আবেদন
বাংলাদেশে যেহেতু পর্তুগাল এ্যাম্বাসি নাই তাই আপনি বাংলাদেশ থেকে সরাসরি আবেদন করতে পারবেন না। আপনাকে দিল্লি গিয়ে ভিএফএস গ্লোবাল বা পর্তুগাল এ্যাম্বাসিতে গিয়ে আবেদন করতে হবে।
তাছাড়া আপনি বিশ্বের যে কোনো দেশ থেকে আবেদন করতে পারবেন। যেমন সৌদি আরব, ওমান, কাতার, মালয়েশিয়া ইত্যাদি যে কোনো দেশ থেকে।
আরেকটি কথা, আপনারা চাইলে ভিএফএস গ্লোবাল এর মাধ্যমেও আবেদন করতে পারবেন। এটি নিরাপদ একটি মাধ্যম যা আপনাকে আবেদন করতে সাহায্য করবে। ওরা সামান্য চার্জের বিনিময়ে আপনার Appointment নিয়ে দিবে।
পর্তুগাল জব সিকার ভিসা ডকুমেন্টস
- আবেদন ফরমটি পূরণ করে তাতে আপনার স্বাক্ষর করবেন।
- পাসপোর্ট বা অন্যান্য ভ্রমণের কাগজপত্র যদি থাকে। পাসপোর্ট এর মেয়াদ কমপক্ষে ৬ মাস থাকতে হবে। এবং পাসপোর্টের ফটোকপি।
- দুই কপি রঙিন ছবি
- ট্রাভেল ও মেডিকেল ওয়ার্ক ইন্সুরেন্স
- কমপক্ষে ৩ মাসের বেতনের ব্যাংক স্টেটমেন্ট।
- পুলিশ ক্লিয়ারেন্স
- রিটার্ন এয়ার টিকেট
তাছাড়াও আরও কয়েকটি ডকুমেন্ট লাগতে পারে যেটা আপনি ওয়েবসাইটে গেলেই দেখতে পাবেন। আপনি এই লিংকে ক্লিক করে পর্তুগাল এ্যাম্বাসীর বিস্তারিত ডকুমেন্টস সম্পর্কে জানতে পারবেন।
সর্বশেষ কথা
পর্তুগাল জব ভিসার জন্য আবেদন করতে আপনারা উপরোক্ত বিষয়গুলো ভালোভাবে জেনে বুঝে আবেদন করবেন। এই ভিসাটি সত্যিই আপনার জন্য খুবই উপকারী হবে।
কারণ আপনার সিজনাল ভিসার জন্য ৮ লাখ থেকে ১০ লাখ টাকা খরচ না করে ১ থেকে ২ লাখ টাকার মধ্যে পর্তুগাল গিয়ে ৬ মাসের মধ্যে আশাকরি চাকরি খুজে পেয়ে যাবেন।
তবে একটা বিষয় ইনশাআল্লাহ গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার যদি অভিজ্ঞতা থাকে তাহলে আপনি অবশ্যই চাকরি পাবেন।
কোনো মিথ্যা অভিজ্ঞতা তথ্য দিয়ে আপনি আপনার টাকা এবং সময় দুটোই নষ্ট করবেন না। হয়তো আপনার ভাগ্য ভালো থাকলে চাকরি পেয়ে যাবেন কিন্তু না পাওয়ার সম্ভাবনা অনেক বেশি।
আমার কিছু কথা
তথ্যগুলি আপনার উপকারে এসে থাকলে দয়াকরে পেজটি শেয়ার করে দিবেন। বিনীত অনুরোধ রইলো। এতে অনেকের উপকার হবে। তারা সঠিক তথ্যের জন্য হয়রানি হবেনা।
আমি বিশ্বের বিভিন্ন দেশের ভিসা নিয়ে লিখি আপনাদের জন্য। চেষ্টা করি শতভাগ সঠিক তথ্য দেয়ার ভুল ত্রুটি সবারই হয়। আমিও মানুষ আমারও ভুল ভ্রান্তি থাকবে দয়া করে সেগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাবেন ইনশাল্লাহ আমরা উত্তর দেয়ার চেষ্টা করবো।
সকল ধরনের ভিসার তথ্য পেতে আমার ফেসবুক পেজটি লাইক করে রাখুন।
Facebook page link: Article Motion
পড়লাম খুব ভালো লাগলো! আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা এবং অভিনন্দন!!
তবে নাম্বার পেলে অবসরে আলাপ করার ইচ্ছে ছিল…
Application for a job post