সৌদি আরব কাজের ভিসা খরচ ও বেতন। আকামা ফি কত
সৌদি আরব কাজের ভিসা কিভাবে পাবেন, আকামা ফি কত, খরচ কত, বেতন কত, কোন কাজের চাহিদা বেশি, বয়সসীমা কত হতে হবে ইত্যাদি।
সৌদি আরব কাজের ভিসা খরচ ও বেতন। Saudi Arabia work visa fee and salary.
বিশ্বের বিভিন্ন দেশে যত বাংলাদেশী প্রবাসী আছে তার মধ্যে একটি বিশাল অংশ সৌদি আরবে। সৌদি আরবে বাংলাদেশী প্রবাসীর সংখ্যা প্রায় ১.২ মিলিয়ন।
মিডলইস্ট এর কোনো দেশে কাজের জন্য যাওয়ার চিন্তা মাথায় আসলে অধিকাংশ মানুষের প্রথম পছন্দ থাকে সৌদি আরব।
বাংলাদেশীদের জন্য সৌদি শ্রমবাজার খুব ভালো এটা অনেক আগে থেকে আমাদের প্রতিটি বাঙ্গালীর একটি প্রাথমিক ধারণা। আসলে কি তাই?
সৌদি আরব ভিসা কিভাবে পাবেন
খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তাহলে আসুন জেনে নেই কিভাবে আমরা সৌদি আরবের ভিসা সংগ্রহ করবো।
সৌদি আরবে দুটি পদ্ধতিতে ভিসা পাওয়া যায় একটি হলো কোম্পানী ভিসা এবং অন্যটি হলো ফ্রি ভিসা। এবার জানবো কোম্পানী ভিসা এবং ফ্রি ভিসার মধ্যে পার্থক্য।
সৌদি আরবের কোম্পানী ভিসা
কোম্পানী ভিসা মূলত সেই ভিসা যে ভিসায় আপনি কাজ নিয়ে আসতে পারবেন। অর্থাৎ আপনি বাংলাদেশ থেসে সরাসরি কাজ নিয়ে সৌদি আরবে প্রবেশ করবেন। আপনি যে দিন সৌদি আরবে প্রবেশ করবেন বলতে গেলে সেদিন থেকে আপনার বেতন নির্ধারন করা হবে।
সৌদি আরবের ফ্রি ভিসা
ফ্রি ভিসা বলতে ব্যাপারটা এমন নয় যে, আপনি কোন ধরনের মালিক ছাড়া সৌদি আরবে পৌছে গেছেন। আপনি অবশ্যই কোনো কফিলের আওতাধিন আছেন।
এটা তাদের এক ধরনের নিজনেস। তারা আপনাকে সৌদি আরবে নিয়ে আসবে এটা তাদের এক ধরনের চুক্তি। যেখানে আপনাকে কাজ দেয়ার কোনো নিশ্চয়তা থাকবেনা।
ফ্রি ভিসা আসলে আপনাকে কোন ধরনের কাজ দেয়া হবেনা। অর্থাৎ আপনি সৌদি আরবে পৌছানোর পর কোম্পানীতে সরাসরি কাজ করতে পারবেন না।
আপনাকে কাজ খুজে নিয়ে তারপর কাজ করতে হবে। তবে আপনি চাইলে কাজ খুজে যে কোনো কোম্পানীতে ট্রান্সফার হতে পারবেন।
আরো পড়ুনঃ আরব দেশ থেকে ইউরোপ যাওয়ার উপায়
সরকারীভাবে সৌদি আরব যাওয়ার কোনো ব্যবস্থা আছে কিনা এই মুহুর্তে আমার জানা নেই তবে আপনারা চাইলে প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এ যোগাযোগ করে দেখতে পারেন।
সৌদি আরবের আকামা ফি কত
সৌদি আরবে আকামা ফি ছোট মোয়াসাসা ভিসার জন্য ২,০০০ রিয়াল থেকে ৫,০০০ রিয়াল। এবং বড় মোয়াসাসা ভিসার ক্ষেত্রে ১০,০০০ রিয়াল থেকে ১২,০০০ রিয়াল পর্যন্ত। প্রতি বছরে আকামা ফি দিতে হবে আকামা রিনিউ করার জন্য।
সৌদি আরবে ফ্রি ভিাসায় কাজ করতে হলে আপনার কফিলকে প্রতি মাসে ৩০০ রিয়াল থেকে ৫০০ রিয়াল পর্যন্ত দিতে হবে।
সৌদি আরব যেতে কত টাকা লাগে
সৌদি আরব ভিসার দাম কত এটা নির্ভর করে আপনি কোন ভিসা নিয়ে আসবেন। কোম্পানী ভিসা এবং ফ্রি ভিসার দাম সমান নয়। নিচে ছোট পরিষরে ভিসার দাম আলোচনা করা হলো।
সৌদি আরব কোম্পানী ভিসার দাম কত
সাধারনত কোম্পানী ভিসার দামটা একটু বেশি হয়ে থাকে। কারণ কোম্পানী ভিসায় আপনি আসলে কাজ নিয়েই আসবেন। কোম্পানী ভিসার দাম প্রায় ৪০০,০০০/- টাকা থেকে ৫০০,০০০/- টাকা পর্যন্ত হয়ে থাকে।
সৌদি আরব কাজের ভিসা এর জন্য কোম্পানীগুলো কিন্তু কোনো টাকা নেয় না কারণ তাদের কর্মী প্রয়োজন বিধায় তারা ভিসা দিচ্ছে কিন্তু আমাদের দেশের কিছু দালাল আছে তারা এই ভিসার জন্য অনেক টাকা হাতিয়ে নিচ্ছে।
সৌদি আরব ফ্রি ভিসার দাম কত
সৌদি আরবের ফ্রি ভিসার দাম প্রায় ৩০০,০০০/- টাকা থেকে ৩৫০,০০০/- টাকা পর্যন্ত হয়ে থাকে আকামা ফি ছাড়া। তবে নতুন অবস্থায় আপনার ভিসা এবং পাসপোর্ট অনুযায়ী যে আকামাটি ইস্যু হয় তার মেয়াদ ৩ মাস পর্যন্ত থাকে।
আর আপনি যদি ১ বছরের জন্য আকামার মেয়াদ নিয়ে আসতে চান তাহলে ৪০০,০০০/- টাকা থেকে ৫৫০,০০০/- টাকা পর্যন্ত হয়ে থাকে। এটা কোনো নির্ধারিত ফি না এটা নির্ভর করে আপনার দালাল কেমন।
অরিজিনাল ফ্রি ভিসার দাম প্রায় ২০০০/- রিয়ালের মতো হয়ে থাকে। কিছুটা কম বেশি হতে পারে।
আরো পড়ুনঃ ওমান কাজের ভিসা খরচ ও বেতন কত
সৌদি আরবে বেতন কত
খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যা আমাদের সবার জানা দরকার। সৌদি আরবে বেতন কত সেটা নির্দিষ্ট করে বলা যায়না। কারণ পৃথিবীতে কাজের শেষ নেই এক একটি কাজের জন্য এক ধরনের বেতন নির্ধারন করা।
সৌদি আরবে রাস্তা পরিষ্কার করার জন্য একটি কাজের ক্যাটাগরী আছে যাকে আরবীতে বলা হয় বলদিয়া। বলদিয়া কাজের জন্য সৌদি আরবে সর্বনিম্ন বেতন হলো ৬০০ রিয়াল।
সর্বোচ্চ বেতন প্রায় ১৫,০০০ রিয়াল থেকে ২০,০০০ রিয়াল পর্যন্ত হয়ে থাকে। এই ধরনের পেশা মূলত ইঞ্জিনীয়ার, ডাক্তার ইত্যাদি পদ গুলো মেনশন করে।
তবে সৌদি আরবে ইলিকট্রিক্যাল, প্লাম্বার, ডাটা টেকনিশিয়ান, কনস্ট্রাকশন, সুপার ভাইজার ইত্যাদি পদ গুলোতে মোটামুটি ভালো বেতন পাওয়া যায়। প্রায় ২৫০০ রিয়াল থেকে ৬০০০ রিয়াল পর্যন্ত হয়ে থাকে।
সৌদি আরবে কোন কাজের চাহিদা বেশি
- ইলিকট্রিক্যাল
- লো-কারেন্ট টেকনিশিয়ান
- প্লাম্বার
- ম্যাশন বা রাজমিস্ত্রি
- ডাটা টেকনিশিয়ান
- কনস্ট্রাকশন
- ফোরম্যান
- সুপার ভাইজার
- ইত্যাদি।
সৌদি আরব যেতে বয়স কত লাগে
সৌদি আরব আসতে সৌদি সরকারের নীতিমালা অনুযায়ী নূন্যতম বয়স ২১ বছর হতে হবে। সর্বোচ্চ বয়স ৪৫ থেকে ৫০ বছর মধ্যে হতে হবে।
সবশেষ কথা
সৌদি আরব মধ্যপ্রাচ্যের একটি সমৃদ্ধশালী দেশ। এদেশে বাংলাদেশ থেকে অনেক শ্রমিক এসে কাজ করে। তবে আমি অনুরোধ করবো দয়াকরে পরিচিত কেউ না থাকলে আপনারা কেউ ফ্রি ভিসাতে আসবেন না।
বর্তমানে সৌদি আরবে কাজ পাওয়াটা যেমন কঠিন ঠিক তেমনি ভাবে ফ্রি ভিসায় থাকা-খাওয়া এবং আকামা খরচ ও কফিলের মাসিক ফয়দা বাবদ যে টাকা খরচ হয় তা আপনার ইনকামের তিন ভাগের দুই ভাগ চলে যাবে।
আমি কাউকে হতাশ করছিনা এমন অনেকে আছেন যারা অনেক বেশি টাকাও উপার্জন করছেন। আবার অনেকে ফ্রি ভিসায় এসে কাজ খুজে কোম্পানীতে ট্রান্সফার হয়ে যাচ্ছেন।
সৌদি আরবে সর্বনিম্ন বেতন প্রায় ৬০০ রিয়াল বা তার একটু কম বেশি।
সৌদি আরবে এভারেজ বেতন প্রায় ২৫০০ রিয়াল থেকে ৬০০০ রিয়াল পর্যন্ত হয়ে থাকে। তবে এটা নির্ভর করে আপনার দক্ষতার উপর।
ছোট মোয়াসাসার আকামা ফি ২০০০ রিয়াল থেকে ৫০০০ রিয়াল পর্যন্ত। এবং বড় মোয়াসাসার আকামা ফি ১০০০০ রিয়াল থেকে ১২০০০ রিয়াল পর্যন্ত।
সৌদি আরব যেতে ৩০০,০০০/- টাকা থেকে ৫৫০,০০০ টাকা পর্যন্ত লাগতে পারে। নির্ভর করে আপনার দালালের উপর।