সৌদি-আরব-থেকে-পোল্যান্ড-কিভাবে-যাবেন
| | | |

সৌদি আরব থেকে পোল্যান্ড কিভাবে যাবেন

সৌদি আরব থেকে পোল্যান্ড ওয়ার্ক পারমিট ভিসার জন্য কতগুলো স্টেপ অনুসরণ করতে হবে, সম্পূর্ণ বিষয়টি ভালোভাব জানার জন্য আর্টিকেলটি পড়ুন।

আসসালামু ওয়ালাইকুম। আশাকরি সবাই ভালো আছেন। আবারও আজ আসলাম পোল্যান্ড ভিসা সম্পর্কে কিছু তথ্য দেয়ার জন্য।

সৌদি আরব থেকে পোল্যান্ড ভিসা হয় কিনা! হ্যা অবশ্যই সৌদি আরব থেকে পোল্যান্ড ভিসা হয় তবে এজন্য আপনাকে কয়েকটি গুরুত্বপূর্ণ স্টেপ ফলো করতে হবে।

পোল্যান্ডে যাওয়ার জন্য আপনি সৌদি আরব থেকে দুই ধরনের ভিসা করতে পারবেন। ভিজিট ভিসা এবং ওয়ার্ক পারমিট ভিসা।

সৌদি আরব থেকে পোল্যান্ড ভিজিট ভিসা

সৌদি আরব থেকে পোল্যান্ড ভিজিট ভিসার জন্য আপনি নিজে নিজে অথবা এজেন্সির মাধ্যমে আবেদন করতে পারবেন।

একটি কথা মনে রাখবেন পোল্যান্ডের ভিজিট ভিসা পাওয়াটা ওয়ার্ক পারমিট ভিসার থেকে কিছুটা সহজ কারণ ভিজিট ভিসায় পসেসিং সময় কম লাগে।

আপনি যদি নিজেই আবেদন করতে চান তাহলে আপনাকে সম্পূর্ণ প্রসেসগুলো জানতে হবে। আর এজন্য আপনি পোল্যান্ডের এম্বাসিতে যোগাযোগ করতে পারেন।

এবং পোল্যান্ডের অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ Ministry of Foreign Affairs Republic of Poland ওয়েবসাইটে ভিজিট করতে হবে। সেখানে আপনি সম্পূর্ণ তথ্য পাবেন।

আপনি উক্ত লিংকে ক্লিক করে প্রয়োজনীয় তথ্যাদি সম্পর্কে একটু রিসার্চ করুন আশাকরি আপনার সমাধান পেয়ে যাবেন ইনশাআল্লাহ।

পোল্যান্ড ভিজিটি ভিসার জন্য কি কি ডকুমেন্টেস লাগে

  1. রঙিন ছবি
  2. অরিজিনাল পাসপোর্ট
  3. ভিসা এপ্লিকেশন ফর্মের ফটোকপি বা সাবমিশন লেটারের ফটোকপি
  4. ইকামার ফটোকপি (ইংরেজীতে ট্রান্সলেট করে নিতে হবে)
  5. NOC Letter বা ছাড়পত্র
  6. হেলথ ইন্স্যুরেন্স
  7. পুলিশ ক্লিয়ারেন্স
  8. ফ্লাইট রিজার্ভেশন টিকেট
  9. ব্লক একাউন্ট থাকা লাগবে (কমপক্ষে ২০ হাজার রিয়েল থাকলে গ্রহণযোগ্যতা বেশি পাবেন ইনশাআল্লাহ)
  10. ব্যাংক স্টেটমেন্টের ফটোকপি শেষের তিন মাসের লেনদেন সম্পর্কৃত
  11. এক্সিট রি-এন্ট্রি ভিসা বা ছুটির পেপার
  12. Gossy থেকে একটি পেপার লাগবে এবং সেটি মক্তব থেকে ইংরেজীতে ট্রান্সলেট করে নিবেন
  13. ট্রাভেল রেকর্ড যদি থাকে তার ফটোকপি জমা দিবেন

সৌদি আরব থেকে পোল্যান্ড ওয়ার্ক পারমিট ভিসা

সৌদি আরব থেকে পোল্যান্ড ওয়ার্ক পারমিট ভিসা ১০০% পাওয়া যায় তবে এই ভিসা প্রসেসিং করতে কিছুটা সময় বেশি লাগে।

পোল্যান্ড ওয়ার্ক পারমিট ভিসা প্রসেসিং

আমি সাধারণত এজেন্সিগুলো কিভাবে আপনার জন্য ওয়ার্ক পারমিট ভিসাগুলো বের করে তা নিয়ে আলোচনা করবো।

  • প্রথম স্টেপঃ আপনার কাছ থেকে পাসপোর্টের একটি স্ক্যান কপি নিবে।
  • দ্বিতীয় স্টেপঃ পোল্যান্ডে তাদের আইনজিবীর মাধ্যমে যে সকল কোম্পানীতে লোক লাগবে তাদের সাথে আলোচনা সাপেক্ষে অনুমতি নেয়।
  • তৃতীয় স্টেপঃ এই অনুমতি নিয়ে পোল্যান্ডের সরকারী পোর্টালে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করে।
  • চতুর্থ স্টেপঃ এরপর একটি সাবমিশন লেটার আপনাকে প্রদান করবে। যেখানে ওয়ার্ক পারমিটের তারিখ উল্লেখ করা থাকে।
  • পঞ্চম স্টেপঃ আপনার জন্য ওয়ার্ক পারটিম ইস্যু হবে অর্থাৎ আপনাকে ওয়ার্ক পারটিম দিবে।
  • ষষ্ঠ স্টেপঃ ওয়ার্ক পারমিট পাওয়ার পর আপনাকে Embassy Appointment নিতে হবে।

Embassy Appointment এর জন্য সময়টা নির্দিষ্ট করে বলা যায় না। কারণ এখানে কোনো ধরনের তারিখ নেয়া যায় না। তারা লটারীর মাধ্যমে নির্ধারণ করে।

সেক্ষেত্রে আপনার ভাগ্য ভালো হলে এক সপ্তাহের মধ্যে পেতে পারেন। তবে সাধারণত তিন মাস থেকে ছয় মাস পর্যন্ত সময় লাগে একটি Appointment পাওয়ার জন্য।

পোল্যান্ড ওয়ার্ক পারমিট ভিসা ডকুমেন্টস

  1. রঙিন ছবি
  2. অরিজিনাল পাসপোর্ট এবং পাসপোর্টের ফটোকপি
  3. ভিসা এপ্লিকেশন ফর্মের ফটোকপি বা সাবমিশন লেটারের ফটোকপি
  4. ইউরোপিয়ান ফরম্যাটের সিভি
  5. কভার লেটার
  6. ইকামার ফটোকপি (ইংরেজীতে ট্রান্সলেট করে নিতে হবে)
  7. NOC Letter বা ছাড়পত্র
  8. কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট
  9. শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
  10. হেলথ ইন্স্যুরেন্স
  11. পুলিশ ক্লিয়ারেন্স
  12. ফ্লাইট রিজার্ভেশন টিকেট
  13. ব্যাংক স্টেটমেন্টের ফটোকপি শেষের তিন মাসের লেনদেন সম্পর্কৃত
  14. এক্সিট রি-এন্ট্রি ভিসা বা ছুটির পেপার
  15. Gossy থেকে একটি পেপার লাগবে এবং সেটি মক্তব থেকে ইংরেজীতে ট্রান্সলেট করে নিবেন
  16. ট্রাভেল রেকর্ড যদি থাকে তার ফটোকপি জমা দিবেন

ওয়ার্ক পারমিট পেলেই আপনি ভিসা পাবেন এর কোনো নিশ্চয়তা নেই কারণ এম্বাসিতে Appointment পাওয়াটাই খুবই গুরুত্বপূর্ণ।

আপনি যদি Appointment পান তাহলে আপনার ৮০% চান্স থাকে ভিসা পাওয়ার যদি আপনি তাদের প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন।

তারা কিন্তু আপনাকে কোনো পরীক্ষামূলক প্রশ্ন করবেনা, তারা আপনার সম্পর্কে জানতে চাইবে কেন আপনি পোল্যান্ডে যেতে চান।

সৌদি আরব থেকে আপনার পোল্যান্ডের যাওয়ার উদ্দ্যেশ্য কি কেনই বা আপনি পোল্যান্ড কে বেছি নিয়েছেন। পোল্যান্ড সম্পর্কে আপনি কি কি জানেন ইত্যাদি।

এই জন্য সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো আপনার ফাইলটি খুব ভালোভাবে তৈরী করতে হবে। সেখানে যেন কোনো প্রকার ত্রুটি না থাকে।

সমাপনী কথা

সৌদি আরব থেকে পোল্যান্ড কিভাবে যাওয়া যায় আজ আপনাদের সাথে সি বিষয় নিয়ে আলোচনা করেছি তবে খুব শিগ্রই পোল্যান্ড ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে একটি আর্টিকেল পাবলিশ করবো ইনশাআল্লাহ।

পোল্যান্ড ওয়ার্ক পারমিট ভিসার জন্য কিভাবে আপনি ঘরে বসেই অনলাইনের মাধ্যমে আবেদন করবেন সে বিষয়ে পূর্ণাঙ্গ একটি আর্টিকেল নিয়ে আসবো ইনশাআল্লাহ।

আরো পড়ুনঃ সৌদি আরব থেকে রোমানিয়া যাওয়ার উপায়

আরো পড়ুনঃ সৌদি আরব কাজের ভিসা খরচ ও বেতন। আকামা ফি কত

আরো পড়ুনঃ আরব দেশ থেকে ইউরোপ আবেদন ও খরচ। বাংলাদেশীদের জন্য

আরো পড়ুনঃ আরব দেশ থেকে ইউরোপ যেতে যা যা লাগে

আরো পড়ুনঃ

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *