দালাল ছাড়া আয়ারল্যান্ড ওয়ার্ক পারমিট ভিসা
দালাল ছাড়া আয়ারল্যান্ড ওয়ার্ক পারমিট ভিসা কিভাবে পাওয়া যাবে এবং কিভাবে আবেদন করবেন সবকিছু বিস্তারিত জানতে আর্টিকেলটি পড়ুন।
আস্সালামু ওয়ালাইকুম। আজকের মূল আলোচনায় যা থাকবে তা এক নজরে দেখে নিন।
CSEP Program কি, CSEP Program এর সুবিধা সমূহ, কারা আবেদন করতে পারবেন এবং কিভাবে আবেদন করবেন, CSEP Program এর তালিকা ইত্যাদি।
এই ভিসাটি পাওয়া কি খুব কঠিন কিছু?
না এই ভিসাটি পাওয়া সত্যিই খুব সহজ হয়ে গেছে। কারণ তাদের যে সকল কাজের জন্য লোকগুলো নেয়া হবে সেই জায়গাগুলো এখনও Shortage রয়েছে।
তারা এই কাজের চাহিদা পূরণ করার জন্য যে পরিমাণ লোক নিয়োগ দিবে সে Shortage Occupation Lists টি এখনও পরিপূর্ণ করতে পারেনি।
CSEP Program কি
CSEP এর অর্থ হলো Critical Skill Employment Permit.
CSEP Program সুবিধা
এই প্রোগ্রামে আবেদন করার জন্য আপনাকে আয়ারল্যান্ড সরকার কোনো প্রকার IELTS বাধ্যতামূলক করেনি।
এবং এই ভিসাটি পাওয়ার ২ বছরের মধ্যে আপনার আয়ারল্যান্ডে পারমানেন্ট রেসিডেন্স পারমিট পেয়ে যাবেন। এবং ফ্যামিলি নিয়ে আসতে পারবেন।
ভিসা পাওয়ার যোগ্যতা
প্রথম শর্তঃ আপনার বয়স অবশ্যই ৫৫ বছরের নিচে হতে হবে অন্যথায় এই ভিসার জন্য আবেদন করা যাবেনা।
দ্বিতীয় শর্তঃ আপনি যে বিষয়ে অভিজ্ঞ জানিয়ে তাদের অবগত করবেন অবশ্যই আপনাকে সে বিষয়ের প্রতি ১০০% অভিজ্ঞতা থাকতে হবে।
অন্যথায় যদি কোনোভাবে প্রমাণিত হয় আপনি তাদের সাথে মিথ্যা বলেছেন সেটার জন্য তারা জরূরী ব্যবস্থা নিবে।
তৃতীয় শর্তঃ আপনাকে আয়ারল্যান্ডে যে কোনো একটি কোম্পানি থেকে কমপক্ষে ২ বছরেরে জন্য জব অফার লেটার নিতে হবে।
চতুর্থ শর্তঃ আপনি যে কোম্পানী থেকে জব অফার লেটার নিবেন সেই কোম্পানীতে যেন আপনার বার্ষিক নূন্যতম বেতন 32 হাজার ইউরো হয়। বাধ্যতা মূলক।
বিদ্রঃ সাধারণত আয়ারল্যান্ডের বাৎসরিক বেতন কমপক্ষে 40 হাজার ইউরো হয়ে থাকে। আরো বেশ কিছু যোগ্যতার কথা বলা হয়েছে সেগুলো উচ্চ পদস্থ জবের জন্য।
গুরুত্বপূর্ণঃ যাদের বেতন বাৎসরিক সর্বনিম্ন 32 হাজার ইউরো এবং সর্বোচ্চ 64 হাজার ইউরো হয়ে থাকবে এবং তারা যদি ইউরোপিয়ান নাগরিক না হোন তাদের জন্য কোন উচ্চতর ডিগ্রি বাধ্যতামূলক নয়।
তবে আপনার প্রয়োজনীয় অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে।
জব অফার লেটার কিভাবে পাবেন
দালাল ছাড়া আয়ারল্যান্ড জব অফার লেটার পাওয়ার জন্য বিশ্বস্ত কিছু জব পোর্টাল সাইট আছে আপনি সেখানে সার্চ করতে পারেন। এগুলো অফিসিয়ালি লিগ্যাল তথ্য নিয়ে জব পোস্ট করে থাকে।
বিস্তারিত জানতে আয়ারল্যান্ড এর অফিসিয়াল সাইটটি ভিজিট করুন অথবা এই লিংকে ভিজিট করুন
তবুও আপনারা একটু ভালোভাবে জব পোস্টগুলো রিসার্চ করে নিবেন।
এই ওয়েবসাইট গুলোতে ভিজিট করে আপনাদের যোগ্যতা অনুযায়ী জব সার্চ করুন ইনশাআল্লাহ পেয়ে যাবেন। এবং সেখানে আবেদনের মাধ্যমে তাদের কাছ থেকে জব অফার লেটার নেয়ার চেষ্টা করুন।
আপনারা যারা আমার এই আর্টিকেলটি গুগল সার্চের মাধ্যমে খুজে পেয়েছেন আশাকরি জব পোর্টাল সাইটগুলোও ইনশাআল্লাহ খুজে বের করে যথাযথভাবে আবেদনের মাধ্যমে জব অফার লেটারটিও সংগ্রহ করতে পারবেন।
সবশেষ কথা
আশাকরি আপনাদের কিছুটা হলেও আমি লিগ্যাল তথ্য দিতে পেরেছি। আর এই সমস্ত জব পোর্টাল সাইটগুলোতে যে কোনো দেশের জব পোস্ট করা হয় তবে সেটা ডোমেইন এক্সটেনশন অনুযায়ী সহজে পাওয়া যায়।
উদাহরণ সরূপঃ
- https://www.indeed.au (অস্টেলিয়া)
- https://www.indeed.ie (আয়ারল্যান্ড)
- https://www.indeed.ca (কানাডা)
- ইত্যাদি। আশাকির বুঝাতে পেরেছি।
আরো পড়ুনঃ
- আয়ারল্যান্ড কনস্ট্রাকশন জব
- আয়ারল্যান্ড ওয়ার্ক পারমিট ভিসা বেতন ও খরচ।
- আয়ারল্যান্ডে কোন পেশায় কত বেতন
nice
Thanks
thanks
Welcome
thank u so much
You are most welcome.