আমেরিকা জব ভিসা (সাধারন লেবার) – USA Work Permit Visa
আমেরিকা জব ভিসা, USA General Labor Work Visa তে কিভাবে ঘরে বসে আবেদন করবেন, ভিসা খরচ কত এবং বেতন কত জেনে নিন।
আমেরিকা জব ভিসা – আমেরিকা ওয়ার্ক পারমিট ভিসা – আমেরিকা সাধারন লেবার জব ভিসা – USA Work Permit Visa – USA General Work Visa
আমেরিকা পৃথিবীর একটি উন্নত দেশ, তারা সবদিকেই বিষদ ক্ষমতা বিস্তার করে রেখেছে। তাদের বিশ্বের সবথেকে শক্তিশালি দেশ হিসেবে গন্য করা হয়।
দেশটির রাজধানির নাম ওয়াশিংটন, ডি.সি। আমেরিকার বৃহত্তম শহরের নাম হলো নিউ ইয়র্ক শহর। দেশটির জাতীয় ভাষা English.
এদের জাতীয়তাসূচক বিশেষণ হিসেবে ডাকা হয় মার্কিনি বা আমেরিকান। আমেরিকার সরকারে নাম জো বাইডেন, উপরাষ্ট্রপ্রতির নাম হলো কমলা হ্যারিস, প্রধান বিচারপতি জন রবার্টস।
আমেরিকার মোট আয়তন প্রায় ৯৮,৩৩,৫১৬ স্কয়ার কিলোমিটার। ২০২০ সালের আদমশুমারি অনুযায়ী তাদের মোট জনসংখ্যা প্রায় ৩৩,১৪,৪৯,২৮১। মাথাপিছু এদের জিডিপি প্রায় $76,000।
আমেরিকা ইমিগ্রেশন আইন অনুযায়ী তাদের যদি কোম্পানীর জন্য কোন কর্মী হায়ার করা লাগে তাহলে তারা সর্বপ্রথম আমেরিকান গভার্ণমেন্ট অব পার্লামেন্টকে জানায়।
তারপর তারা কোম্পানীর আবেদন অনুযায়ী সবকিছু পর্যালোচনা করে অনুমতি প্রদান করে। এমনকি দেশের বাহিরে থেকেও যদি কোনো কোম্পানী কর্মী হায়ার করতে চায় তখনও অনুমতি প্রয়োজন হয়।
তাদের এটি প্রুফ করতে হয় যে তারা যে কর্মীসংকটে ভুগছে তা তাদের দেশে পাচ্ছেনা। তখন মার্কিন যুক্তরাষ্ট্রের শ্রমবিভাগের মাধ্যমে কোম্পানীকে সার্টিফিকেশন প্রদান করা হয়।
যেখানে উল্লেখ থাকে তাদের প্রয়োজন অনুযায়ী তারা যে কোনো দেশ থেকে কর্মী হায়ার করতে পারবে। তবে এখানে আপনার কোন কাজ নেই।
এই সম্পূর্ণ দায়ভারগুলো আমেরিকান কোম্পানীগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের শ্রমবিভাগের সাথে চুক্তি করে একটি অনুমতি সার্টিফিকেশন নিয়ে আপনাকে হায়ার করবে।
আবেদন কিভাবে করবেন
আপনারা যারা ইংরেজী ভালো বুঝেন তারা অবশ্যই লিংকি ভিজিট করুন এবং বিস্তারিত জানুন। এখানে ইউএস ভিসা এপ্লিকেশন ডকুমেন্টস এবং ফরম গুলো পেয়ে যাবেন।
আপনার পেশা বা ক্যাটাগরী অনুযায়ী ফরমটি ডাউনলোড করুন। এবং আবেদন করুন।
শিক্ষাগত যোগ্যতা
আমেরিকা ওয়ার্ক ভিসার জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। আপনার যদি ডিপ্লোমা সার্টিফিকেট অথবা বিএসসি গ্রাজুয়েশন থাকে তাহলে আপনি আমেরিকাতে জবের জন্য একদম রেডি।
তবে এজন্য আপনাকে কোনো ধরনের ইংরেজি কোর্স করা লাগবেনা যেমন, Spoken English, IELTS or PTE etc েকান প্রয়োজন নেই।
তবে আপনি যদি হায়ার লেভেল জবের জন্য আবেদন করে তাহলে আপনাকে অবশ্যই IELTS করা লাগবে অন্যথায় আপনি Eligible হবেন না।
ভিসা ফি কত ব- আমেরিকা যেতে কত টাকা লাগে
দেখুন আপনি যদি ওয়ার্ক ভিসা নিয়ে যান তাহলে আপনি খুবই কম খরচে যেতে পারবেন। আপনাকে শুধু ভিসা ফি প্রদান করতে হবে।
দালাদ ছাড়া আপনি আবেদন করলে আপনার লাখ লাখ টাকা প্রদান করতে হবেনা।
আমেরিকাতে বেতন কত
আমেরিকাতে মাসিক বেতন হিসেব করা হয়না। এখানে বাৎসরিক বেতন ধার্য করা হয় এবং তা প্রায় $40,000 থেকে $80,000 পর্যন্ত হয়ে থাকে।
এটাকে মাসিক হিসেবে আপনি ভাগ করলে আপনি কাঙ্খিত বেতনটি নির্ধারন করতে পারবেন।
তবে বেতন এর পরিমান নির্ভর করে আপনার পেশা এবং অভজ্ঞতার উপর। হাই প্রফেশনাল স্কিল জবগুলোতে বেতন খুব ভালো হয়ে থাকে।
আরা পড়ুনঃ আমেরিকা ভিজিট ভিসা টু ওয়ার্ক ভিসা
আরো পড়ুনঃ আমেরিকা ভিজিট ভিসা আবেদন
আরো পড়ুনঃ আমেরিকা ভিজিট ভিসা মাত্র ২০,৩৮২ টাকা
আরো পড়ুনঃ আমেরিকা ভিজিট ভিসা ইন্টারভিউ প্রশ্ন ও উত্তর
সবশেষ কথা
আমি আপনাদের সাথে যেটুকু তথ্য শেয়ার করিনা কেন সম্পূর্ণ অথেনটিক তথ্য দেয়ার চেষ্টা করি। প্রতিটি দেশের ইমিগ্রেশন ওয়েবসাইটের প্রকাশিত তথ্যের আলোকে আপনাদের সাথে আলোচনা করি।
কারণ আমি জানি আমি অনেক পাঠক আছেন যারা নিয়মিত আমার আর্টিকেলগুলো পড়েন এবং আমার কাছে অনেক কিছু জানতে চান।
আমি সবার কথা মাথায় রেখে, আপনাদের যাতে প্রতারিত হতে না হয় সে জন্য একটু দেরি হলেও বিশ্বস্ত সোর্স থেকে তথ্য সংগ্রহ করার চেষ্টা করি।
আপনারা সবাই জানের প্রতিটি দেশের একটি গভার্ণমেন্ট ওয়েবসাইট থাকে যেখানে তাদের ভিসা সংক্রান্ত সকল তথ্যাদি তারা পাবলিশ করে থাকে।
আর আমি তাদের প্রকাশিত তথ্যগুলি আপনাদের সাথে বাংলা ভাষাতে নিজের মতো করে গুছিয়ে লিখি যাতে আপনারা বুঝতে পারেন।