আমেরিকা ভিজিট ভিসা আবেদন এবং ডকুমেন্টস
আমেরিকা ভিজিট ভিসা আবেদন কিভাবে করবেন এবং আমেরিকা B1/B2 ভিজিট ভিসায় আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগে বিস্তারিত জানতে পারবেন।
আমেরিকা ভিজিট ভিসা আবেদন – USA Visit Visa Application and Documents
নিজে নিজে আমেরিকা টুরিস্ট ভিসা আবেদন করার পদ্ধতি।
তবে এই আর্টিকেলটি পড়ার আগে আপনারা আমেরিকা ভিজিট ভিসা মাত্র ২০,৩৮২ টাকা আর্টিকেলটি পড়ে আসতে পারেন। তাহলে আপনার জন্য খুবই সহজ হবে সম্পূর্ণ প্রক্রিয়াটি বুঝতে।
তাছাড়াও আমেরিকা ভিজিট ভিসার জন্য ইন্টারভিউ বোর্ডে কি প্রশ্ন করে তা জানতে আমেরিকা ভিজিট ভিসা ইন্টারভিউ প্রশ্ন ও উত্তর এই আর্টিকেলটি পড়ে আসতে পারেন।
আমেরিকা টুরিস্ট ভিসা আবেদন
প্রথম ধাপঃ আবেদন করতে US Department of State লিংকে ক্লিক করুন। সেখানে DS-160, Online Non immigrant Visa Application এ ক্লিক করে আপনার আবেদনটি শুরু করুন।
উদাহরণ স্বরূপ আমি আপনাদের একটি স্ক্রিনশট দিয়ে দেখিয়ে দিচ্ছি।

দ্বিতীয় ধাপঃ এবার আপনার দ্বিতীয় ধাপটি হলো Location Select করা যেমনঃ

এখানে অবশ্যই আপনার Location Select করার পর Captcha code বসাবেন। যদি Captcha code বুঝতে সমস্যা হয় তাহলে Captcha code এর ডান পাশে spin বাটনে ক্লিক করলে নতুন Captcha code দিবে।
Captcha code টি সঠিকভাবে বসানো হয়ে গেলে Start an Application বাটনে ক্লিক করুন। পেজটি রিলোড করে নতুন পেজে নিয়ে যাবে।
আর একটি কথা ঐখানে Photo এর জন্য যে বক্সটি দেখতে পাচ্ছেন সেটা কিন্তু তাদের রিকয়ারমেন্ট অনুযায়ী এড করতে হবে। সবশেষে দেখিয়ে দিবো কিভাবে আপনার ছবি সেট করবেন।
তৃতীয় ধাপঃ এই পেজে আপনারা প্রথমে I agree চেক বক্সটি চেক করে দিবেন। কারণ এই বক্সটি চেক করার সাথে সাথে পেজটি রিলোড হবে।
এবার আপনি নিচে থেকে Security Question Select করুন এবং আপনার উত্তরটি লিখুন। অবশ্যই আপনার Security Question এর উত্তরটি মনে রাখতে হবে।
যদি আপনি আপনার লগিন ইনফরমেশন ভুলে যান বা হারিয়ে ফেলেন সেক্ষেত্রে Security Question এর উত্তরের মাধ্যমে আপনি আপনার একাউন্টি পূণরূদ্ধার করতে পারবেন।

চতুর্থ ধাপঃ এই পেজ থেকে আপনাদের ব্যক্তিগত তথ্যসহ অন্যান্য গুরুত্বপূর্ণ সকল তথ্য প্রদান করবেন। নিচের ইমেজটি ফলো করুন এবং প্রতিটি পেজ সম্পন্ন করে এগিয়ে যান।

উপরের ডান পাশে একটি আইডি নাম্বার দেখা যাচ্ছে অবশ্যই সেই আইডি নাম্বারটি সংরক্ষন করুন। এটি খুবই গুরুত্বপূর্ণ তাই কোথাও লিখে রাখুন।
এভাবে আপনার Surnames, Given names, Full name বাংলাতে লিখতে পারবেন, ইত্যাদি যতগুলো ফরম আপনি পাবেন সবগুলো আস্তে আস্তে মনোযোগ দিয়ে পূরণ করুন ।
বাম পাশে যে মেনুটি দেখতে পাচ্ছেন রেড মার্ক করা সেখানের সবগুলো মেনু হলো এক একটি পেজ যা আপনাদের পূরণ করতে হবে।

প্রতিটি পেজের ইনফরমেশন পূরণ করার পর আপনারা চাইলে ডাটা সেভ করে রাখতে পারবেন। পরবর্তী পেজে যাওয়ার জন্য Next Button এ ক্লিক করুন।
আশাকরি পরবর্তী ধাপগুলো আপনারা নিজেরাই এখন করতে পারবেন। খুবই সহজভাবে ঠান্ডা মাথায় ফরম গুলো পূরণ করুন।
এই ফরমটি যখন আসবে আপনার সেভ করে রাখা এপ্লিকেশন আইডিটি এখানে বসিয়ে দিবেন।

অনুরূপভাবে এই ফরমটি যখন আসবে আপনাদের সিকিউরিটি প্রশ্নের উত্তরটি বসাবেন।

তাদের Requirement অনুযায়ী ছবি কিভাবে আপলোড করবেন সেটা জানতে এই লিংকে ক্লিক করুন। এই পেজে যাওয়ার পর ডান পাশে দেখবেন তারা সম্পূর্ণ গাইডলাইন দিয়ে রেখেছে।
গাইডলাইন গুলো কি কি?
- Basic Example
- Size and Position
- Pose and Expression
- Glass
- Attire, Hats, Hair
- Shadows and Lighting
- Background
- Resolution and Quality
- Children
- Free Obstruction

এখানে উল্লেখিত প্রতিটি লিস্টের ছবিসহ তারা নির্দিষ্ট করে দিয়েছে যে, কোনটি সঠিক। তাই আপনারা উপরোক্ত লিংকে ক্লিক করে আপনার ছবিটি আপলোড করুন।
তাদের টুলটি অটোমেটিক ক্রপ করে নিবে এবং যদি কোনো ত্রুটি থাকে তাহলে ঐখানেই আপনাকে মেসেজ এর মাধ্যমে জানিয়ে দিবে।
ভয়ের কিছু নেই ফরম পূরণ করে সাবমিট দেয়ার পূর্বে আপনাদের পূরণকৃত সকল ডাটা রিভিউ করার জন্য সুযোগ দেয়া হবে যদি কোনো তথ্য আপডেট করতে চান তাহলে পূণরায় এডিট করে নিতে পারবেন।
ফরমটি পূরণ করা হয়ে গেলে আপনি আপনার সম্পূর্ণ ফরমটি প্রতিটি পেজ ভিজিট করার সময় প্রিন্ট করে নিতে পারবেন। তবে প্রিন্ট কপি রাখা ভালো। প্রিন্টে গিয়ে পিডিএফ ডাউনলোড করে রাখলেই হবে।
পরবর্তী ধাপে Sign and Submit Application এ ক্লিক করে সেই পেজে প্রবেশ করে আপনার পাসপোর্ট নাম্বার এবং Captcha code টি পূরণ করবেন, তারপর পূণরায় Sign and Submit Application ক্লিক করলে Submit হয়ে যাবে।
Confirmation: পেজটি রিলোড হওয়ার পর Confirmation বাটনে ক্লিক করবেন এবং Confirmation পেজ থেকে যে পেজটি দিবে সেটি প্রিন্ট করে নিবেন। এই প্রিন্ট করা কপিটি কিন্তু আপনার ইন্টারভিউতে লাগবে।
সবশেষে আপনি Portal US travel docs এ এসে নিউ ইউজার লিংকে ক্লিক করে নতুন একটি একাউন্ট তৈরী করে নিবেন।
এই ওয়েবসাইট থেকে আপনি পেমেন্ট করবেন, ইন্টাভিউ তারিখ নেয়া সহ যাবতীয় কাজ সম্পাদিত করবেন।
আমেরিকা ভিজিট ভিসার ডকুমেন্টস
আমেরিকা টুরিস্ট ভিসার ডকুমেন্টস গুলো এক নজরে দেখে নেয়া যাক। এখানে কয়েকটি ডকুমেন্টস বাধ্যতামূলক এবং কয়েকটি অতিরিক্ত ডকুমেন্টস।
Gather Required Documentation – বাধ্যতামূলক ডকুমেন্টস
- Passport – Minimum 6 months validity
- Nonimmigrant visa application, Form DS-160 confirmation page
- Application Fee Payment Receipt
- Photo (DS-160 Form’s requirement)
- Bank Statement
- NID card Photocopy
Additional Documentation May Be Required – অতিরিক্ত ডকুমেন্টস
- Your purpose for the trip
- Your intent to depart the United States after your trip
- Your ability to pay all costs of the trip
সবশেষ কথা
সম্পূর্ণ আর্টেকেলে আমি আবেদনের নিয়মগুলো বুঝানোর চেষ্ট করেছি হয়তো অনেকে ভাবছেন সবগুলো ইমেজ দিয়ে যদি দেখানো হতো তাহলে হয়তো আরো ভালো হতো। হ্যা, সেটা করা যেত কিন্তু তাতে সাটের লোডিং টাইম বেড়ে যেত।
কিন্তু আমি যেভাবে আপনাদের দেখিয়েছি বা যতটুকু দেখিয়েছি তার পর থেকে বাকি ফরমগুলো খুবই সহজভাবে পূরণ করা যাবে।
এখানে প্রতিটি আর্টিকেলই একটি অন্যটির সাথে জড়িত। আপনাকে অন্য কোথাও আর আমেরিকা ভিজিট ভিসার তথ্যের জন্য ছুটতে হবে না।
- আরো পড়ুনঃ আমেরিকা ভিজিট ভিসা মাত্র ২০,৩৮২ টাকা
- আরো পড়ুনঃ আমেরিকা ভিজিট ভিসা টু ওয়ার্ক ভিসা
- আরো পড়ুনঃ আমেরিকা ভিজিট ভিসা ইন্টারভিউ প্রশ্ন ও উত্তর
- আরো পড়ুনঃ আমেরিকা জব ভিসা – USA Work Permit Visa
FAQ
আমেরিকা টুরিস্ট ভিসার জন্য পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ৬ মাস থাকতে হবে।
আমেরিকা টুরিস্ট ভিসা বা আমেরিকা ভিজিট ভিসা ফি $185 যা বাংলাদেশী টাকায় প্রায় ২০,০০০ টাকার মতো।
আমেরিকা ভিজিট ভিসার জন্য ব্যাংক স্টেটমেন্ট অবশ্যই দেখানো লাগবে।