আমেরিকা ভিজিট ভিসা ইন্টারভিউ প্রশ্ন ও উত্তর
|

আমেরিকা ভিজিট ভিসা ইন্টারভিউ প্রশ্ন ও উত্তর

আমেরিকা ভিজিট ভিসা ইন্টারভিউ এ প্রশ্নকর্তা আপনাকে যে সকল কমন প্রশ্ন অবশ্যই করবে তার উত্তরসহ আজকে আমরা আলোচনা করবো।

আমেরিকা ভিজিট ভিসা ইন্টাভিউ বা ইউএসএ ভিজিট ভিসা ইন্টারভিউ – America Visit Visa Interview or USA Visit Visa Interview

আমেরিকা ভিজিট ভিসা নিয়ে ইন্টারভিউ বোর্ডে যে প্রশ্নগুলো করা হয় সে প্রশ্নগুলো আমার পরিচিত বড় ভাইয়ের বাস্তব অভিজ্ঞতা থেকেই আলোচনা করবো।

মোটামুটি আপনাদের ইন্টাভিউ বোর্ডে মাত্র ৫ থেকে ৬ মিনিট সময় পাবেন। আর এই সময়ের মধ্যে আপনাকে তারা যে প্রশ্নগুলো করবে তার সঠিক উত্তরগুলো দিতে হবে।

ইন্টারভিউ বোর্ডে কয়টি প্রশ্ন করে

এটি নির্দিষ্ট করে বলা যায়না কারণ প্রশ্নকয়টি হবে বা কি ধরনের প্রশ্ন করতে তা নির্ভর করে প্রশ্নকর্তার উপর। হয়তো আপনাকে ৩ থেকে ৪টি প্রশ্ন করতে পারে।

আবার প্রশ্নকর্তার যদি ইচ্ছে হয় আপনাকে বিভিন্ন বিষয়ের উপর ১০ থেকে ১২টি প্রশ্নও করতে পারে। তবে আপনি স্মার্টলি প্রশ্নগুলো হ্যান্ডল করার চেষ্টা করবেন।

আবার এমনও হতে পারে তারা আপনার দিকে মনোযোগ না দিয়ে কয়েকটি প্রশ্নের মাধ্যমে আপনাকে যাচাই করে ফেলবে এবং বলবে ইন্টারভিউ হয়ে গেছে।

তাই রুমে ডুকে যেন আপনার প্রথম ইম্প্রেশনটা ভালো হয়। কারণ তারা আপনার ফাস্ট ইমপ্রেশন যাচাই করবে। সেখানে আপনার গেটআপ বা ড্রেসআপ ফলো করবে।

তাদের প্রশ্ন শুনে আপনি ভরকে যাবেন না। আপনার সাথে তারা আই কন্টাক্ট করে আপনার অবস্থা বুঝার চেষ্টা করবে। তাতে যদি তাদের কোনো রকম সন্দেহ হয় ভিসা রিজেক্ট হওয়ার সম্ভাবনা ৮০% নিশ্চিত।

আমেরিকা ভিসা ইন্টারভিউ প্রশ্ন ও উত্তর

প্রশ্ন ও উত্তর গুলো দেয়ার আগে একটি বিষয় আপনাদের জানা খুবই গুরুত্বপূর্ণ। তা হলো আপনার USA DS 160 Form উল্লেখ করে দিবেন আপনি কোন ভাষায় ইন্টারভিউ দিবেন। তহলে আপনাকে সেই ভাষাতেই প্রশ্ন করা হবে।

আপনি চাইলে বাংলা ভাষায় ইন্টারভিউ দিতে পারবেন অথবা আপনি ইংরেজী ভাষায় দক্ষ হলে ইংরেজীতেও ইন্টারভিউ দিতে পারবেন।

আরো পড়ুনঃ কানাডা ভিজিট ভিসা আবেদন

ভিসা সম্পর্কে আরো সঠিক তথ্য পাওয়ার জন্য আমেরিকার সরকারি ওয়েবসাই USCIS থেকে ভিজিট করে আসুন।

ইউএসএ ভিসা ইন্টারভিউ প্রশ্ন ও উত্তর

প্রথম প্রশ্নঃ আপনি কেন USA যেতে চান? – Why you want to go USA?

উত্তরঃ আপনি যদি ব্যবসায়ের জন্য যান অর্থাৎ B1 ভিসার জন্য আবেদন করে থাকেন তাহলে বলবেন আমি বিজনেস মিটিং বা কনফারেন্স এর জন্য যাচ্ছি।

আর যদি আপনি B2 ভিসার জন্য আবেদন করে থাকেন তাহলে বলবেন আমি ঘুরতে যাচ্ছি অথবা আপনার কোন নিকট আত্নীয়ের কাছে বেড়াতে যাচ্ছেন।

দ্বিতীয় প্রশ্নঃ আপনি কি পূর্বে USA গিয়েছেন? – Have you been to the USA before?

উত্তরঃ আপনি যদি USA গিয়ে থাকেন তাহলে বলবেন হ্যা আমি গিয়েছিলাম। তারা হয়তো জানতে চাইবে আপনি কবে গিয়েছিলেন। আর যদি না গিয়ে থাকেন তাহলে নম্রভাবে বলেন আমি যাইনি।

তৃতীয় প্রশ্নঃ Do you have relatives in USA? USA আপনার কোনো আত্নীয় আছে কিনা?

উত্তরঃ যদি আত্নীয় থাকে তাহলে বলবেন হ্যা আছে। আর না থাকলে বলবেন নেই। তবে আত্নীয় থাকলে তাদের ঠিকানা এবং বিস্তারিত তথ্য জানতে চাইতে পারে।

মনে রাখবেন, আপনি অথবা আপনার কোনো আত্নীয় যদি আপনার জন ইতিমধ্যে ইমিগ্রেশনে আবেদন করে থাকে তাহলে আপনি ট্যুরিস্ট ভিসা পাবেন না এটা ১০০% নিশ্চিত। আপনি একই সময়ে দুটি ভিসার জন্য আবেদন করতে পারবেন না।

চতুর্থ প্রশ্নঃ USA আপনার ভ্রমণ করার খরচ কে দিবে? – Who is going to sponsor your USA visit?

উত্তরঃ যদি আপনি নিজে বহন করে তাহলে তাকে বলেন – I will spend from my own fund. আর যদি আপনার নিকটবর্তী কোনো আত্নীয় বহন করে তাহলে বলেন My brother (sponsor name) will sponsor my visit.

পঞ্চম প্রশ্নঃ আপনার স্পনসর কি করে? – What does your sponsor do?

উত্তরঃ যদি আপনার খরচ কোনো আত্নীয় বহন করে থাকে তাহলে এই প্রশ্নটি আপনাকে করা হবে। আপনি আপনার sponsor যে পেশায় জব করেন সেটা বলেন।

ষষ্ট প্রশ্নঃ আপনার স্পনসরের ইনকাম কত? – How much does your sponsor’s earn?

উত্তরঃ আপনার স্পনসরের মাসিক আয় কত তাকে তা জানাবেন। যেমন ধরুন – He earns about $7000 per month.

সপ্তম প্রশ্নঃ আপনার স্পনসর কোথায় কাজ করে? – Where does your sponsor work?

উত্তরঃ আপনার স্পনসর কোথায় কাজ করে তাকে নির্দিষ্ট করে তাকে বলবেন। আপনার তথ্য যেন কোন প্রকার ভুল না হয়।

অষ্টম প্রশ্নঃ আমেরিকাতে আপনার স্পনসরের Status কি? – What status your sponsor have?

উত্তরঃ আমেরিকাতে আপনার sponsor কি অবস্থাতে আছে সেটা জানাতে হবে যেমন সে কি Permanent Residence নিয়ে আছে নাকি Temporary Residence নিয়ে আছে।

নবম প্রশ্নঃ আমেরিকাতে আপনি কোথায় থাকবেন? – Where you will stay in the USA?

উত্তরঃ আপনি যদি কোনো হোটেলে থাকতে চান তাহলে হোটেলের নাম ঠিকানা বা হোটেল বুকিং এর যাবতীয় প্রমানপত্র তাদের দেখানো লাগতে পারে।

আর যদি আপনার কোনো আত্নীয়ের বাসায় থাকেন তাহলে তাদের সম্পূর্ণ বিস্তারিত তথ্য বা ঠিকানা জানাতে হবে।

দশম প্রশ্নঃ আপনার সাথে কি আপনার স্বামী বা স্ত্রী ঘুরতে যাবে? – Will your wife/husband accompany you on your trip?

উত্তরঃ আপনার সাথে যদি আপনার স্বামী বা স্ত্রী আমেরিকাতে ঘুরতে যায় তাহলে তাদের বলুন হ্যা। আর যদি আপনি একাই যেতে চান তাহলে বলুন আমি একাই যাবো।

১১তম প্রশ্নঃ আপনি কেন একা যেতে চান? – Why are you traveling alone?

উত্তরঃ আপনার স্বামী বা স্ত্রী কেন যেতে পারছেনা তার একটা যথাযথ কারণ তাকে জানান। আর যদি আপনি সিঙ্গেল হোন তাহলে তাও তাদের পরিষ্কারভাবে জানান।

১২তম প্রশ্নঃ আপনি কখন আমেরিকাতে যেতে চান? – When do you plan to travel?

উত্তরঃ DS 160 Form পূরণের সময় যে তথ্য দিয়েছেন সেখান থেকে তার উত্তর দেয়াটা সবথেকে ভালো। এবং সাথে আপনার কিছু travel plan বলতে পারেন।

১৩তম প্রশ্নঃ কেন আপনি সেই সময়টাতে যেতে চান? – Why do you want to travel at that time?

উত্তরঃ আপনি উত্তরটা এভাবে দিতে পারেন, সে সময়টাতে আমি ফ্রি আছি। তাই ঐ সময়টাই আমার জন্য ট্রাভেল করার উপযুক্ত সময়।

১৪তম প্রশ্নঃ আপনি কি আপনার টিকিট বুক করেছেন? – Have you booked your ticket?

উত্তরঃ আপনি তাকে বলতে পারেন আমি ভিসা পাওয়ার পর টিটিকটি বুক করবো ইনশাআল্লাহ।

১৫তম প্রশ্নঃ আপনি কি বাংলাদেশের বাইরে কোনো দেশ ভ্রমণ করেছেন? – Have you been outside of Bangladesh?

উত্তরঃ আপনি ভ্রমণ করে থাকলে বলবেন হ্যা, আর না ভ্রমণ করে থাকলে বলবেন না। যদি ভ্রমণ করে থাকেন তাহলে কোন কোন দেশ ভ্রমণ করেছেন তা জানতে চাইবে।

১৬তম প্রশ্নঃ কোন জায়গা আপনি ভ্রমণ করতে চান? – What places do you want to visit?

উত্তরঃ আপনি কোন কোন জায়গা গুলো ভ্রমণ করতে চান তাদের জানান এবং কেন সে জায়গা গুলো ঘুরতে চান সেটাও তাদের জানান।

১৭তম প্রশ্নঃ আপনি USA তে কতদি থাকবেন? How long will you stay in USA?

উত্তরঃ আপনি DS 160 Form যে তথ্য দিয়েছেন তার সাথে যেন মিল থাকে এই প্রশ্নের উত্তর দেয়ার সময়, এ বিষয়টি খেয়াল রাখবেন। যেমনঃ আমি এক মাসের মতো সেখানে থাকতে চাই।

১৮তম প্রশ্নঃ আপনি ফিরে আসবেন তার নিশ্চয়তা কি? – What is the guarantee that you will come back?

উত্তরঃ আপনি তাদের জানান যে আমি বাংলাদেশে খুব ভালো একটি জব আছে। দেশে আমার পর্যাপ্ত সম্পত্তি আছে, তাছাড়া আমার পরিবার আছে। মনে রাখবেন, এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ।

১৯। আপনার বার্ষিক আয় কত? – What is your annual income?

উত্তরঃ আপনার বার্ষিক আয়ের পরিমাণ DS 160 Form যে তথ্য দিয়েছেন তার সাথে সামঞ্জস্যতা বজায় রেখে উত্তর দিবেন। বার্ষিক আয় কত তা আপনার খরচ বাদে ব্যাংক ব্যালেন্স কত তা বুঝিয়েছে। অর্থাৎ আপসি স্বচ্ছল কিনা সেটা তারা বুঝতে চায়।

সবশেষ কথা

একটা বিষয় মনে রাখবেন আপনারা দয়াকরে কোনো মিথ্যা তথ্য দিবেন না যদি কোনো প্রশ্নের উত্তরে আপনাকে মিথ্যার আশ্রয় নিতে হয় তবে অবশ্যই সেটা Technically Handle করবেন।

উপরোক্ত প্রশ্নগুলো খুবই কমন প্রশ্ন যার অধিকাংশই করা হবে। তবে প্রশ্নের কিছু পরিবর্তন হতে পারে সেজন্য আবার ভরকে যাবেন না।

এখানে প্রতিটি আর্টিকেলই একটি অন্যটির সাথে জড়িত। আপনাকে অন্য কোথাও আর আমেরিকা ভিজিট ভিসার তথ্যের জন্য ছুটতে হবে না।

FAQ

আমেরিকা ভিজিট ভিসায় ইন্টারভিউ বোর্ডে কয়টি প্রশ্ন করে?

নির্দিষ্ট করে বলা যায় না। আপনাকে ৪টি বা ৫টি প্রশ্ন করেও ইন্টারভিউ শেষ করে দিতে পারে। আবার ১০ থেকে ১৫টির মতো প্রশ্নও করতে পারে।

আমেরিকা ভিজিট ভিসায় হোটেল বুকিং দেয়া লাগে কিনা?

আপনাকে অবশ্যই হোটেল বুকিং দেয়া লাগবে।

আমেরিকা ভিজিট ভিসায় ব্যাংক স্টেটমেন্ট দেখানো লাগে?

হ্যা আপনাকে অবশ্যই আপনার অথবা আপনার ব্লাড কানেকশন কারো ব্যাংক স্টেটমেন্ট দেখানো লাগবে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *